নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
জা।য়ে।দ। হো।সা।ই।ন। লা।কী।
------------------------
প্রতি রাতেই আমরা দুজনে এক খাটে শুই। তুমি নাকডেকে আরাম করে ঘুমোও। অথচ, আমার সকল ঘুম বেঁধে দেই রোজ রাতে জোনাকীর ডানায়। তিমির রাত্রে আমার কোন খোয়াবনামা নেই। গোলাপের গোপন সৌরভ ভাসে নাকি নিশুতি রাতে! যদিও, আমার কোন গোলাপের গাছও নেই! আমার ঘুমের নিখোঁজ হবার সংবাদটি ছাপা হবে আগামী কাল ভোরে; দৈনিক নারকেল পাতায়। চায়ের কাপে চুমো দিতে যেয়ে তুমি পড়ে নিও আমার সে নিখোঁজ হওয়ার খবর। আমি ততক্ষণে, গোলাপের বীজ বুনতে যাবো আমাদের উত্তরের পালানে।
------------------------
©somewhere in net ltd.