নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
জা।য়ে।দ। হো।সা।ই।ন। লা।কী।
---------------
তোমার আর আমার প্রেম-ভালবাসার ভেতরে এখন মনে হয় চিরুনি অভিযান চলছে! যদিও আমি রোজ প্রায় সত্তর বার করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের মুখোমুখি হই। দেখি, পুরনো সেই আমি; যে তোমাকে প্রতিদিন প্রায় সত্তর বার করে ভালোবাসি। অথচ তুমি প্রায়শই বলো, আমাকে নাকি অপারেশন ক্লিন হার্ট করানো খুব দরকার! তবে কি আমাদের প্রেমের ভেতরেও এখন বাসা বেধেছে সন্দেহের পাললিক আঁধার? আমি তোমার সামনে দাঁড়িয়ে অবনত হয়ে সত্তর বার বলেছি আরতী, বোয়াল মাছের কলিজার মতো সতেজ আর নিস্পাপ আমার মন। তবুও, তুমি আমাকে প্রতিনিয়ত অপরাধী ভেবে ক্রসফায়ার করো। তোমার দেয়া আঘাতজনিত কারণে; আমার হার্টে হয়তো একদিন ঠিকই বাইপাস সার্জারি করাতে হতে পারে। এখন আমাদের পরস্পরের আলিঙ্গনের ভেতরেও খচ খচ করে বিঁধছে ক্রমাগত সন্দেহের ধারালো চাকু। এভাবে ভালোবাসা যায় না আরতী। তার চেয়ে ভালো হয়, আগামীকাল আর একটি ভূমিকম্প দিন প্রভু। ভেঙে চুরে আমার শরীর টুকরো টুকরো হয়ে যাক রানা প্লাজার মত। এতে যদি তোমার কংক্রিট মন টিস্যু পেপারের মত কিছুটা গলে!
----------------
গ্রন্থঃ একমুঠো প্রেম হলে কেটে যায় দিন।
জায়েদ হোসাইন লাকী
২১ মে, ২০১৫
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই আপনাকে নাকি প্রতিদিনই ক্রসফায়ারে নেওয়া হয়, তাহলে আবার বলছেন আগামীকাল আপনার ক্রসফায়ার হতে পারে, ব্যাপারটা বুঝলাম না।