নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
তোমার আর আমার ঘামের মিলিত যে রুপ, তাকে আমি কখনোই কামসূত্র বলতে পারি না। কামে আর ঘামে মিলে যে শিল্প হয়; তাকে আমি ঘামসূত্র বলি। তোমাকে পাওয়ার আশায়, তোমার পিছনে ছুটতে যেয়ে, শরীর থেকে আমি যে ঘাম ঝরাই; তুমি সেটাকে পাগলামী বলতে পারো! কিন্তু, আমি তাকে বলি, প্রেম। তোমার আর আমার প্রেমশিল্পের মাঝখানেই কেবল যে কাকাতোয়া পাখিটি দেয়াল হয়ে দাঁড়ায়; তাকেই কেবল আমি কামসূত্র বলি। যদিও কাম আর ঘাম দুটোই শিল্প তবে, প্রেম হলো অনন্ত শিল্পের এক বেদনাময় নীল গভীরতা।
----------------------------
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
জহরলাল মজুমদার বলেছেন: অসাধারন কবিতা।