![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন নারী পুলিশের প্রেমে পড়ে গিয়েছি।
এ কথা তাকে কখনোই বলতে পারিনি ভয়ে!
সে নারীর শরীরে; দোলনচাপার গন্ধের বদলে বারুদ থাকে।
তার হাতে গোলাপের বদলে থাকে; পিস্তল।
তবুও, তাকে আমি ভালোবেসে ফেলি প্রতিদিন
সকালের নরম রোদের মত
নয়তো রাতের নিশীগন্ধার মত।
অথচ তাকে কখনোই বলা হয়নি ভালোবাসি!
পিছে সে আমাকে হাতকড়া লাগিয়ে
টেনে হিচড়ে যদি গারদে নিয়ে যায়।
আর, আমার প্রেম যদি
তার পিস্তলের কাছে পরাজিত হয়!
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১০
ডার্ক ম্যান বলেছেন: পুলিশ বানান ঠিক করেন। নাহলে ঐ নারী পুলিশ সত্যি সত্যি গুলি করে দিবে