নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
আমিও এক সময় কিশোর ছিলাম। তখন, অনেকেই আমাকে দেখে কাঁচা আম ভেবে ঢিল ছুড়তো। অনেকেই আবার ভাবতো; একটু বেড়ে উঠলেই ঢিল ছুড়া যাবে। এর পরে যখন বয়ঃসন্ধি পার হলাম; দেখলাম, চারপাশ থেকে ঢিল ছোড়া ক্রমশ বেড়ে যাচ্ছে। তখন অবশ্য আমিও কিছুটা পাকতে শুরু করেছি। অতঃপর, আমিও একদিন রহিমের বাগানে (বারান্দায়) একটি কাঁচা আম দেখে ঢিল ছুড়লাম। সেই থেকে আজ অব্দি আমার ঢিল ছোড়া চলছে।
-----------------------
©somewhere in net ltd.