![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের পাপড়িতে ধুলোর দাগ। মাথার মধ্যে যন্ত্রণানির্ভর নিউটনের আপেল। রাতের পালক উড়ে হুতুমপ্যাঁচার বিচ্ছুরিত দেহে। তোমার বিপন্ন সিঁদুরে স্বপ্ন জোড়া লাগিয়ে, ধারণ করেছি বৃক্ষের ছদ্মবেশ। সময়ের মেদবহুল প্রতারণায় ঋদ্ধ হয়ে আজ মানুষের বেশে থাকি। মানুষ হয়েও, নিজেকে কেমন মনে হয় যথারীতি; অস্পৃশ্য গুল্মলতা।
_____________________
©somewhere in net ltd.