নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
একটি চশমার দোকান দেবো ভাবছি! তুমি আসবে আমার দোকানে চশমা কিনতে। আমি নরম,পেলব হাতে তোমার কামরাঙা চোখে চশমা পরিয়ে দেবো। তুমি বলবে, উহু এটি মানাচ্ছে না! অন্যটি দিন। আমি তোমাকে আরেকটি চশমা পরিয়ে দেবো। এটিও তোমার পছন্দ নয়! এভাবে তুমি হাজারটি চশমা বদলাবে আর আমি হাজারবার তোমার চোখে চশমা পরিয়ে দেবো। বারবার চশমা পালটাতে পালটাতে তুমি আড়চোখে আমার দিকে অন্তত দশবার তাকাবে। আমিও তোমার দিকে অপলক তাকিয়ে থাকার সুযোগ পাবো। এভাবে চার চোখে লুকোচুরি খেলাতে হয়তো তোমার সাথে আমার প্রেমও হয়ে যাবে! অতঃপর, তোমার পছন্দের শেষ চশমাটি যখন তোমার চোখে পরিয়ে দেবো; তখন তুমি যাবার বেলায়, অবাক বিস্ময়ে আমার দিকে তাকিয়ে দেখবে আমার চোখে এক নদী জল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ বন্ধু
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: স্বপ্নের বীজ বুনতে থাকুন কল্পনা বিলাসে.........
তুমি ফিরে আসুক..................শুভ কামনা