![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
তার শরীরে হাত রাখলে চন্দনের গন্ধ বেরোয়। ঠোঁটে ঠোঁট রাখলে পুরুষ হয়ে উঠি দুরন্ত দাপটে। তার বুক থেকে চুমোয় চুমোয় গোলাপ গন্ধ শুঁকে নিই। তখন শরীরে মেখে দেয় সে প্লেটোনিক প্রেম। অতঃপর তার হাতের তালুতে মাথা রেখে রোজ রোদ পান করি। অথচ আমাকে উপহার দেয় সে প্যাথোজেনিক প্রেম। তবুও তার প্রাত্যহিক প্রতারণা আমাকে দমাতে পারে না একদমই। স্বপ্নের ফসিল দুঃস্বপ্নের ছাই দুহাতে আঁজলা করে ধরে ডাকাতিয়া নদীর জলে কষ্ট ওড়াই। তিমির রাত্রি শেষে শরীরে মাখি স্বপ্নদিনের গন্ধ। তার মনে এখন ছলনার স্বপ্নচূড়া, আমার মনে আজ সিল্কের ঝিলিক !
©somewhere in net ltd.