![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একটি স্বপ্নবাড়ি ছিল। এক কামরার একটি ঘর। তুমি বলতে, অপারেশন থিয়েটার! আমি বলতাম, স্বপ্নবাড়ি! পৌষের হাড় কাঁপানো শীতের ভর সন্ধ্যায় তুমি আর আমি কল চেপে চেপে গোসল করতাম রোজ। আমাদের কোন গামছা ছিল না। তোমার ভেজা ওড়না আমাদের শরীরজুড়ে থাকত উষ্ণ গামছা হয়ে। সম্ভবত সে সময় আমাদের বাড়তি কোনো কাপড়ও ছিল না। যদিও, তখন আমাদের অনেক অভাব আর অনেক প্রেম ছিল। আমরা একটি রুটি দুজনে ভাগ করে খেতাম। তখন আমরা দুজন দুজনকে খুব ভালোও বাসতাম। আজ অপারেশন থিয়েটারে আমার হার্টের ব্যবচ্ছেদ চলছে। ডক্টর বলেছে, আমার হার্টের এক পাশে নাকি তোমার নাম খোদাই করা দেখতে পেয়েছে!
©somewhere in net ltd.