নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
নিজের শরীরে চাপাতির কোপ দেখে
হতাশ হয়ো না বন্ধু।
এমনটি ঘটেছিল খ্রিস্টপূর্ব যুগেও!
জ্বালামুখে দাঁড়িয়ে আমি আজও আশাবাদী
দেখো, আগুন আর রক্তের ভেতরেও
ফুটবে একদিন অপূর্ব এক শান্তির গোলাপ।
আমি যদি বোবা হই, তবুও আমাকে
সে সত্যের গোলাপের কথা বলতে হবে
আর, যদি হই অন্ধ? তবুও দু’চোখ ভরে আমাকে
বিজয়ের স্বপ্ন দেখতে হবে।
চাপাতির কোপ আমার সারা মুখে ঢেলে দিয়েছে
বিদ্রোহের হাসি।
(দেশবরেণ্য সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এর উপরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি)
২| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ৭:৪৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একটা জাতি কি এতোই অধঃপতিত হয়ে গেলো যে তাদের কাছে কোনো প্রানেরই মূল্য নেই ?
৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ৮:০৯
রাফা বলেছেন: শুধু অপরাধী নয় ,নিরাপত্তায় অবহেলা করার জন্য প্রত্যেককেই আইনের আওতায় এনে রহস্য উদঘাটন করতেই হবে।
ধন্যবাদ,জা.হো.লাকী।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:১৫
ইনাম আহমদ বলেছেন:
মানুষ-অমানুষের আজব এই দুনিয়া।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:৪৩
তাওহিদ হিমু বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। আলোকিত এক বাংলাদেশের স্বপ্ন দেখাটাই ছিল তার অপরাধ। অনেক দুয়া ও ভালবাসা রইল স্যারের জন্য।