![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখির পড়ে যাওয়া অচ্ছুৎ পালকের মতো
এরকম অর্ধনমিত জীবন আর ভালো লাগে না
আমার মনে কেবলই বিষণ্ণ ভায়োলিন বাজে
অবাধ্য শরীর বোঝে না নদীর দীর্ঘশ্বাস
আমার প্রথম যৌবনে যারা ডালিম ফুটিয়েছিল
তারা আজ কেউ বেঁচে নেই।
আমি সময়ের অন্তরীক্ষে ভেসে যেতে যেতে
আজ একটি ছেঁড়াখোঁড়া গল্পের সেমিকোলন হয়ে
বসে আছি নিজগৃহে, পুরনো সুটকেসে।
শরীরের ত্বকে যে মাছরাঙা জ্বলজ্বল করে বসেছিল,
আজ তা যেন কোনো এক নিঃসঙ্গ শালিকের ডানা
মনের ভেতরে চরে বেড়াত যে মৃগ-হরিণ
এখন তা মৃগয়া পার হয়ে ফ্রেমে আটকে থাকা
মূলত; আমারই ছায়া
তোমার দৃশ্যত আগমন আমার অনন্ত কামনায়
প্রখর তৃষ্ণা হয়ে জ্বলে ওঠে চৈত্রের চুপচাপ দুপুরে
আমি তোমাকে অনন্তকাল ধরে আটকে রাখতে চাইনি
শুধু একবার আমার সামনে দাঁড়িয়ে আমার এক হাতে
একটি ডালিমের ফুল আর অন্য হাতে হাত রেখে
মৃদু হেসে বলো -ভালোবাসি।
©somewhere in net ltd.