নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী। facebook.com/Lucky.Jayed.Husain

জায়েদ হোসাইন লাকী

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী

জায়েদ হোসাইন লাকী › বিস্তারিত পোস্টঃ

মাত্র ৫০ জন মানুষ পারে পৃথিবী বদলে দিতে!

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩২

50 FRIENDS (Friends of Humanity in Bangladesh) আর্থিক সামর্থ্য নেই এমন চিকিৎসা বঞ্চিত শিল্পী, কবি, সাহিত্যিক বা সাধারণ যে কোনো নাগরীককে আমাদের ৫০ জনের সিগারেটের টাকা বাঁচিয়ে চিকিৎসা সহায়তা দেয়ার ইচ্ছায় নিবেদিত একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান Friends of Humanity in Bangladesh এর যাত্রা শুরু করলো!

আমরা মাত্র ৫০ জন প্রতি মাসে অন্তত ১ জনের পাশে এসে দাঁড়াতে চাই। সেটা হোক না ৫০ টাকা বা ৫০ হাজার টাকার সহায়তা। আপনিও চাইলে আমাদের বিশেষ ৫০ জনের মধ্যে থাকতে পারেন। ইচ্ছাটাই প্রধান।

(আমি যখন হাসপাতালে পড়ে থেকে টাকার অভাবে ছটফট করেছি, তখন বুঝেছি বিত্তহীনের কত জ্বালা! আমার কিছু আত্মীয়, কিছু কলিগ, কর্তৃপক্ষ এবং ১১ জন ফেসবুক বন্ধু আমাকে আর্থিক সহায়তা না করলে হয়তো আমার আর ফিরে আসা সম্ভব হতো না)

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৯

রোকনুজ্জামান খান বলেছেন: সময় সত্য সময় সিত্ত
সময় পারাপার উন্মাদম
সময় বাধি কি দিয়ে আজ
একলা আকাশ এখন আমার।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

জায়েদ হোসাইন লাকী বলেছেন: সময় বড় দুঃসময় ! দাদা

২| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

রোকনুজ্জামান খান বলেছেন: কেন বুঝেনা না তারা ।
#দাদা

৩| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭

দিবা রুমি বলেছেন: ভাল উদ্যোগ।

এগিয়ে চলুক এ সেবার তরী...

৪| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: ্ভালো কাজ।

৫| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


ভালো উপলব্ধি, চেষ্টা করেন।

আপনি দেশের কোন এলাকায় আছেন?

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২১

জায়েদ হোসাইন লাকী বলেছেন: ঢাকায়

৬| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৮

সৈয়দ তাজুল বলেছেন: কাজ চালিয়ে যান। আপনার থেকে অন্যরাও উৎসাহ পাবে।

সৎকাজের প্রচারও একটি সৎকাজ। ধন্যবাদ ও অশেষ দু'আ

৭| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯

আলী নওয়াজ খান বলেছেন: মানব সেবাই শ্রেষ্ঠ ইবাদত। সাধুবাদ জানাই আপনাদের এই উদ্যোগ ও প্রচেষ্টাকে ।
আপনাদের এই অরাজনৈতিক ও অসম্প্রদায়িক প্রতিষ্ঠানের অবকাঠামোকে মজবুত করতে , আস্থা, যোগ্যতা ও গণযোগাযোগ বৃদ্ধি করতে হবে।

৮| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

আল ইফরান বলেছেন: আপনাদের উদ্যোগ এর কথা জেনে ভালো লাগলো।

৯| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

ক্স বলেছেন: যারা সিগারেট খায়না, তারা কিভাবে অবদান রাখতে পারে?

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬

জায়েদ হোসাইন লাকী বলেছেন: তারা চা আর বাদামের টাকা বাঁচিয়ে পীড়িতকে সাহায্য করবে।

১০| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো উদ্যোগ...

১১| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

ব্লগার_প্রান্ত বলেছেন: কিন্তু সাহায্য পাঠাবে কিভাবে ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.