নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
আমার নিঃসঙ্গতা আটকে থাকে
বারান্দার গ্রিলে আর তুমি মালিবাগে
অন্যের মুঠোয়; সুখের বারবিডল।
আমার একা হতে, তোমাকে
দীর্ঘদিন ভালবাসতে হয়েছে!
তাই, তোমার ইচ্ছেয় জন্মনেয়া আমি
যেন এক প্রেমিকের বনসাই।
জানি তুমিও একা হবে একদিন;
কিছুদিন পরে।
তখন আমরা দুজন আবার একসাথে
ঘুরতে যাব কামাক্ষার শহর।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ কবি বন্ধু
২| ০২ রা মে, ২০১৮ রাত ১২:০৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: লেখার গভীরতা ভালো লাগলো।
কামাক্ষার শহরের নাম অনেক শুনেছি। কিন্তু সেখানে না কি জাদুগর ও পরীদের আস্তানা। সবচেয়ে বড় কথা হলো ভালো উপমা দিয়েছেন।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ কবি বন্ধু
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৮ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।