নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী। facebook.com/Lucky.Jayed.Husain

জায়েদ হোসাইন লাকী

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী

জায়েদ হোসাইন লাকী › বিস্তারিত পোস্টঃ

হেমলক

০৪ ঠা মে, ২০১৮ রাত ১২:৫৫

মাধবীলতা,
এক কাপ কফি আর এক প্যাকেট সিগারেট হলে
তোমার দেয়া দুঃখ গুলো ভুলে থাকা যায়।

তোমাকে ভালোবেসে আমি হেমলক পান করি
আর, প্রতিরাতে তোমাকে হিংস্র বাঘে খায়।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১:০২

কাওসার চৌধুরী বলেছেন: লাকী ভাই, শুভেচ্ছা রইলো। চমৎকার অনুভূতি। তবে এখন কপির স্থথান দখল করেছে কড়া ওয়াইন, আর এক হালি য়ইয়াবা!!

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১:৫১

জায়েদ হোসাইন লাকী বলেছেন: হ ! তা ঠিক

২| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১:১১

আকতার আর হোসাইন বলেছেন: ফিলিংস টা লিখেছেন সুন্দরভাবে। তবে লেখাটা আরেকটু বড় করলে ভাল হত

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১:৫১

জায়েদ হোসাইন লাকী বলেছেন: এটুকুই বদ্দা

৩| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:

খুবই অবহেলিত প্রেম ও ক্রোধের পদ্য

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১:৫২

জায়েদ হোসাইন লাকী বলেছেন: হ দাদা

৪| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ১০:০৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: অল্প কিছু বর্ণে বিশাল কিছু।

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১:৫২

জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ দাদা

৫| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ১১:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: ছবিটা সুন্দর।। :-B

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১:৫২

জায়েদ হোসাইন লাকী বলেছেন: হ দাদা

৬| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ১১:৩৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কবিতায় অভিমান।

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১:৫৩

জায়েদ হোসাইন লাকী বলেছেন: এ ছাড়া আর কী করার আছে আমার?

৭| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: কবিতা এবং ছবি একদম বুকে এসে লাগে।

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:৪২

জায়েদ হোসাইন লাকী বলেছেন: দুটিই আমার জীবনের কঠিন বাস্তবতা রাজীব দা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.