নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী। facebook.com/Lucky.Jayed.Husain

জায়েদ হোসাইন লাকী

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী

জায়েদ হোসাইন লাকী › বিস্তারিত পোস্টঃ

তোমাকে হারানোর পরে আমি আর আয়না দেখি না

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১:৫৭

যে আঙুলে তোমার ঠোঁট ছুঁয়েছিলাম
সে আঙুলে কখনোই অন্য কারো
শরীর ছুঁয়ে দেখিনি।

তোমার ঠোঁটে এখন অন্য কেউ ঢেলে
দেয় ধুতুরার বিষ;
আমার আঙুলে নাচে নিকোটিন পরী।

তোমার শরীরের ভাঁজে কামকলার তৈলচিত্র
আঁকব বলে, চিত্রকলা শিখেছিলাম তিন বছর
এজন্য দেখিনি কখনো-
অন্য দেহের ইজেল।

অথচ, তোমার শরীরে বিঁধে এখন
ধনুর্বিদের তির,
আমার মনে বেড়ে ওঠে বিষাদের ক্যাকটাস।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:২১

প্রামানিক বলেছেন: সুন্দর

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:৩৬

জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ দাদা

২| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
ভাষা সহজ সরল।

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:৩৬

জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ বন্ধু

৩| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:৩৪

আল আমিন সেতু বলেছেন: কিছু শব্দ যেমন ধুতুরা ও ইজেল এর অর্থ বুঝতে পারি নি। বিষাদের ক্যাকটাস ব্যাবহার টি ভালো লেগেছে,মনে থাকবে।

৪| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:৩৯

জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধুতুরা এক ধরণের কাঁটাওয়ালা বিষাক্ত ফল। ইজেল, যে বোর্ডে কাগজ এঁটে ছবি আঁকা হয় । আপনাকে অনেক ধন্যবাদ সেতু।

৫| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:১৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ছবি এবং কবিতাটি হৃদয় ছুয়ে গেল। ++

০৫ ই মে, ২০১৮ রাত ১০:২৪

জায়েদ হোসাইন লাকী বলেছেন: অনেক সম্মানিত বোধ করছি! বন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.