![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্য তাজমহল বানাতে পারবো না
ভালোবেসে বড় জোর একটি লাভ ক্যান্ডি
খাওয়াতে পারি।
তাতে যদি তুমি খুশি না হও তাহলে আসো,
নিজ হাতে তোমাকে এক কাপ
কফি বানিযয়ে খাওয়াই।
আত্মহত্যা না করে, বরং এসো বারান্দায় বসে
আজ সারারাত জোসনা দেখি।
কীসের এমন দুঃখ তোমার, রাজশ্রী?
এমন বাতাবী রাতে,
তোমার পায়ের পাতার উপরে মাথা রেখে
সারা রাত আমি শুয়ে থাকতে পারি।
আত্মহত্যা না করে আমি রোজ সিগারেট খাই
তুমি কী এক কাপ কফি খাবে?
১৪ ই মে, ২০১৮ সকাল ৭:৩১
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ দাদা
২| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৫৩
আক্তার৩৬৩ বলেছেন: অনেক সুন্দর,পড়ে ভালো লাগলো।
১৪ ই মে, ২০১৮ রাত ৯:৪২
জায়েদ হোসাইন লাকী বলেছেন: অনেক ধন্যবাদ আক্তার
৩| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: চমৎকার।
১৪ ই মে, ২০১৮ রাত ৯:৪২
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ কবি
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৮ রাত ১:০৬
কাওসার চৌধুরী বলেছেন: লাকী ভাই। চমৎকার একটি কবিতা। বেশ ভাল লেগেছে।