নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
যে শহরে তুমি আমার না
সে শহর আমার নয়।
যে শহরে আপেল কাটা চাকু দিয়ে
আমার হৃদপিণ্ড কেটে রোদে শুকাতে দাও
সে শহর খুনীদের
যে তুমি চুমু না খেয়ে বরং
আমাকে গলাটিপে হত্যা করো
রোদ ঝলমল দুপুরে,
সে তুমি আর যারই হও; আমার না
এমন দুঃখশহর থেকে আমি নতজানু হয়ে
পালিয়ে যাচ্ছি যোজন যোজন দূরে
আমাকে আর কখনো খুঁজো না
২৩/০৫/২০১৮ ইং
(কবিতাটি আমার দুঃখশহর ফরিদপুরের লালের মোড়কে নিয়ে লিখা)
২| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:৫০
কাওসার চৌধুরী বলেছেন: লাকী ভাই, চমৎকার কবিতা।
৩| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:৫০
চাঁদগাজী বলেছেন:
মৌমাছি মধু চেনে, মেয়েরা মানুষ চেনে
৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:১৩
কাইকর বলেছেন: সুন্দর লিখেছেন
৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:৫৮
স্ব বর্ন বলেছেন: তুমিকে ছাড়া বড্ড অসহায় লাগে শহরটাকে এটাই অভ্যাসের প্রবনতা।অনেক সুন্দর করে লিখেছেন ভাল লেগেছে।
৬| ২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: বাহ !
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:৪৮
রেইড ইন স্কাই বলেছেন: সুন্দর