নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
ইদানিং প্রতিদিন আমার মৃত্যু হচ্ছে
নিজেকে ক্রমশ হত্যা করে চলেছি রোজ
কিছুদিন আগেও নিজেকে মানুষ বলে মনে হতো
এখন অন্য কিছু বলে মনে হয়।
আমার প্রথম মৃত্যু হয়েছিল ক’বছর আগে
ফেলানীর লাশ যখন পড়েছিল
কাঁটাতারে ঘেরা প্রাচীরের উপরে।
যখন নগ্ন আর নৃশংস হাতে রুমানার চোখ
উপড়ে নিয়েছিল তার প্রিয়তম স্বামী
তিন বছরের শিশুকে যখন ধর্ষণ করে
হত্য করে কোনো মানুষরূপী পশু
যখন দেখি সভ্যতা আর নারীদের
নৃশংস ভাবে হত্যা করে চলছে পুরুষ,
তখন আমার পুনর্মৃত্যু হয়।
ইদানিং প্রতিদিন আমি বহুবার করে আত্মহত্যা করি
মানুষ থেকে ক্রমশ আমি যেন এক
রাক্ষস হয়ে যাচ্ছি।
আমার শরীর বহন করে চলেছে এখন
মৃত এক অমানুষের ছাল।
২| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:১৫
কাইকর বলেছেন: কেমন যেন লাগছে এটা পরার পর
৩| ১২ ই জুন, ২০১৮ রাত ১:৩৭
চাঁদগাজী বলেছেন:
মৃত্যু নিশ্চয় ইন্টারেষ্টিং কিছু নয়।
৪| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: আরো অনেকদিন বেঁচে থাকুন।
৫| ১৫ ই জুন, ২০১৮ রাত ৯:৩৮
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: ভাই! প্রিয় তালিকায় যুক্ত করলাম।
২২ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৩
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ ভাই
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:০৪
মীর সাজ্জাদ বলেছেন: ওহ কত বিচিত্র আমাদের জীবন।