নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
আমাদের খুব ছোট একটি খাট ছিল একসময়
আমরা দুজন সে সময় খুব জড়াজড়ি করে ঘুমোতাম
তারপরেও আমাদের খাটে অনেক জায়গা
অবশিষ্ট থেকে যেতো।
এখন, ক্রমশ সে খাট আমাদের দুজনের কাছে
খুব ছোট হয়ে যাচ্ছে আর আমাদের ঘুমগুলোও এখন
যেন এক পারমাণবিক বোমার উপরে
এসে দাঁড়িয়েছে।
আমরা এখন আর আগের মতো
একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমোতে পারছি না
আমাদের পরস্পরের বালিশের ভেতর থেকে যেন
ঠা ঠা করে বের হচ্ছে পিস্তলের ধারালো গুলি।
তাহলে কী খাটের জায়গা সংকীর্ণতার প্রভাবে
চাপা পড়ে গেছে আমাদের পাললিক প্রেম?
এমন তো কথা ছিল না!
আমরা মনে হয় এখন প্রেম থেকে ছিটকে পড়ে
ক্রমাগত পারমাণবিক যুদ্ধের দিকে হাঁটছি।
২৪ শে জুন, ২০১৮ রাত ১১:৪৯
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আলহামদুলিল্লাহ্
২| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:০৭
কুঁড়ের_বাদশা বলেছেন: আপনার কবিতার ও ছবিটা মেয়ের প্রেমে পড়িয়া গেলাম।
২৪ শে জুন, ২০১৮ রাত ১১:৫০
জায়েদ হোসাইন লাকী বলেছেন: তাইলে আমার কী হবে ? দাদা
৩| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
কুড়ের বাদশার প্রেমেজর্জর অবস্থা দেখিয়া আমি টাস্কিত হই নি!
২৪ শে জুন, ২০১৮ রাত ১১:৫০
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আল্লাহ্ বাচাইছে!
৪| ২৫ শে জুন, ২০১৮ রাত ১২:২২
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: যুদ্ধ থেকে ছিটকে এবার প্রেমের দিকে হাটা উচিৎ।
২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:৫৬
জায়েদ হোসাইন লাকী বলেছেন: হ দাদা, আমি তো তাই চাই!
৫| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৫ শে জুন, ২০১৮ রাত ৮:৪৬
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ কবি
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: অপ্রেম শেষ হোক।