![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মরে গেলে সে আমার লাশ দেখবে না
জীবিতাবস্থায় দেখবে না পোড়া মুখ
এটাকে সত্যিই কী প্রেম বলে?
তোমার কুরিয়ার ঠিকানা যদি জানতাম
তাহলে, কফিনে করে পাঠিয়ে দিতাম
আমার সকল শুভাশিস, সব লেন-দেন
আর সমগ্র ভালোবাসা
বাড়ির পাশের স’মিল থেকে প্রায়শই
কাঠ চেরাইয়ের শব্দে ভাতঘুম থেকে জেগে উঠে
দেখি, এ আমার পাঁজর ভাঙার গান
আমি মন দিয়ে শুধু সে শব্দ শুনি; কাঁদি না
এ শহরের করাতকলের মালিকরা সবাই নারী
তাঁদের করতলে লুকিয়ে রাখা সুতীক্ষ্ণ
কাঁটাচামচে কাটা পড়ে রোজ যুবক বৃক্ষের বাঁকল
আমি তো অর্জুনের ছাল বৈ অন্যকিছু নই!
-------------
(কবিতাটি আমার 'নির্বাচিত কবিতা' গ্রন্থে প্রকাশিত)
২| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:০১
ভ্রমরের ডানা বলেছেন:
ওয়াহ!
৩| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: আপনার কবিতা আমার ভালো লাগে।
২৭ শে জুন, ২০১৮ রাত ১০:০৭
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আর, আপনাকে আমি ভালোবাসি । কবি
৪| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৩০
মামুন ইসলাম বলেছেন: চমৎকার।
৫| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:০৫
মিন্টু ভাই বলেছেন: সুন্দর ++
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৮ রাত ৮:৪২
কাইকর বলেছেন: সুন্দর ++