নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
গোলাপ চাই না, বিষ দাও
চেয়েছি প্রেম, তুমি দাওনি কিছুই !
মনের অন্তরীক্ষে জমে থাকা বিষাদের ক্লেদ
আজ আমাকে করেছে বিষণ্ণ
নীল ক্যাকটাস।
অভিবাসী মনে আমার জমে আছে
কতো আলোকবর্ষ ধরে; তোমাকে না পাওয়ার
আজন্ম অভিমান।
আজকের এই আততায়ী রাতে
ব্যর্থতার যন্ত্রণায়, দগ্ধে আমি খুব ক্লান্ত
আর বিভ্রান্ত আছি, রাজশ্রী।
নিকোটিনের ঠোঁটে চুম্বন দিতে দিতে না হয়
তোমার খোপায় একটি কদমের পাতা
গুঁজে দিবো কাল সকালে,
যদি বেঁচে থাকি!
আজ মনোময় অমোঘ জোছনা রাতে,
তোমার প্রেম চাই না, বিষ দাও।
চেয়েছি প্রেম, তুমি তো দাওনি কিছুই !
২| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:২১
ভ্রমরের ডানা বলেছেন:
আক্ষেপসূচক কবিতায় আক্ষেপ রয়ে গেল! আরো একটু লম্বা হলে ভাল হত! তবে এমনিতেও কবিতার অবয়ব চমৎকার মনে হল! শুভেচ্ছা কবি!
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:০০
একম বলেছেন: খুব ভাল লাগলো ।।