নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
লিউনা,
চুমোকে পাপ ভাবছ যখন, তখন আমি
কী করে তোমাকে চুমোর শৈল্পিক বিবৃতি
মুখস্ত করাই, বলো?
একটি গল্প শোনো-
কারো কামরাঙা ঠোঁট যখন কাউকে
চুমো খাওয়ার জন্য খুব উসকে দেয়,
তখন প্রেমিক মানেনা কোনো
চুমোর সংবিধান বা পাপের নিয়ম।
তোমার উষ্ণ ঠোঁটে আমার মেহগনি ঠোঁট
রাখলে ভরে যায় ফুলে ফুলে পৃথিবীর
সব গোলাপের গাছ
একটি গোলাপ গাছের জীবন বৃত্তান্তের ভেতরেই
লুকিয়ে আছে অজশ্র চুমোর
শৈল্পিক বায়োগ্রাফি
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৭
জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ সুরঞ্জন
২| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ঠোট আবার মেহগনি হয় নাকি!!!
দারুণ লিখেছেন কবিতা, মুগ্ধতা রইল কবিতার কথামালায়
৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: চুমো নিয়ে ইদানীং খুব লিখা হচ্ছে। কবিরাও ছাড়া দিচ্ছেন না।
কবিতা'টা দারুণ ছিলো।
৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:২২
ইব্রাহীম আই কে বলেছেন: বায়োগ্রাফিটা ভালই লেগছে।
৫| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০১
ডট কম ০০৯ বলেছেন: খুব উচু মানের লেখনী হয়েছে। সকালবেলা পড়িয়া বেশ আনন্দ হইল মনে।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৪
জায়েদ হোসাইন লাকী বলেছেন: কৃতজ্ঞতা রইলো
৬| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: Art of kiss.. Kiss is a artএটা
বাঙ্গালি চাইলেও পারবে না
৮| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:২০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:
৯| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৪
এ.এস বাশার বলেছেন: চুমুর স্টোর হাউসও বটে......
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৫
সুরঞ্জন আহমেদ বলেছেন: চুমোর বায়োগ্রাফিটি বেশ নান্দনিক হয়েছে।