নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
বাবার মুখে তোমার খুব নাম-ডাক শুনেছি
মায়ের মুখে শুনেছি তোমার বীরত্বগাঁথা
বয়োজ্যেষ্ঠদের মুখে শুনেছি তোমার
বজ্রদীপ্ত ভাষণ।
তোমার নাম মুখে নিই বিনম্র শ্রদ্ধায়, কেননা
তোমাকে জাতিশ্বর বলে মানি
তোমাকে নয়ন ভরে দেখিনি কখনো
এজন্য, আমার চোখ পূর্ণতা পায়নি শিশুদের
প্রস্ফুটিত চোখের মতো।
সেদিন, আরিচা রোডে এক চায়ের দোকানে বসে
সময় পার করার সন্ধ্যায় টিভিপর্দায়
তোমার পৌরুষদীপ্ত ছবি দেখে ছোট্ট একটি মেয়ে
তার বাবাকে বলে উঠলো-
বাবা, দ্যাখো, বঙ্গবন্ধু! বঙ্গবন্ধু!
শিশুটির মুখে আবেগ প্রোথিত ভাষায়
'বঙ্গবন্ধু' নামটি শুনে তখন আমার গায়ের রোম
খাড়া হয়ে গিয়েছিল!
একটি ছোট্ট শিশু তোমাকে ভালোবেসে
'বঙ্গবন্ধু' নামে ডাকে জেনে সেদিন আমি খুব
কেঁদেছিলাম আর শিহরিত হয়ে উঠেছিলাম।
তোমার নাম মুখে নিলেই কেঁপে ওঠে আমার
শরীরের সব সংক্রান্তি রেখা।
'বঙ্গবন্ধু' নামের ভেতরে লুকিয়ে আছে
হাজার জীবনের মধু।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৫
জায়েদ হোসাইন লাকী বলেছেন: তারা হাইব্রিড। অথচ অনেকেই অবহেলিত
২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৭
কাওসার চৌধুরী বলেছেন:
লাকি ভাই, কবিতায় +++
৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬
শাহারিয়ার ইমন বলেছেন: বঙ্গবন্ধুর আদর্শ বেচেঁ খাচ্ছে এখন এক দল