নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী। facebook.com/Lucky.Jayed.Husain

জায়েদ হোসাইন লাকী

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী

জায়েদ হোসাইন লাকী › বিস্তারিত পোস্টঃ

মেকাপে ঢেকে যায় চুমো ও চাঁদ

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৫

আমাদের সম্পর্কের ভিতরে কিছু চুম্বন আর
খানিকটা প্রেম ঢুকে গেছিলো।

এখন আমাদের প্রেমের ভিতরে কিছু অন্যবিধ সম্পর্ক,
প্রযুক্তি, দা-কুমড়ো, ধারালো চাকু, পদ্মা সেতু,
টাকা-পয়সা, ফ্ল্যাট, শান্তা, রফিকুল ইত্যাদি আর
একটা বড় তালগাছ ঢুকে গেছে।

আমাদের পারস্পরিক আলিঙ্গনের মধ্যে
ছড়িয়ে পড়েছে এখন সুস্বাদু গুজব।
আর, আমরা দুজন মুখে মেকাপ লাগিয়ে
ইলেকট্রিক তারের উপরে দাঁড়িয়ে সেলফি তুলছি

আমাদের পাশের ছাদে শান্তা আর রফিকুল
গোলাপের টবে নিয়মিত পানি দেয়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

আরণ্যক রাখাল বলেছেন: দারুণ

২| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো কবিতা।

৩| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১১

কাওসার চৌধুরী বলেছেন: ভাল লাগলো +++

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৬

চাঙ্কু বলেছেন: শেষ দুই লাইন জীপন থেকে নেয়া!! :P

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭

কথার ফুলঝুরি! বলেছেন: কবিতার বিষয়বস্তু ভালো লেগেছে ভাইয়া আর শেষের দুইটা লাইন ।

টাইপো হয়েছে ভাইয়া, একটু ঠিক করে নিন। ইলেকট্রিক তারের না হয়ে তারেক হয়ে গিয়েছে ।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৩

জায়েদ হোসাইন লাকী বলেছেন: ওহ! মারাত্মক ভুল ধরিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ বন্ধু কথার ফুলঝুরি

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৭

বাকপ্রবাস বলেছেন: চমৎকার

৭| ২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭

বিজন রয় বলেছেন: প্রযুক্তিবাদী কবিতা!
+++

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৯

জায়েদ হোসাইন লাকী বলেছেন: হাহাহাহাহা

৮| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.