নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
জীবনে কিছু হতে না পারায় আমার
তেমন কোনো আক্ষেপ নেই।
কিছু করতে পারিনি শুধু বারান্দার টবে
একটি গোলাপের গাছ লাগানো ছাড়া !
জীবনের অস্পৃশ্য সৌরভ লেগে আছে
সেই টবে লাগানো গোলাপের নতুন কুঁড়িতে
আর, জীবন আটকে আছে সময়ের অন্তরীক্ষে
কুয়াশার ভেন্টিলেটরে।
এ জীবনে আমি কিছু হতেও চাইনি
শুধু, আগামী জন্মে তোমার বারান্দার টবে
লাগানো গোলাপের গাছ হতে চাই
একটি গোলাপ গাছের জীবন বৃত্তান্তের ভিতরে
লুকিয়ে আছে আমার জীবনের
যাবতীয় বায়োগ্রাফি।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২২
চাঙ্কু বলেছেন: বায়োগ্রাফি ভালা হইছে কিন্তু কবিতাতেও মডেল লাগে বলে জানতাম না। আফসুস
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আফসোস করার কিছুই নেই। এটা মডেল না, এটাকে বলাহয় কাব্যচিত্র। কাব্যের বিষয়বস্তুর সাথে মিল রেখে কাব্যচিত্র দেয়া হয়। কালে কালে কত কী দেখবাইন দাদা। আদিযুগে পইড়া থাকলি তো হবি নানে!!
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১০
পদাতিক চৌধুরি বলেছেন: অভিব্যক্তি বেশ ভালো লাগলো।
শুভেচ্ছা নিয়েন।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩
স্রাঞ্জি সে বলেছেন:
ওরে বাপরে, একটা গোলাপে বায়োগ্রাফি সব।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
জায়েদ হোসাইন লাকী বলেছেন: হ দাদা
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ কবি
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫
জাহিদ অনিক বলেছেন: বাহ !
কবিতা ভালো লাগলো।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
জায়েদ হোসাইন লাকী বলেছেন: কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্রেশ ব্রেশ
আমরা প্রীত হইলাম
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কবিতার সাথে কবির কথা
ভাষার প্রানে গান
দেহের মাঝে দ্রোহের দেখা
রক্তে লেগেছে বাণ!
কবিতার দেহে আশ্রিত তুমি
যুগে যুগে জাতিকে করেছ মহান!!
অন্তরে তোমার কান্নার মাঝে কষ্টের অভিমান
ফিরে আসো আবার নির্মল শুভ্রতায়,
ভাষা ভাষীর তরে
গাহি দ্রোহের গান!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আসুন দ্রোহের গান গাই