নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
তোমার জন্য তাজমহল বানাতে পারবো না
ভালোবেসে বড় জোর একটি লাভ ক্যান্ডি
খাওয়াতে পারি।
তাতে যদি তুমি খুশি না হও তাহলে আসো,
নিজ হাতে তোমাকে এক কাপ
কফি বানিয়ে খাওয়াই।
আত্মহত্যা না করে, বরং এসো বারান্দায় বসে
আজ সারারাত জোসনা দেখি।
কীসের এমন দুঃখ তোমার, রাজশ্রী?
এমন বাতাবী রাতে,
তোমার পায়ের পাতার উপরে মাথা রেখে
সারা রাত আমি শুয়ে থাকতে চাই
আত্মহত্যা না করে আমি রোজ সিগারেট খাই
তুমি কী এক কাপ কফি খাবে?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০
জায়েদ হোসাইন লাকী বলেছেন: কফি জীনস এর ঠিকানা দিন
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৮
নীল আকাশ বলেছেন: আমি আপনার নাম দেখলেই কবিতা পড়তে আসি। কিযে ভালও লাগে আপনার কবিতা গুলি? কত ইচ্ছে হয় আপনার মতো করে এত সহজ ভাষায় মনের কথা গুলি বলে ফেলার!
ব্লগে আপনি আমার সব চেয়ে পছন্দের কবিদের একজন যার লেখা শুধু পড়তে পড়তেই ইচ্ছে করে।
দাদা, ভালো থাকবেন, সব সময়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আপনার মন্তব্ব্য আমাকে অনেক সম্মানিত করেছে। অনেক শুভকামনা রইলো প্রিয় ।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
এখনও কফি জীনস এর ঠিকানা জানেন না ?
জীবনটা সার্থক করুন আর পুরানা কোন ফিঁয়াসে থাকলে
নিয়ে আসুন , গুলশান -১ এ
হয়তো ফের প্রেমালাপ ভালো জমবে ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৩
মাহমুদুর রহমান বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৪
চাঙ্কু বলেছেন: অনেকে কফি খেতে খেতেই মরে যায়!
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৫
বাকপ্রবাস বলেছেন: কফি খাওয়া যায়, ব্ল্যাক নয় হট হলে, কবিতা ভাল লাইগাছে
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৩
সনেট কবি বলেছেন: বেশ
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭
এ.এস বাশার বলেছেন: শেষের স্তবকে সিগারেট কেমন যেন কবিতাকে এলো মেলো করে দিল।
কবিতা ভালো লেগেছে.....
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪২
জায়েদ হোসাইন লাকী বলেছেন: সিগারেটের যায়গায় এলকোহল লাগিয়ে দিব দাদা?
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০১
এ.এস বাশার বলেছেন: লেখক বলেছেন: সিগারেটের যায়গায় এলকোহল লাগিয়ে দিব দাদা? সে আপনার ইচ্ছা দাদা,,,
স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তার চেয়ে কফি খাওয়ায় ভালো,,,,,,,
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২
জায়েদ হোসাইন লাকী বলেছেন: হাহাহাহাহাহাহা তা ঠিক বলেছেন
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
খুব সহজ সরল।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ বন্ধু
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আত্মহত্যা না করে, বরং এসো বারান্দায় বসে
আজ সারারাত জোসনা দেখি।
কীসের এমন দুঃখ তোমার, রাজশ্রী?
তাদের ভালবাসার দাম দিতে হবে
তবেই আত্মহত্যা করবে না ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কফিটা সত্যই ভালো তো ? নাহলে কফি জীনস এ আসুন ।