নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী। facebook.com/Lucky.Jayed.Husain

জায়েদ হোসাইন লাকী

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী

জায়েদ হোসাইন লাকী › বিস্তারিত পোস্টঃ

আমার এক মাছের জীবন

০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

জীবন থেকে বিকেল গুলো হারিয়ে যাচ্ছে
পালিয়ে যাচ্ছে বসন্তের গোধূলি সন্ধ্যা
আমিও ক্রমশ হারিয়ে যাচ্ছি
সময়ের ফাঁদে পড়ে জীবনের অন্তরীক্ষে
অথচ এমন জীবন আমি চাইনি

যে জীবনে, রমনার খোলা বিকেলে
নারকেল পাতার ফাঁকে গড়িয়ে পড়া
কাঁচাসোনা রোদ আমার গায়ে এসে লাগে না
যে জীবনে, দক্ষিণা বাতাসের বদলে দিনময়
গায়ে এসে লাগে এসির করাল বাতাস,
সত্যিই আমি এরকম জীবন চাইনি

একুরিয়ামে সাঁতার কাটা আমার এক মাছের জীবন

বিশ্বাস করো, এ রকম জীবন আমি চাইনি-
যে জীবনে তুমি পাশে নেই

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

হাবিব বলেছেন:




জীবন থেকে যা হারাবে হারাক
তাকে হারাতে দিন-
হতে পারে সেটা আপনার
না শুধানো ঋণ।

নতুন যা পান আঁকড়ে থাকুন ধরে,
হিংসুটেরা এমনি যাবে মরে।

রমনাতে সেই খুশির মহা সৃতি
আÍীয় বাঁ বন্ধু স্বজন প্রীতি,
জীবন স্রোতের হিংস্র বাঁকে তোরে
পরে আছেন এসির ছোট্ট ঘরে।

না চাহিতে যে প্রেম মনের কোনে
হাজার শত স্বপ্ন আছেন বুনে,

একুরিয়াম অনেক ভালো একটু দেখেন ভেবে
কারন- যদি সমুদ্রে বা নদীতে
থাকতেন আপন মনে
অনেক বিপদ সেথা!
রাগব বোয়াল পারতো খেতে গিলে
কিংবা- ধরা পরতেন ছোট্ট ফাঁকের জালে।

০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

জায়েদ হোসাইন লাকী বলেছেন: বাহ! চমৎকার

২| ০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

হাবিব বলেছেন:



(ভুল বানান সংশোধিত)

জীবন থেকে যা হারাবে হারাক
তাকে হারাতে দিন-
হতে পারে সেটা আপনার
না শুধানো ঋণ।

নতুন যা পান আঁকড়ে থাকুন ধরে,
হিংসুটেরা এমনি যাবে মরে।

রমনাতে সেই খুশির মহা স্মৃতি
আত্মীয় বা বন্ধু-স্বজন প্রীতি,
জীবন স্রোতের হিংস্র বাঁকের তোরে
পরে আছেন এসির ছোট্ট ঘরে।

না চাহিতে যে প্রেম মনের কোনে
হাজার শত স্বপ্ন আছেন বুনে,

একুরিয়াম অনেক ভালো একটু দেখেন ভেবে
কারন- যদি সমুদ্রে বা নদীতে
থাকতেন আপন মনে
অনেক বিপদ সেথা!
রাগব বোয়াল পারতো খেতে গিলে
কিংবা- ধরা পরতেন ছোট্ট ফাঁকের জালে।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: সবাই তো আর নিজের মনের মতোন জীবন পায় না।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৩

জায়েদ হোসাইন লাকী বলেছেন: হুম

৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১২

সনেট কবি বলেছেন: ভাল লাগলো।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৩

জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ কবি

৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

বাকপ্রবাস বলেছেন: আপনার কবিতা ভাল লাগে।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪

জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ বন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.