নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
রাত জাগা রাতের সংখ্যা বাড়ছে
কমছে আমার নিকোটিনের প্যাকেট।
রাত গভীর হলে প্রেম আরো বাড়ে-
ভোর রাতে পড়ে থাকে জীবনের ফসিল
যৌবন থেকে খসে পড়ে অভিমানী
অমরাবতী নারী।
আমার এক একটি রাত হয়ে ওঠে
পূর্ণদৈর্ঘ্য এ্যালকোহলিক দহন
দহনের কালবেলায়, মনের ইজেলে আমি
এখনো তোমার ছবি আঁকি।
তুমি অন্য ঘরের দেয়ালে
নিজেকে টাঙ্গিয়ে রাখো প্রাত্যহিক
সুখের বারবি ডল।
অথচ,
তোমার এক একটি স্মৃতি পুড়িয়ে ফেলতে
আমার, কমপক্ষে দু’প্যাকেট করে
নিকোটিন নিতে হয়।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ
২| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: নিকোটিন প্রেমিকের শেষ আশা।।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০
জায়েদ হোসাইন লাকী বলেছেন: হ্যাঁ দাদা
৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
জ্বী ভাই কথা সত্য । এখন সবাই জানে ।
কবিতার মর্ম বা ভাবটা দারুন হয়েছে ।
@ নীল আকাশ ভাই আমি আপনার সাথে একমত ।
৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: নিকোটিনই শেষ সম্বল
৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫৮
ল বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছেন। তাই বারবার মনোযোগ সহকারে পড়লাম।
খুব ভালো লাগলো
৬| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
শুভ্র বিকেল বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই, শুভ কামনা।
৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: কবিতাটা আগে পড়েছি।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১
নীল আকাশ বলেছেন: মালদার স্বামী পেলে সাথে সাথেই বর্তমান প্রেমিক হয়ে যায় সাবেক.....…আর নিকোটিনের ধোয়ায় আধো আধো ভাসে প্রেমিকের অতৃপ্ত ভালোবাসা....লাকী ভাই, আজকে মনে হয় প্রথম হলাম। কবিতা ভালো লেগেছে....