নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
জীবনটা যেন বিষণ্ন এক হেমন্তের রোদ্দুর। কোন ফাকে রোদ ওঠে আর কোন ফাকে চলে যায়, মন জানে না। পড়ে থাকে শুধু এক আকাশ স্মৃতির দীর্ঘশ্বাস।
কত না পাওয়া জমে থাকলে বুকে; মানুষ কবি হয়ে ওঠে? কত যন্ত্রণা রোজ রাতে আমাকে ধামা চাপা দিতে হয়? কত ব্যার্থতা আমাকে প্রতিদিন ভুলে থাকতে হয় তা কি তুমি জানো, রাজশ্রী? এ জীবনে আমার আর কিছুই হয়ে ওঠা হলো না। না মানুষ, না কবি নয়তো একটি সবুজাভ হিজলের গাছ। আমার দুঃখ গুলো তাই আজ খরচা খাতায় লিপিবদ্ধ করে গেলাম। যদি কখনো তোমার জীবনেও এরকম বিষণ্ন এক হেমন্তের রোদ্দুরহীন দুঃসময় আসে, সে দিন তুমি আমার খেরোখাতাটি উল্টে পাল্টে দেখো। বুঝতে পারবে কত দুঃখ বুকে নিয়ে আমি একা দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিয়েছিলাম।
২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৮
নীল আকাশ বলেছেন: কতটা দু:খী হলে ব্লগের অন্যতম সেরা কবি আজ কবিতা ফেলে গদ্যে হাত মিলিয়েছে..........
হেমন্তের রোদহীন দু:সময় সবার জীবনেই আসে.......আমরা মানুষ, আর ঠিক এই জন্যই সামনে এগিয়ে যেতে হয়....।
চমৎকার লেখা প্রিয় কবি।
ভালো থাকুন, সব সময়।
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ নীল ।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: ভুলেও আত্মহত্যার চিন্তা মাথায় আনবেন না।
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
জায়েদ হোসাইন লাকী বলেছেন: প্রশ্নই আসে না দাদা ! পাপ
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
সনেট কবি বলেছেন: বেশ