নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
এখনো বেঁচে আছি এটা ভেবে আমি অতৃপ্ত হই।
চারতলা ফ্ল্যাটের নিচে তাকিয়ে দেখি
বাঁশের মাচায় কবুতরের অসামান্য জীবনবোধ
তাদের কত হাসি, গান আর কত উড়াউড়ি।
কবুতরের জীবনবৃত্তান্তের ভিতরে কোনো বিরহ নেই
নেই কোনো দুঃখ, শোক, বা যন্ত্রণাগাথা
আছে প্রেম আর উড়ে যাওয়ার প্রসন্ন স্বাধীনতা।
একটি প্রেমময় কবুতরের আয়ুষ্কাল থেকে
এখানো বেশিদিন বেঁচে আছি এটা ভেবে
সত্যিই আমি আশ্চর্য হই।
আমার মতো বনসাই প্রজাতির বিপন্ন মানুষের আয়ু
কবুতরের গড় আয়ুর চেয়েও কম, নয়তো সাকুল্যে
মাত্র দশ বছর হওয়া উচিৎ ছিলো।
যদিও, জীবন এখন আমাকে ততটা প্রলুব্ধ করে না
যতটা আমি কবুতরের সুখ দেখে প্রলুব্ধ হই।
(উৎসর্গঃ লিউনা হক)
১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ ভাই
২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কবিতায় বাস্তবের ছোঁয়া ফুটে উঠেছে ।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: মানুষের কর্মকান্ডই মানুষের দূর্ভোগের কারন....
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: আর কয় বছর তো ব্লগিংয়ের বয়সই দশ বছর হবে। কেন যে অমন করে বলেন। কে মরতে চাই এই সুন্দর ধরণীতে.....
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: কবুতরের সুখানুভূতি চলে আসুক আমার আপনার হৃদয়ে আয়ুতে নয় কর্মে । কবিতা পাঠে মুগ্ধতা।
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।।