![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পাশে ছবির এই মানুষটা ভিক্ষাবৃত্তি করেন, আমরা শহরের ভদ্রলোকেরা যাদেরকে বলি ভিক্ষুক বা ফকির। গতকাল বইমেলা থেকে বের হয়ে টিএসসিতে আমরা ৬/৭ জন আড্ডা দিচ্ছিলাম, খাচ্ছিলাম আর ছবি তুলছিলাম।
এই লোকটি আমার দিকে এক দৃষ্টিতে অনেক্ষণ তাকিয়ে আছে দেখে তাকে ডাকলাম এবং পাশে বসতে বললাম, তিনি আমার পাশে বসতে আপত্তি করলে বললেন -স্যার আপনার পাশে বওন যাইবো না। পরে তাকে জোর করেই আমার পাশে বসালাম। তিনি বসে আমার দিকে তাকিয়ে হাসলেন, আমি তাকে চা, পাকুড়া বা অন্য কিছু খেতে বললাম। তিনি খাবেন না, জানালেন। তিনি এত বিনয় দেখাচ্ছিলেন যে, আমরা বন্ধুরা সবাই রীতিমত অবাক হচ্ছিলাম। আমার ক্যামেরাটা দেখে তিনি হাসলেন, আমার বুকের ভেতরে তখন কেমন যেন করছিলো। তার সাথে আমি ছবি তুলতে চাইলে তিনি হাসলেন আর মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। অতঃপর বন্ধু Mahadi Saahal এই ছবিটি তুলে দিলেন। যাওয়ার সময় তাকে দশটাকার একটি নোট দিলাম, তিনি নিলেন এবং হাসলেন। তার হাসির মধ্যে তখন আমি স্বর্গীয় আভা দেখতে পেয়েছিলাম।
আমার ক্যামেরায় আমি অনেক বড় বড় মানুষের ছবি তুলেছি, অনেক বরেণ্য কবি, সাহিত্যিক, নায়িকা, গায়িকা, মডেলের ছবি তুলেছি। তুলেছি বন্ধু অথবা বান্ধবীদের ছবি কিন্তু এই ছবিটি তোলার পরে এত প্রশান্তি আমি আগে আর কখনো পাইনি।
ক্যামেরায় এই মানুষটার ছবি দেখে আমার মৃত বাবার কথা ভেবে গতকাল রাতে আমি খুব কেঁদেছি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আপনি কেমন আছেন? চোখের সমস্যা ভালো হয়েছে?
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৮
রাজীব নুর বলেছেন: লোকটির নাম কি? বাড়ি কোথায়?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭
জায়েদ হোসাইন লাকী বলেছেন: জানি না
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০
নীল আকাশ বলেছেন: লাকি ভাই, কেমন আছেন?
লেখাটার পড়ে আপনার প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে গেল আমার। খুব করে ভালো কাজ করেছেন।
শুভ কামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ বন্ধু
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
নেয়ামুল নাহিদ বলেছেন: উনাকে ক্যাম্পাসে সম্ভবত অনেকবার দেখেছি। চেহারায় বেশ নম্রতা আর বিনয়ী ভাব।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২০
জায়েদ হোসাইন লাকী বলেছেন: হ্যাঁ
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৪
চাঁদগাজী বলেছেন:
লোকটার চেহারা থেকে মনে হচ্ছে, উনি পাকুড়ার মতো অখাদ্য খাওয়ার লোক নন।