নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী। facebook.com/Lucky.Jayed.Husain

জায়েদ হোসাইন লাকী

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী

জায়েদ হোসাইন লাকী › বিস্তারিত পোস্টঃ

মানুষ আবার মানুষ হয়ে উঠুক

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৪

মানুষ, মানুষ মারার অস্ত্র বানিয়েছে
পশুদের কোনো অস্ত্র নেই
সুসময়ের ডাল থেকে এখন ছিটকে পড়ছে সময়।
মানুষের অমরত্বের খাতা থেকেও ক্রমাগত
খসে খসে পড়ে মানুষের ‘মানুষ হওয়ার’ বীরত্বগাথা
তা দেখে পশুদের বুকেও জমা হয় বেদনার-
অতিদীর্ঘ এক নদীর দীর্ঘশ্বাস।

মানুষের মুমূর্ষু বিবেককে সমুদ্রের কাছে নিয়ে যাও
দেখাও তাকে সমুদ্রের বিশালতা
তাকে আকাশ দেখাও, দেখাও শরতের চাঁদ
মুমূর্ষু বিবেক দেখুক, কী করে আকাশ মানুষকে
এত বিশালতা দেয়, এক টুকরো চাঁদ কীভাবে
ঢেকে দেয় পৃথিবীর সকল আঁধার।

মানুষ দেখুক, ঈশ্বরের উদারতার খোঁপা খুলে
কী করে একটি মাছ প্রাণ ভরে নদীতে সাঁতরায়।

নয়তো, মানুষ একসময় বিলুপ্ত হবে
পশুরা টিকে থাকবে পৃথিবীতে।
প্রকৃতির কাছে হাত পেতে তাই নতজানু হয়ে আছি
একটি সূত্র দাও হে প্রভু,
মানুষ আবার মানুষ হয়ে উঠুক।

(উৎসর্গঃ ১৫ মার্চ ২০১৯ ইং তারিখে ক্রাইস্টচার্চের মসজিদে
সন্ত্রাসী হামলায় নিহত ৪৯ জন মানুষের স্মৃতির প্রতি)

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪২

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

২| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:২৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা পাঠেমুগ্ধ ।
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.