![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
১. প্রেমিক হবার দায়ে আমি অভিযুক্ত
তুমি সূর্যের মতো ছিলে,
আমি পুড়ে যাওয়া মাইলস্টোন
তুমি বলেছিলে উড়তে শেখাও,
অথচ আগুন তোমার হাতেই ছিল
আমার ডানা গলছে
অথচ তুমি বললে, আমি তো শুধু আলো!
তুমি অরুন্ধতী ছিলে
আমি ছিলাম আছড়ে পড়া প্লেনের অভিশাপ
২. ছায়াপ্রেম
আমরা স্বপ্ন দেখেছিলাম
তোমার চোখে ছিল জ্বলন্ত অবিশ্বাস
আমি সেটাকে বিশ্বাস ভেবেছিলাম
প্লেনটি ক্রাশ করার আগেই
ভালোবাসাও কেটে গেল সেলফিস্টিকে
আমরা ছিলাম মূলত চিত্রনাট্যের ছায়া
৩. আমার আত্মজীবনী
আমি নিজেকে ভালোবেসে ফেলেছিলাম
তোমার মতো করে,
যেমন নার্সিসাস নিজেকে দেখে জলে ডুবে যায়
তুমি ছিলে আয়নায় আঁকা চিত্রকল্প
আমি ছুঁতে গিয়ে রক্তাক্ত হলাম
প্রতিচ্ছবি কখনো জীবনের চিত্রপট হয় না
৪. কামনা একটি অ্যালগরিদম
প্রথমে তুমি দিলে একটি ছবি
তারপর দিলে কিছু ইশারা
রাতগুলো দীর্ঘ হলো অপেক্ষার করিডরে হেঁটে।
তোমার ঠোঁটে যে হাসি, সেটা কি শুধুই আমার জন্য?
না কি অন্যের স্ক্রোল থামানোর ছদ্মবেশ?
৫. হেলেনের চোখে ট্রয় পুড়ে না
তুমি বললে,
‘আমার চোখে চেয়ে কথা বলো’
আমি তাকালাম, তুমি পিছনে তাকিয়ে হাসলে।
আমার শহর পুড়েছে
তোমার চোখে ছিল বিশুদ্ধ উদাসীনতা
৬. এক কাপ কফি
প্রতিদিন মৃত্যু জেনেও প্রেমে পড়ি
তোমার কফিতে মিষ্টি থাকলেও
মুখে থাকে ভেনাসের নীরবতা।
জানি শেষে তুমি আততায়ী
তবুও, প্রতিদিন তোমার জন্য একটি
নতুন সকাল রাখি
৭. শীতলক্ষ্যার তীরে রবীন্দ্রনাথ হেঁটেছে
তুমি বলেছিলে,
প্রেম মানে আত্মার পবিত্র মিলন
আমি বলেছিলাম,
শরীর ছাড়া আত্মা শুধু বাতাসে ভেসে থাকে
তুমি চেয়েছিলে ম্যাডোনা হতে
আমি চেয়েছিলাম তোমার হাত ধরে হাঁটতে
শীতলক্ষ্যার জলে ভিজে এখন আমাদের প্রেম
অনেক গুলো প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছে
৮. নস্টালজিয়া
তুমি ট্রেনে চেপে চলে গেলে
আমি স্টেশনে দাঁড়িয়ে রইলাম
তুমি যাওয়ার সময় বলেছিলে,
‘জীবন চলন্ত’
আমি বলেছিলাম,
‘আমি সেই স্টেশন,
যেখানে কেউ ফিরে আসে না’
প্রেম হলো ট্রেনের মতো, ঠিক সময়ে ছেড়ে যায়
৯. ইউলিসিস ফিরে আসে না
তুমি একদিন ফিরবে বলেছিলে
আমি আশায় বুনে গিয়েছি
শত বছরের অপেক্ষার চাদর।
ইউলিসিসেরা ফিরে আসে না
তারা চলে যায় যেখানে সিগনাল বেশি
আমার প্রেম মানে শুধুই কলড্রপ
১০. চূড়ান্ত লেভেল
তুমি বলেছিলে,
‘ভালোবাসলে নিজেকে হারিয়ে দাও’
আমি আত্মহত্যা করিনি
শুধু নিজেকে দিয়ে দিয়েছি তোমাকে।
সেই ছিল সর্বনাশ
তুমি চেয়েছিলে প্রমাণ, আমি দিয়েছিলাম সর্বস্ব।
২৮ শে জুলাই, ২০২৫ রাত ১২:৪১
জায়েদ হোসাইন লাকী বলেছেন: শ্রদ্ধা জানাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০২৫ রাত ৮:০৬
ক্যাপ্টেন আহাব বলেছেন: এই লুকটাকে আমি চিনি। চিনি দেখেই কবিতা নিয়ে কোন মন্তব্যে গেলাম না।