নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট্ট রাজপুত্র

আ মা র আ মি

যীশূ

একজন সহজ মানুষ থাকার চেষ্টা। সহজ হয়ত সরল নয়। বোকাও নয়।

যীশূ › বিস্তারিত পোস্টঃ

জনতার শাহবাগ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

বাসের পেছনের সিট থেকে কেউ কন্টাক্টরকে বলে উঠলো, 'ভাই, শাহবাগ আসলে নামায়া দিয়েন'। আমি ঘুরে তাকালাম খানিকটা অবাক হয়েই, পহেলা বৈশাখ, ফাল্গুন আর বইমেলার কারনে শাহবাগ তো সবারই চেনা, মানুষটা শাহবাগ চেনেনা বলেই তাকালাম। এক তরুন, সাথে এক তরুনী। আমি হাসলাম। তাদের মধ্যে আজ প্রেমের জোয়ারের চেয়ে তারুন্যের জোয়ারের প্রাধান্যই দেখলাম মনেহলো।



প্রেমিকা তার প্রেমিককে নিয়ে শাহবাগ এসেছে, বন্ধু এসেছে বন্ধুর সাথে, ছোট্ট শিশু তার বাবার কাঁধে, আবার পূর্বসূরীরাও এসেছে তরুনদের কাঁধে ভর করে। এ মেলা শুধু তরুনদের নয়, আজ বাংলাদেশ এক পরিবার, আজ সবাই এসেছে তার পরিবার নিয়ে।



ডিজে পার্টির তরুনও আজ ডিজের তালে না নেচে স্লোগানে নাচ্ছে, তালে তালে রাজাকারদের ফাঁসি চেয়ে স্লোগান। এখন ক্যাম্পফায়ার শাহবাগের রাস্তায়। আড্ডা-গান, হারিয়ে যাওয়া শাহবাগের জনতায়।



বাসটা যখন শাহবাগের খানিকটা আগে অন্যমোড় নিলো, যাত্রীরা নামতে শুরু করলে দেখতে পেলাম বাসে বসে থাকা প্রায় সবাই নেমে পড়েছে সেখানে। সবার বুকের আগুন খানিকটা টের পেলাম তখনই। রাস্তার বাস গাড়িগুলো সরাসরি উপেক্ষা করে একসাথে সবাই ব্যরিকেড পেরিয়ে ঢুকে পড়লো শাহবাগে, যুদ্ধে।



ছবি: প্রথম আলো থেকে নেয়া

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.