নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট্ট রাজপুত্র

আ মা র আ মি

যীশূ

একজন সহজ মানুষ থাকার চেষ্টা। সহজ হয়ত সরল নয়। বোকাও নয়।

যীশূ › বিস্তারিত পোস্টঃ

ফাগুনের আগুন রঙে জ্বলে উঠুক শাহবাগ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

ফেব্রুয়ারী মাস, আমাদের আন্দোলনের মাস, শোকের মাস, আবার এ মাস উৎসবেরও মাস। বাহান্নর ভাষা আন্দোলন, তিরাশির ছাত্র আন্দোলন যেমন আছে, তেমনি এদেশের মানুষ এ মাসে ফাল্গুন কে বরণ করে নেয় আগুন রঙে।



ফেসবুকে আন্দোলনের সাথে একাত্ম অনেককে দেখেলাম পহেলা ফাল্গুনকে এবার অন্যভাবে বরণ করার প্রস্তাব রেখেছেন। তাদের প্রস্তাব হলো এই ফাল্গুনে সবাই কালো পোশাক পড়ে প্রতিবাদ জানানোর। কিন্তু কালো তো সংগ্রামের রঙ না, কালো শোকের রং। আর 'রাজাকারের ফাঁসি চাই'- এটা তো কোন শোকের বিষয় না। শুধুমাত্র অন্যরকমভাবে পালন করার জন্যই কালো কাপড় পড়ে প্রতিবাদ জানানোর চেয়ে সংগ্রামের আগুন রঙে প্রতিবাদ জানালে তা আরও বেশি কার্যকর হবে বলে আমার মনেহয়।



ফাল্গুনকে আগুন রঙে বরণ করে নেয়াটা কোন ভুল না, এটা অপসংস্কৃতিও না যে তা আমাদের শুধরাতে হবে। আমি তো চাই এদিন হাজার হাজার মানুষ প্রতিবারের মত আসুক শাহবাগ আর ক্যাম্পাসে, শোক করতে নয়, এ আন্দোলনে একাত্ন হোক মনের আনন্দে, উৎসবে, সংগ্রামে। এ আন্দোলনে ইতমধ্যেই ছোট ছোট কিছু সাফল্য এসেছে, মন্ত্রিসভায় আইন সংশোধনের খসড়া পাশ হয়েছে, সংসদেও পাশ হয়ে যাবে হয়তো এই সপ্তাহে। আন্দোলন থেকে এই অর্জনগুলোও উদযাপন করা উচিত, আন্দোলন তাতে আরও বেগবান হবে।



শাহবাগে আমরা নেচে গেয়ে, স্লোগানে স্লোগানে বিচার চাইছি। উৎসব আর আনন্দের সাথে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। সন্ধ্যা রাতে জ্বলে ওঠা মশাল আর মোমবাতির মাথায় সংগ্রামের আগুন। ফাগুনের আগুন রঙের সাথে রাজাকারদের ফাঁসি চাওয়ার কোন অমিল নাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

আহাদিল বলেছেন: আপনার দৃষ্টিভংগীর সাথে সহমত আমি!
কিন্তু তারপরেও আমার মনে হয়, একটু ভিন্নতা আনা-ই যায়!
যে ভুল আমাদের পূর্বপুরুষেরা রাজাকারদের পুষে করে গেছেন, একদিন কালো পোষাক পরেই না হয় নেচে গেয়ে এই ফাগুনের আগমন উদযাপন করলাম...
প্রতিবার সবাই যে রঙ এর পোষাক পরে এবার না হয় ভিন্ন রঙ এ আসুক একই জায়গায় কিন্তু ভিন্ন পটভূমিকায়...
উৎসবই হবে তবে কালো রঙ এ, এটাও খারাপ না...
ভালোবাসা দিবসও কালো রঙ এ উদযাপিত হতে পারে!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫

যীশূ বলেছেন: আহাদিল, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আসলে, এ আন্দোলনটাই তো অন্যরকম একটা আন্দোলন। এটাকে নতুন করে আর অন্যরকম করার চেষ্টা করার দরকার আছে বলে মনেহয় না।

যে ভুল আমাদের পূর্বপুরুষেরা রাজাকারদের পুষে করে গেছেন (ভুলটা যদিও শুধু পূর্বপুরুষদের না, আমাদেরও) সে ভুল শোধরানোর জন্যই তো আজ তারুন্য জেগেছে। সে ভুল শোধরানো হবে, কিন্তু তার সাথে কালো পোষাক পড়ে ফাগুন উদযাপনের কোন মিল আমি খুঁজে পেলাম না।

মূলকাথা হলো, আজ অনেক তরুন্যই রঙিন পোষাকে নিজেকে সাজাবে। কালো পোষাকের কারনে তারা যেন শাহবাগ আসতে কোন দ্বিধায় না পড়ে সেটাই হলো বিবেচ্য।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি আপনার সাথে সহমত। আমরা মহৎ কাজ করছি, কালো হওয়া উচিত না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

যীশূ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.