নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট্ট রাজপুত্র

আ মা র আ মি

যীশূ

একজন সহজ মানুষ থাকার চেষ্টা। সহজ হয়ত সরল নয়। বোকাও নয়।

যীশূ › বিস্তারিত পোস্টঃ

আয়না

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আজ আয়নায় দেখছিলাম আমাকে

(আহারে, আয় না!!!),

একটু অন্যরকমে।

প্রতিদিনের গোছগাছে ব্যস্ত আমি না,

একেবারে এলেবেলে উসখুশ আমি।



আমার ঘরটা দেখা হয় না অনেকদিন,

'এই ঘরটা আমার?',

নিজের উল্টো চোখে চেয়ে তাই শুধাই নিরবে,

কেমন যেন অনভ্যস্ত লাগলো, কেন যেন।

সইলোনা মোটে।

দেখিনা বলে অনেকদিন?

আয়না তো আর ডাকেনা আয় না...

আমি আসি কেমনে?



এই চোখ দুটো যত দেখি ইদানীং

তারচেয়ে অনেক ঢেড় দেখেছি অনেক চোখ,

চিনতে পারিনি।

তাই হয়তো এই ঘরটাকে চিনতে পারিনি দরজাতেই।



আয়নার ওপাশে যে ডাকে আয় না,

সে আমারই ঘর,

সে আমার মনেহয় না।



__________________________________________________

(অনেকদিন পর লিখলাম। প্রচুর বানান ভুল থাকার কথা। দুঃখিত।)



ছবি: Stranger in the Mirror by Chris Peters

ছবি লিংক: Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগল

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১১

যীশূ বলেছেন: ধন্যবাদ মুনসী১৬১২ :)

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২২

ৎঁৎঁৎঁ বলেছেন:
আমার ঘরটা দেখা হয় না অনেকদিন,
'এই ঘরটা আমার?',
নিজের উল্টো চোখে চেয়ে তাই শুধাই নিরবে,
কেমন যেন অনভ্যস্ত লাগলো, কেন যেন।
সইলোনা মোটে।
দেখিনা বলে অনেকদিন?


আয়নার দিকে তাকিয়ে থাকলে কেমন একটা ঘোর তৈরী হয়, কিছুক্ষন পরে নিজেকেই কেমন অচেনা লাগতে শুরু করে!

কবিতায় ভালো লাগা তো বটেই! :)

১৫ ই মে, ২০১৩ সকাল ৯:৩৪

যীশূ বলেছেন: :)

৩| ১৬ ই মে, ২০১৩ দুপুর ২:২৮

এহসান সাবির বলেছেন: বেশ লাগলো.....

১৯ শে মে, ২০১৩ সকাল ১০:০৬

যীশূ বলেছেন: ধন্যবাদ এহসান সাবির :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.