নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতীয় পতাকা খামছে ধরেছে পুরানো শকুন।

অনুগ্রহ করে পোষ্ট বহির্ভুত মন্তব্য আমার নিজস্ব নোটিশ বোর্ডে করুন। শুভকামনা , শুভব্লগিং।

জিসান শা ইকরাম

অধ্যাপক ও মাওলানা শব্দের পবিত্রতা বজায় রাখুন। কোন রাজাকারের নামের আগে দয়া করে এই দুটো শব্দ ব্যাবহার করবেন না। রাজাকারদের রাজাকার বলুন। " হাসি বজায় রাখুন,স্বপ্নকে বাস্তব করুন " jeshan.ikram@জিমেইল ডট কম

জিসান শা ইকরাম › বিস্তারিত পোস্টঃ

আগ্রহী উপযুক্ত কন্যাগন যোগাযোগ করুন বা এইরুপ কন্যার সন্ধান দিন

৩০ শে জুন, ২০১১ রাত ৮:৫১





সংবিধিবদ্ধ সতর্কীকরন :পাত্রদের গুনে আকৃষ্ট হয়ে , কোন বিবাহিত কন্যা পাত্রের সাথে যোগাযোগের চেষ্টা করিবেন না :)



শ্নেহের মুখ গুলোর এম্নি কান্না আর সহ্য করতে পারছিনা। হবু বউদের কাছে যাবার জন্য এখনই কান্নাকাটি। আহারে আমি এখন কি করি ? :((

অনেক সুপাত্র আছে আমার কাছে। সামুর অবিবাহিত কন্যা গন , আপ্নারা দেখুন আমার পাত্র গনের গুন সমূহ। কেমন কন্যা আমার পাত্রদের পছন্দ, আপনি যদি তেমন কন্যা হন , সরাসরি পাত্রের সাথে যোগাযোগ করুন। এমন যোগ্য কন্যার খোজ কারো কাছে থাকলে আওয়াজ দিন।



আসুন আমার পাত্রদের সাথে পরিচয় করিয়ে দেই :)



আবদুল্লাহ আল মনসুর : সামুতে একটি লিষ্টের পোষ্ট দেয়ার পর, ঐ পোষ্টে মনসুরের দেয়া অনেক গুলো মন্তব্যে ছেলেটাকে কেমন করে জানি ভালোবেসে ফেলি। ওর মামা ডাকটা বাস্তবেই যেন শুনতে পাচ্ছিলাম প্রতিটা মন্তব্যে। এরপর শাহাবগে ওর আড্ডায় দেখা। সেই যে মামা ডাক শুরু...........এখনতো আমার প্রতি যে সম্মোধন তার ৮০% ই মামা।

ভাইগ্না লায়েক হইসে:) বিয়ে দিতে হইব। ওর লাগবে : পরীর লাহান মেয়ে।

এখানে সমস্যা একটা হয়েছে, কোন এক রাতে ও ঘুমের মাঝে স্বপ্ন দেখে : এক সুন্দরী মেয়ে, যে পরীর মত সুন্দর, মনসুরকে বলছে," তুমি মেয়ে দেখতে থাকো, আমাকে তুমি পাবে" । সমস্যাটা এখানেই। আমার বোন ( মনসুরের মা ) , ভাইগ্নার জন্য অনেক মেয়ে দেখছেন, কিন্তু ভাইগ্নার তা একজনও পছন্দ হচ্ছে না :( । কন্যাদের ছবি দেখলেই, ওর মনে ভেসে ওঠে স্বপ্নে দেখা ঐ পরীর মুখ। ভাইগ্নার বিশ্বাস ঐ পরীর সাথে ওর দেখা হবেই।

ভাইগ্নার স্বপ্নে দেখা পরী কি এখানে আছে ? বা জানেন কেউ ঐ পরীর খবর ?

মনসুরের যোগ্যতার অভাব নেই: নিজের একটি কুংফু স্কুলও আছে। আপনাকে অন্তত কেউ টিজং করতে সাহস পাবে না ;)

কন্যাগন দেখুন আমার ভাইগ্নার এ্যাকশন :)





প্লিওসিন অথবা গ্লসিয়ার ( নাহোল এর জমজ নিক ) : প্রথম দেখা মনসুরের আড্ডা পোষ্ট এ। তখন তেমন আলাপ হয়নি। এরপর বইমেলা আড্ডায়। জানলাম ওকে মুগ্ধ হলাম। ব্লগে ওর শক্তিশালী অবস্থানের কারন বুঝলাম। চিন্তার অগ্রসরতা , আশেপাশের সবাইকে নিজের দিকে অকৃষ্ট করার ক্ষমতা অবাক করে দেয়ার মত। ওযে কতটা ভালো ব্লগার, তা ওর ইদানিংকার পোষ্ট গুলো দেখলেই বুঝা যায়। সদা হাস্যময় নাহোলের লাগবে এমন কন্য :

না চাইনা না চাইনা কোন রাংগা ঊর্বসী

সাদা মাটা কেঊ হলেই তাতেই খুশী...

এক মেয়ে হতে হবে বিয়ে করবই তবে তাকে,

শুধু মেয়ের বাবার ব্যাংক ব্যালেন্স টা হতে হবে বেশি !
!

ওর ভবিষ্যত তো উপরের লেখাতেই আছে :)

আমি জানি এমন কন্যা নাহোল খুব দ্রতই পেয়ে যাবে :)

মন খারাপ কইরনা। এবার একটু হাসো :)





গুরুজী : সামু ব্লগ মাতানো গুরুজীকে আর নতুন করে কি পরিচয় করাবো ? গুরুজী, বাবুনি সুপ্তি , কিনাদি গ্যংস্টার দের আড্ডা পোষ্টের মত এখন আর আড্ডা পোষ্ট হয়না। আড্ডার বাইরে থেকে দেখতাম, কতগুলো কচি প্রানের উচ্ছলতা। সেই গুরুজীরও মামা হয়ে গেলাম আমি। অনেক শ্নেহে ওকে কখনো কখনো পোকা ডাকি আমি। সানন্দে সাড়াও দেয়। ফটোপাগল একজন। ছোটখাট শরীরের পিছনের ব্যাগটায় সবসময় থাকে ল্যাপটপ, ক্যামেরা আর এর অনেক লেন্স।

গরুজীর কন্য পছন্দ: কোন রিকোয়ারমেন্ট নাই, তবে অতিরিক্ত কিছু থাকা যাবে না, যেমন, অতিরিক্ত সুন্দর, অতিরিক্ত ক্যাচাল পাড়া, অতিরিক্ত ভাবওয়ালা! :P

আর ও কি করে ? শুনুন ওর উত্তর : জিগান কি করেনা ? ;)

আহা এমন ছেলের জন্য কন্যা পাওয়া কোন ব্যাপার ?

ভাইগ্না তারাতারি, তোমার জামাটা টেনে নিচে নামাও,কন্যারা আসতেছেন:)





আকাশটালাল : সামুতে আলাপের পর,প্রথম তিন মাস ভেবেছি এ ব্লগার মেয়ে। রেজোওয়ানার একনিষ্ট ভক্ত। রেজোওয়ানাই আমার ভুলটা ভাংগিয়ে দেয় ;) । খুব আবেগি একজন ব্লগার। দেশের প্রতি মমত্ব আমাকে মাঝে মাঝে অবাক করে দেয়। সারাক্ষন উতফুল্ল থাকা এই ব_লগারের কন্যা লাগবে এমন :

এটা কিভাবে বলি ? :P :Pআপনি আমার বড়, অবিভাবক। আপনি দেখেশুনে একজন নিয়ে আসবেন। আমি আবার গুরুজনদের না করতে পারিনা। আপনি আশাকরি এমন কাউকে আনবেননা, যার সাথে আমার মিলবে না :D :D :D

আহা,কিয়া ডায়লগ:) কন্যাগন দেখুন, আটা গুরুজনকে কত সন্মান করে :)

আর ওর যোগ্যতা : পাত্র একটি বড় MNC টে জব করে। ভবিষ্যত খারাপ না:) আশাকরি পাত্রিকে সুখে শান্তিতে রাখিতে পারিবে :P :P :P

আটা আমি জানি, তোমার কথা কন্যাদের আর বেশী বলতে হবে না :)

আটা আর সাগরের পানিতে দুরে যাইও না, তোমাকে বাচতে হবে ;)





নষ্ট কবি : অনেক আগে পরিচয়।কবি নীলান্জনা নীলা পরিচয় করিয়ে দিয়েছিল। এরপর আবার দেখা নীলারই কবিতার বই প্রকাশনা অনুষ্ঠানে। ছোটখাট রাজীবের আন্তরিকতা বিশাল। কবি হিসেবে জানতাম এতদিন। হটাৎ দেখি গল্প , ইতিহাস লেখাও শুরু করেছে। এত কবিতা যে ও কোথায় পায়, তাই বুঝিনা।

ওর কথা শুনুন : আমার বউ আছে। তয় দুইটা বিয়া করতে মন চায়। ২য় বউকে কালা ও বোবা হইতে হইবে।১ম বৌ চোখে দেখেনা ,তাই সমস্যা নাই।

যোগ্যতা জানিয়েছে : আমি নষ্টকবি

কোন কন্যা এই ব্লগারের মিষ্টি কবিতায় কান দিবেন না। ও দুই বিয়ে করতে চায় ;)

আহারে,কাজ করতে করেতে মেঝেতেই ঘুমাইয়া পরছে।দেখার কেউ নাই
:(





রাষ্ট্রপ্রধান : প্রথম দেখা মনসুরের আড্ডায়। আমি রাষ্ট্র প্রধান, স্যালুট কই ? রাগত কন্ঠের গলা শুনে ওর দিকে তাকিয়েই হেসে ফেলেছিলাম।ক্যামেরা পাগল ব্লগার। ক্যামেরা/ছবি নিয়ে আগ্রহ খুব বেশি। ওকে দেখলেই ওর সরল মুখের দিকে তাকিয়ে শিশুর মুখের মত মনে হয়। রাষ্ট্র প্রধান গত কুরবানীতে, নজের টাকায় গরু কিনে কুরবানী দিয়েছে। অতএব বুঝে নিন, তার আয় বানিজ্য কত :) :)

রাষ্ট্র প্রধানের দরকার এমন মেয়ে : উচ্চ সনদধারী শিক্ষিত হলেই চলবেনা। আসল শিক্ষিত হতে হবে। বাংলাদেশে অবশ্যই ভালোবাসতে হবে।

আর ওর যোগ্যতা : পরিবারের প্রতি ভালোবাসা, দায়িত্ববান, মা এর প্রতি যত্নশীল , এবং স্ত্রীর( হবু ) প্রতি অনেক ভালোবাসা ।

আংকুল , তুমি চিন্তাইও না একটুও :) গরু কিনেছ নিজের টাকায় :) এর মানে হইল ........... :)

কাইন্দনা আংকুল । রাস্ট্রপ্রধানের কান্না মানায় না :(





মাহবু১৫৪ : ব্লগেই যোগাযোগটা বেশী ছিল আমার সাথে। কিছুদিন আগে ফেবুতে এ্যাড। এ্যাড হবার সাথে সাথেই আমাকে জানান দিল: " মামা আপনি আমকে দেখেছেন, শাহাবাগের আড্ডায়"। অনেক দিন আগে ছিল ওটা। এরপর আর কোন আড্ডায় ওকে দেখিনি। তাই চেহারাটা মনে করতে পারছিলাম না। তিন দিন আগে ফেবুতে ও নিজের ফটো দিল। তখন চিনেছি আর মনে পরেছে। আমাকে নিয়ে পোষ্টও দিয়েছে সামুতে। ওর পোষ্টে কারকার মন্তব্য না পেলে, ভালো লাগেনা। তার মাঝে আমারও নাম। অবস্য হালকা একটু সমালোচনাও আছে, আমি নাকি ওর এত ঘংহন পোষ্ট দেয়া লাইক করিনা, পোষ্ট কম দিতে বলি। যাই হোক :

ওর লাগবে এমন কন্যা : ভদ্র,নম্র,আদব কায়দা জানে,এক্সট্রা ভাব নিবে না, বেশি আধুনিকা হওয়া চলবেনা ইত্যাদি ইত্যাদি ...

আর ওর যোগ্যতা : পাত্র চরম ভদ্র ছেলে,এই যুগে এমন পাত্র যে কোন মেয়ে পেতে চাইবে,মনটা আমার সেইরকম ফ্রেশ :)

দেখা যাক, এযুগের কোন কোন কন্যা আছে, যে মাহাবু১৫৪ এর ডাকে সাড়া দেয় :)

আহারে পোলাডা মনের কষ্টে কত বিরহে একা একা বইসা থাকে :(





নথিকবিডি : সামুতে ওর পোষ্ট এখন একটা। আর নাই। যাই আমি নিয়মিত। বাইরে থাকে। ওর পোষ্টে কতবার যে নতুন পোষ্ট দেবার জন্য বলেছি, তা আমি নিজেই জানিনা। এখন রাগ করে আর ওর ব্লগে যাইনা। মাঝখানে কি এক অভিমানে , ফেবু আইডি ডিএকটিভেট করছিল। করার আগে আমাকে অবশ্য জানিয়েছিল। ও কি এমন পেয়েছিল আমার মাঝে, যে ফেবু থেকে চলে যাবার আগে, শুধুমাত্র আমাকে জানাতে হবে।

নথিকের কন্যা লাগবে : :P :P :P ( এটা দিয়ে আমি কি বুঝবো ? আপনারা কেউ কি কিছু বুঝেছেন ?)

নথিক কি করে ? ওর জবাব : :(( :(( ( এর মানে কি ?)

যে সমস্ত কন্যা গন ইশারায়ই সব কিছু বোঝেন, তাহারা নথিকের সাথে যোগাযোগ করতে পারেন :)



আরিশ ময়ুখ : সামুতে বিশাল বিশাল গল্প লিখে আমাকে কষ্ট দেয়। বড় লেখা আমি পড়তে পারিনা, তারপরো বড় বর গল্প লিখে :( তবে লিখে ভালো। আমার প্রিয় একজন ব্লগার ও। মাত্র কয়েকদিন আগে ফেবুতে এ্যাড হয়েছে। আজ ওর জন্মদিন আবার। শুভ হোক তোমার জন্মদিন :)

মহুখের কন্যা লাগবে : আমাকে না পিটালেই খুসি :P :P

বুঝলামনা , মহুখ বিয়ের আগেই পিটানো আতংকে ভুগছে কেন ?

যোগ্যতার বিষয়ে কিছু বলবে না। শুধু এটুকু বলা যায়, ও একজন ভালো গল্প লেখিয়ে ব্লগার :)

যে সমস্ত কন্যাগন বিয়ের পর জামাইকে পিটাবেন, তারা রাস্তা মাপেন :)



বাল্যবন্ধু : বাল্যবন্ধু। প্রথম দেখা বোটানিক গার্ডেন ছবি তুলতে গিয়ে। দারুন এক স্মার্ট ছেলে। ব্লগার হিসেবে খুব অচিরেই ফুটবে সামুতে :) নিজে কন্যা পছন্দের বিষয়ে অনেক কিছু লিখেছে, তাই আমি বেশি কিছু লিখলাম না।

আমার থেকে লম্বায় ছোট হতে হবে। অবশ্যই বয়স কম হতে হবে। ইসলামী মনা ও মোটামুটি সুন্দরী হলে চলবে। অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে। বাপের টাকা না থাকলেও চলবে, কিন্তু চাকরীর বাজারে অবশ্যই মামা চাচা থাকতে হবে :) সবচাইতে বড় কথা : জামাই পছন্দ না হইলেও অন্যের সাথে পরকীয়া করা যাবেনা ;););)

=p~ =p~ =p~ হা হা হা , আমি আর লিখতে পারছিনা :)

পাত্র আপাতত বেকার। তবে বিয়ের পর মামা চাচার জোরে ভালো চাকরী পাবার সম্ভাবনা ১০০% ....:D

ভাইগ্না টেনশন নিওনা। কারছবি তুলতেছিলা, আমি কাউরে বলি নাই :)





পুরাই কার্টুন : ব্লগে টুকটাক মন্তব্য বিনিময় হত। ফেবুতে একটু বেশি ছিল। প্রায়ই আমার স্ট্যাটাস/ওয়াল/ফটোটে কমেন্ট দিত। কমেন্ট গুলো পড়ে হাসতে হাসতে শেষ হয়ে যেতাম আমি। সব মন্তব্যের সাথে পুরাই লেখাটা থাকবেই থাকবে।

ফেবুতে আড্ডার জন্য একটি ছোট আকারের আহ্বানে সাড়াদিয়ে বইমেলা আড্ডায় চলে আসলো ও। আমি অবিভুত হয়ে গেলাম, যখন শুনলাম , শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্যই ও সুদুর সিলেট থেকে ঢাকা এসেছে।বলাই বাহুল্য ওটাই ছিল ওর প্রথম আড্ডা। আমিও একজন ব্লগার, আর তাকে দেখার জন্য লোক আসে সিলেট থেকে। এমন পাগলও আছে এই বাংলায় :)

দেখাযাক পুরাই কর্টুন কেমন কন্যা পছন্দ করে।

তার পাত্রীকে হতে হবে পুরাই কার্টুনের মত। এমন কার্টুনের মত দেখতে কন্যা কোথায় পাওয়া যাবে , আমি নিজেই জানিনা :(

পুরাই কার্টুন আমাকে জানিয়েছে: তার যোগ্যতা " কার্টুনের মামা জিসান শা ইকরাম "



মুকিত আল হাসান :ফেইসবুকে পরিচয়। জানিনা কে ও। শুধু মাত্র এ্যাড করি , ওর প্রফাইল পিকচারের মুখোশটার কারনে। ইনফোতে দেখি ,ওর আগ্রহ মারামরি =p~ =p~ এমন ইনফো আর প্রপি থাকলে তাকে ভালো না লাগার কোনই কারন নেই। বস ডাকে আমাকে। পরে দেখলাম, সবাইকেই বস ডাকে। সামু পড়ে নিয়মিত। আমার লেখার নাকি ভক্ত। এটা কি ওর মুখোশের কথা ? আমি সন্দিহান :)

তার কন্যা লগবে এমন : পাত্রিকে হইতে হবে রুপে গুনে অনন্যা আর বাপের থাকতে হবে অঢেল সম্পত্তি

আর মুকিত আল হাসান হলেন একজন খাটি বেকার। বেকার ছেলেদের নাকি চাহিদা আছে। কোথায় এই কথা পেল আমি জানিনা ;);)



সবশেষে সামুর পোত্তম প্লাস খ্যাত রাজসোহান সম্পর্কে আর কি বলবো? সবাই জানেন ওকে। তবে কন্যা সম্পর্কে কিছু প্রশ্ন করতেই, খুব ব্যাস্ততার ভাব দেখিয়ে বললো : ডোন ডিস্টাপ

এর রহস্য আমার কাছে বোধগম্য হলোনা ;) :)

গুরুজী দেখনা কত সাইজ্যা আছি, ডোন ডিষ্টাপ :)





ভালো থাকুন সবাই। শুভকামনা সবার জন্য :) :)

আমার ফেবুতে দেয়া স্ট্যাটাস এর মন্তব্য থেকে নেয়া :)

মন্তব্য ৫৫৫ টি রেটিং +৪৮/-০

মন্তব্য (৫৫৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১১ রাত ৮:৫৪

আকাশটালাল বলেছেন: :!> :!> :!> :!> :!>

আপনি মুরুব্বি মানুষ। মানে আসলে বিয়ার কথাতো এখনো ভাবি নাই। আপনি জোর করতেসেন দেখে ক্যামনে না করি :!> :!> :!> :!> :!>

৩০ শে জুন, ২০১১ রাত ৯:০২

জিসান শা ইকরাম বলেছেন:
ওকে ওকে :) :)

২| ৩০ শে জুন, ২০১১ রাত ৮:৫৬

জাহিদুল হাসান বলেছেন: বউ এর কাছে গেলেও কান্না থামার কোনো উপায় নাই। ভুক্তভুগি, :(

৩০ শে জুন, ২০১১ রাত ৯:০৬

জিসান শা ইকরাম বলেছেন:
আস্তে বল। ওরা শুনলে আর বিয়েই করবে না :)

৩| ৩০ শে জুন, ২০১১ রাত ৮:৫৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: তাই যেনো হয়.. :#> :!>

৩০ শে জুন, ২০১১ রাত ৯:০৯

জিসান শা ইকরাম বলেছেন:
তাই যেন হয় :)

৪| ৩০ শে জুন, ২০১১ রাত ৮:৫৬

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: মামা :((

৩০ শে জুন, ২০১১ রাত ৯:১০

জিসান শা ইকরাম বলেছেন:
কাইন্দনা ভাইগ্না :(

৫| ৩০ শে জুন, ২০১১ রাত ৮:৫৮

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: :((:((:((:((:((:((:((:((

৩০ শে জুন, ২০১১ রাত ৯:১৩

জিসান শা ইকরাম বলেছেন:
আহারে , কাইন্দনা। পড়ী এবার পাওন যাইব :)

৬| ৩০ শে জুন, ২০১১ রাত ৮:৫৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: না চাই না, না চাই না হবে..নৈলে সুর টা আসে না B-)

৩০ শে জুন, ২০১১ রাত ৯:১৭

জিসান শা ইকরাম বলেছেন:
দিতাছি এডিট করে :) সুর লাগবেই :)

৭| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:০০

আকাশটালাল বলেছেন: হায় হায়, আমারে মেয়ে ভাবছেন প্রথম তিন মাস :(( :(( :((

এখন যদি মেয়েগুলোও আমার নিকের কারনে আমারে মেয়ে ভাবে :(( :(( :((

৩০ শে জুন, ২০১১ রাত ৯:১৯

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , তোমাকে রেজোওয়ানা বলেনাই ? :)

৮| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:০০

আমিনুল ইসলাম বলেছেন: হায়রে পিচ্চি। ;)

৩০ শে জুন, ২০১১ রাত ৯:২১

জিসান শা ইকরাম বলেছেন:
আমিনুল ইসলাম ভাইয়ের কই অবস্থা ? :)

৯| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:০২

আকাশটালাল বলেছেন: মনসুর জেডা, কাইন্দেন না। মামা যখন দায়িত্ব নিসে কিছু একটা হইবো, নো টেনশন ;) ;) ;)

৩০ শে জুন, ২০১১ রাত ৯:৩৭

জিসান শা ইকরাম বলেছেন:
কিন্তু পড়ীর লাহান মাইয়া পাবো কই ?

১০| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:০৪

মেঘের দেশে বলেছেন: হা হা হা ঘটক জিশান মামা :) :)

পোত্তম প্লাস :P

আপনার লেবু সরি ফেবু টা দিয়েন ।

[email protected] এইডা আমার মেইল

৩০ শে জুন, ২০১১ রাত ৯:৪৮

জিসান শা ইকরাম বলেছেন:

ঠিকাছে রিকুয়েস্ট পাঠাচ্ছি :)

৩০ শে জুন, ২০১১ রাত ১০:৩৪

জিসান শা ইকরাম বলেছেন:
আপনার মেইল চেক করুন :)

১১| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:০৪

কাউসার রুশো বলেছেন: আয় হায়!!! আমার লাইগ্গা বউ কই!!!
খেলবো না
:(( :(( :(( :(( :((

৩০ শে জুন, ২০১১ রাত ৯:৪৯

জিসান শা ইকরাম বলেছেন:
তুমি নাকি এখনো ছোট , ভাইয়া :) :) ?

১২| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:০৮

আকাশটালাল বলেছেন: @আমিনুল ইসলাম, আপনি পড়তে বসেন....... এখানে বড়দের বিয়ের কথা হচ্ছে। আপনার না সামনে পরীক্ষা X( X( X( ভর্তি কোথাও হইসেন???

মামা, আপনি এই পোষ্টটারে ২৪+ ট্যাগ লাগান কড়াভাবে। এর নিচের বয়সী একমাত্র আ%

৩০ শে জুন, ২০১১ রাত ৯:৫১

জিসান শা ইকরাম বলেছেন:
আমিনুল ইসলাম পোলাপাইন ?
হা হা হা হা ২৪+ ট্যাগ ? তাইলে ২৪+ কন্যা বিয়া করবা ? হা হা হা

১৩| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:১২

আকাশটালাল বলেছেন: আপুরাই আসতে পারবে ;) ;) ;)

৩০ শে জুন, ২০১১ রাত ৯:৫১

জিসান শা ইকরাম বলেছেন:
তাইলে ঠিকাছে :)

১৪| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:১২

সাকিন উল আলম ইভান বলেছেন: Jeda biya koro...biya khamu.......;) ;)

৩০ শে জুন, ২০১১ রাত ৯:৫৩

জিসান শা ইকরাম বলেছেন:
চিনতাইও না চাচ্চু, এইবার পড়ী পাওন যাইব :)

১৫| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:১৫

সায়েম মুন বলেছেন: আপনারে মাইনাস। কাঠের খাঁচার পোষ্টের কথা মনে পড়লো।

৩০ শে জুন, ২০১১ রাত ৯:৫৬

জিসান শা ইকরাম বলেছেন:
আমি গত সোমবার এই স্ট্যাটাস দেয়াছি। গতকাল ত্রনিত্রির প্রিয় পোষ্টে গিয়ে কাঠের খাঁচার পোষ্টের কথা জেনেছি। এর আগে ওনার পোষ্ট দেখি নাই :( :(
এই প্রথম মুনাপু আমারে মাইনাস দিল।

প্রপিটা এখন ঠিকাছে :)

১৬| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:১৫

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: মামা, কান্দনতো থামাইতে পারি না,, দুচোখে জলের প্লাবন,, :((:((:((:((:((

৩০ শে জুন, ২০১১ রাত ৯:৫৭

জিসান শা ইকরাম বলেছেন:
টিসু লইছ মামা ? :( :(

১৭| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:১৯

গুরুজী বলেছেন: মামাআআআআ, এইবার যদি কিছু একটা হয় 8-|

৩০ শে জুন, ২০১১ রাত ৯:৫৯

জিসান শা ইকরাম বলেছেন:
এইবার হইবেই হইবে :)

১৮| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:২২

নষ্ট কবি বলেছেন: সিদ্ধান্ত বদল

হয় চাইরডা বিয়া করুল
নাইলে না
:(( :(( :(( :((

৩০ শে জুন, ২০১১ রাত ১০:০০

জিসান শা ইকরাম বলেছেন:
আরে বলো কি ? মাইর একটাও নিচে পরবে না :) একজন সামলাও আগে :)

১৯| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:২৩

রাজর্ষি....... বলেছেন: আপনার ঘটক পরিচয়টা তো আগে জানতাম না....জানলে... ;) ;)

৩০ শে জুন, ২০১১ রাত ১০:০১

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা , মামা হিসেবে আমার দায়িত্ব আছে না ? :)

২০| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:২৪

শুকনা মরিচ বলেছেন: হিহিহিহিহি - আকাশলাল আপু ;)

গুরুজী - এইটা একটা পুরাই পাগলা । এরে যে বিয়ে করতে চাইবে - আমিই তারে নিষেধ করবো :P

মনসুর - খুবই ভালো ছাত্র । ওর টিচাররা নাকি ওকে অনেক আদর করতো B-)

জিশান ভাই - আপনারে মাইনাস । বান্দরগুলার জন্য মেয়ে খুজতেছেন ক্যানো ? এগুলারে ধইরা চিড়িয়াখানাই পাঠায় দেন =p~

৩০ শে জুন, ২০১১ রাত ১০:০৩

জিসান শা ইকরাম বলেছেন:
আকাশলাল আপুকে ৩ মাস পরে ধরেছি :) :)

নাআআআআ , এরা সব হিরের টুকরা। দেশে আস , তারপর বুঝবা :)

২১| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:২৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মামা, দুই জন Eligible পাত্র বাদ গেছে, যাদের আমি চিনি।

ডেইফ আর হুপফুলফরইভার !!!! :P :P :P

এদের জন্যও কিছু করেন !!! :-B :-B :-B :-B

৩০ শে জুন, ২০১১ রাত ১০:০৬

জিসান শা ইকরাম বলেছেন:
ডেইফ আর হুপফুলফরইভার ও আমার খুব প্রিয় ব্লগার। কিন্তু এখানে আমি যাদের কথা লিখেছি, এরা আমার ফেবু স্ট্যাটাসে কমেন্ট করছিল। আমি হুবুহু তা এখানে বোল্ড করে দিয়েছি :)

তাই এই দুজনার নাম নাই এখানে। ওনরাও ক্যেন খুব ভালো কন্যা পান :)

২২| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:২৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শুকনা মরিচ আপা খালি আমার ব্যাপারে কোন নেগেটিভ মন্তব্য করে নাই...

ইয়াহুহুহুহুহুহুহুহূহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহু.............। =p~

৩০ শে জুন, ২০১১ রাত ১০:১০

জিসান শা ইকরাম বলেছেন:
তুমি হইলা গুড বয় :) :)

২৩| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:৩৩

ত্রিনিত্রি বলেছেন: এতো পাত্রের মেলা বসছে!!!! বাপ্রে! :|| :|| :|| :||

সবার নাম নোটবুকে টুকে নিলাম। নিয়মিত ব্লগে যেয়ে চেক করবো বিয়ের বাদ্য বাজলো কিনা। মেয়ে পাক আর না পাক, বিয়ে হোক বা না হোক, দাওয়াত সবগুলার চাই! নাইলে বললাম হাক্কুল্লাহ খাইতে ঢুকে যাবো! =p~ =p~ =p~ =p~ =p~ :P :P :P :P

জিসান ভাই, আপনে কাঊসার রুশো ভাইকে বাদ দিলেন কি বুইঝা?? জানেন, হানিমুনের প্লেসও ঠিক উনার? দার্জিলিং? :P :P আপনি উনাকে অবিলম্বে এই লিস্টে ঢুকান। দেখেন কান্নাকাটি করতেছে। :P :P :P

@সায়েম ভাই--- ঐ পোস্টটাও সেইরকম মজার ছিলো। হা হা প গে।

এই পোস্ট টা পড়েও হা হা উ প গে। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩০ শে জুন, ২০১১ রাত ১০:১৬

জিসান শা ইকরাম বলেছেন:
বলো কি তুমি ? আমি তো ভাবছিলাম রুশো এখনো ছোট :) :)

@গতরাতে তোমার প্রিয় লিষ্টে গিয়ে দেখি, ঐ পোষ্ট। আজ একবার ভাবছিলাম, পোষ্ট টা দেবনা। কিন্তু গত সোমবার থেকে এটা সামুতে লিখে রাখছি :) তাই দিলাম।

২৪| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:৩৫

রাষ্ট্রপ্রধান বলেছেন: :!> :!> :#> :#>

হি হি হি শুভ হোক বিবাহ 8-| 8-| 8-| 8-| 8-|

৩০ শে জুন, ২০১১ রাত ১০:২৫

জিসান শা ইকরাম বলেছেন:
:) :)

২৫| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:৩৬

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ইভান, দোয়া কইরো। :!>

৩০ শে জুন, ২০১১ রাত ১০:২৭

জিসান শা ইকরাম বলেছেন:
:) :)

২৬| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:৩৬

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আকাশটালাল, :!>

৩০ শে জুন, ২০১১ রাত ১০:৩০

জিসান শা ইকরাম বলেছেন:
:) :)

২৭| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:৩৯

রাষ্ট্রপ্রধান বলেছেন: মরিচাপু আমারে ভুইল্লা গেছো :( :( :(( :(( :(( :((

৩০ শে জুন, ২০১১ রাত ১০:৩৩

জিসান শা ইকরাম বলেছেন:
ভোলে নাই, দেখছনা আদর করে বান্দর ডাকছে :) :) কাইন্দ না :(

২৮| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:৪০

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
শুকনা মরিচ মেডাম,
গত সপ্তাহে আমার অনেক প্রিয় এক মেডাম মেসেজ পাঠাইছে "আমাদের পাগলটা কেমন আছে রে?"

আমি উত্তরে লিখছি, "মেডাম, আমি এখন আগের চাইতে আরও বড় পাগল হৈছি"

... আয় হায় কি লিখলাম, :-& পাগলরে একন পাত্রী দিব কে :((

৩০ শে জুন, ২০১১ রাত ১০:৩৫

জিসান শা ইকরাম বলেছেন:
ভাইববো না ভাইগ্না, এই পাগলের ডিমান্ড আছে :)

২৯| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:৪১

রিয়েল ডেমোন বলেছেন: বয়স কম বইলা কি আমারে বউ দিবেন না??? X( X( X( X( X(

৩০ শে জুন, ২০১১ রাত ১০:৩৮

জিসান শা ইকরাম বলেছেন:
বাল্য বিবাহ ভালো না। :) বড় হও আগে :)

৩০| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:৪৮

ডেজা-ভু বলেছেন: দাওয়াত খাওনের লাইগা ওয়েট করতাছি। :D :D :D

৩০ শে জুন, ২০১১ রাত ১০:৪০

জিসান শা ইকরাম বলেছেন:
যে কোন একজনার বিয়ে হলেও দাওয়াত দেয়া হবে।
সামুতেই ওপেন দাওয়াত :) :)

৩১| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:৫০

আকাশের তারাগুলি বলেছেন: এই পোষ্ট পুরাই ব্যর্থ, কন্যাগন সাড়া এখনো দেয় নাই। কাহারো কপালে বিয়া নাই। :)

৩০ শে জুন, ২০১১ রাত ১০:৫৪

জিসান শা ইকরাম বলেছেন:
মোটেও ব্যর্থ নয়। সাড়া দিচ্ছে। কন্যার অবিভাবকগনও তো আসতে পারেন :)
পরিচিত ব্লগার আচেন নিশ্চয়ই :)

৩২| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:৫০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: :) :) :)

৩০ শে জুন, ২০১১ রাত ১১:০৪

জিসান শা ইকরাম বলেছেন:
:) :) :)

৩৩| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:৫০

রিয়েল ডেমোন বলেছেন: আমি মানি না আন্কুল X( X( X(

আমিও পাত্রি চাই। :#> :#> :#> :#>

৩০ শে জুন, ২০১১ রাত ১১:০৬

জিসান শা ইকরাম বলেছেন:
ওরে আল্লারে, রাগে দেখি মুখ লাল হয়ে গিয়েছে :)
সবুরে মেওয়া ফলে :) :)

৩৪| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:৫২

ঘুমন্ত আমি বলেছেন: মজাক পাইলাম।

৩০ শে জুন, ২০১১ রাত ১১:০৭

জিসান শা ইকরাম বলেছেন:
আমিও :)

৩৫| ৩০ শে জুন, ২০১১ রাত ৯:৫৭

কামরুল হাসান শািহ বলেছেন: জিসান মামা থেকে এখন পাখি মামা :D :D


আমার দায়িত্বটাও আপনাকে দিতে হবে। মা-বাবায় তো কিছু করে না। দেখি মামা কিছু করে কি না

৩০ শে জুন, ২০১১ রাত ১১:৫২

জিসান শা ইকরাম বলেছেন:
অনেক পার্থ্ক্য পাখির সাথে জিসানের:)
জিসান স্নেহ ছারা কিছু করেনা, টাকার মুল্য নাই
পাখি টাকা ছারা কিছু করেনা , স্নেহের মুল্য নাই ।

মামা ডেকেছ যখন, ভাইগ্নার জন্য মামা কিছু করবেই :) :)

৩৬| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:০৭

ৈজয় বলেছেন: মামা আমিও বিয়া করতাম চাই........(শরমের ইমো)

০১ লা জুলাই, ২০১১ রাত ১২:২১

জিসান শা ইকরাম বলেছেন:
ওকে ওকে সবার নাম দইয়ে দেব পোষ্টে আস্তে আস্তে :)
শরমাইও না :)

৩৭| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:১৪

প্রিয়ন্তি বলেছেন: ঘটক মামা ইয়ে মানে আপনি তো অনেক পাত্রই দেখালেন কিন্তু............... বুঝতেই পারেছেন.... :(
বাসায় সবাই বিয়ে নিয়ে খুবই উৎসাহিত /:) কিন্তু মনের মত পাত্রের সন্ধান যে কোখাও পাই না :( .... আপনি কি পারবেন খুঁজে দিতে মামা ?? একজন সৎ মানুষ .. যে কখনো মিথ্যা কথা বলবে না ... কিছুটা দুষ্টু আবার কিছুটা গম্ভীর গোছের ... যার খোলা মাঠের মত একটা মন থাকবে আর তাতে থাকবে রদ্রৌজ্জ্বল মাঠের মাঝে মেঘের একটু খানি শীতল ছায়ার স্পর্শ .....
ছেলে গৌরি লাগবে না তাই বলে যেন কাইল্লা না হ্য় তবে হ্যা ছেলে ৩০এর বেশী যেন না হয় আর একটা কথা মামা ছেলের উচ্চতা ৫'১১" লাগবে কমপক্ষে (কারন আমি নিজেই ৫'৭" :P ) ..... পারবেন তো দিতে সন্ধান মামা......

০১ লা জুলাই, ২০১১ রাত ১২:২৭

জিসান শা ইকরাম বলেছেন:
মামা, খুব সুন্দর বলেছ পাত্র নিয়ে তোমার ভাবনার কথা।
সব পাওয়া যাবে, কিন্তু ৫'-১১'' ? ওরে বাপরে :( তুমি এত্ত লম্বা ?
পারুম কিনা , কেমুন জানি সন্দেহ লাগতাছে।
তবে চিন্তাইও না, আল্লাহ্ তোমার জন্য অবশ্যই উপযুক্ত জামাই তৈরী করেছেন :)

৩৮| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:১৯

গুরুজী বলেছেন: মরিচাপু, এইডা কি কৈলেন... আমার কি হপেএএএএএ :((

০১ লা জুলাই, ২০১১ রাত ১২:৩০

জিসান শা ইকরাম বলেছেন:
কাইন্দ না ভাইগ্না :)

৩৯| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:২০

লাবণ্য ও মেঘমালা বলেছেন: =p~ =p~
চরম পোস্ট।
অনেকেই বাদ পরেছে তো মনে হয় জিসান ভাই।
কাঠের খাঁচার পোস্ট টাও দারুন ছিল।
এই পোস্ট হিট হবে =p~

০১ লা জুলাই, ২০১১ রাত ১২:৪৩

জিসান শা ইকরাম বলেছেন:
হুম দেখলাম তো অনেকেই বাদ পরেছে। আসলে ফেবুর স্ট্যাটাসের মন্তব্যগুলো সহ এই পোষ্ট :)
তারপরেও সবার নাম দিয়ে দেব :)

ওনার পোষ্ট টি গতকাল দেখেছি আমি।

৪০| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:২১

চর্যা পদ বলেছেন: হঠাত্‍ ছাগু খেদান বাদ দিয়া কেন ঘটকালিতে নেমে পড়ল এই লেখক তা কিছুতেই বোধগম্য হচ্ছেনা।যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।পাত্রির সন্ধান পেলে জানানোর অনুরোধ থাকল।আমার দুইটা সকার পাত্র আছে,কিন্তু দুঃখের বিষয় তাদের বাড়ির লোকজন ভাবে তারা এখনো নাবালক তাদের বিয়ের বয়স হয় নাই।তাই এখন তারা নিজ উদ্যোগে পাত্রি খুঁজতেছে।বাড়ীর লোকের উপর থেকে আস্হা হারিয়ে ফেলেছে।

০১ লা জুলাই, ২০১১ রাত ১২:৪৮

জিসান শা ইকরাম বলেছেন:
ইহা আমার সামাজিক দায়িত্ব :)
মাঝে মাঝে একটু বৈচিত্র লাগে :)

৪১| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:২৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: একটু সংশোধনীঃ আমি ত এখনো পিচ্ছি, এখনি বিয়ে করব না, ২/৩ বছর প্রেম, দেন বিয়ে ( বিয়ে তো আল্লাহর হাতে তাই না? ) :P :P


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা জুলাই, ২০১১ রাত ১২:৫০

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা , ওকে ওকে :)

৪২| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:২৫

শুকনা মরিচ বলেছেন: @ প্রিয়ন্তি - খোলা মাঠের মতো মন এর সাথে স্টেডিয়াম এর মতো মাথা হলে কি চলবে ;)

০১ লা জুলাই, ২০১১ রাত ১২:৫২

জিসান শা ইকরাম বলেছেন:
:) :)

৪৩| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:২৫

ডেইফ বলেছেন:
হা হা হা, মজা পেলাম লেখাটা পড়ে।
আর জহির ভাইয়ের উপর একটু মেজাজ গরম হলো। X((
ভাল আছেন আশাকরি।

০১ লা জুলাই, ২০১১ রাত ১২:৫৪

জিসান শা ইকরাম বলেছেন:
:) :)
কেন মেজাজ গরম হবে > উনি তো ঠিকই বলেছেন :)

৪৪| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:২৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আকাশের তারাগুলি বলেছেন: এই পোষ্ট পুরাই ব্যর্থ, কন্যাগন সাড়া এখনো দেয় নাই। কাহারো কপালে বিয়া নাই।

হা হা হা, আরেক পাত্রীতো দেখি বিয়া সবার বিয়া খাওয়ার জন্য রেডি হয়ে আছে, পাত্রদের প্রতি কি তার কোনই দায়িত্ব নাই?? :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা জুলাই, ২০১১ রাত ১২:৫৮

জিসান শা ইকরাম বলেছেন:
=p~ =p~ =p~

৪৫| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:২৮

আকাশটালাল বলেছেন: @মরিচ আপু, এটা কি কইলেন :(( :(( :(( আমি সব ড্রাফট কইরা শুধু আপনার লাইগ্যা পোষ্ট দিসি। আপনে এমুন কইতে পারলেন :( :( :(
এই দুঃখে ভাবতাসি আর দেশেই থাকুম না /:) /:) /:) হল্যান্ড যামুগা। আপনিই পাত্রী খুজবেন আমাগো লাইগ্যা। সিটিজেন পাত্রী, শর্ট ডিভোর্সী হইলেও চলবো :P :P :P

মামা, ২৪+ কইসি কারন এর নিচের পোলা গুলো অখনো উপযুক্ত হয় নাই =p~ =p~ =p~

আমিনুল ভাই অনেক পুরান বোলগার মাগার অখনো ভার্সিটি যাই নাই। ওটার লাইগ্যা পড়াশুনা করতেসে।

@নষ্ট কবি, আমরা একটা পাইনা আপনি আরো তিনটার নিয়ত করছেন, এটা কেমুন কথা X( X( X(

@ত্রিনিত্রি মেয়ে পাক আর না পাক, বিয়ে হোক বা না হোক, দাওয়াত সবগুলার চাই!
এটা কেমুন কথা, পাক আর না পাক, হোক আর না হোক :(( :(( :((

০১ লা জুলাই, ২০১১ রাত ১:০১

জিসান শা ইকরাম বলেছেন:
তাইলে লিখতে হবে ২৪+ ফর জেন্টস :)

৪৬| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:৩০

আকাশটালাল বলেছেন: ৪৫ নং কমেন্টের জন্য জহুরুল ভাইরে ঝাঝা :D

০১ লা জুলাই, ২০১১ রাত ১:০২

জিসান শা ইকরাম বলেছেন:
:)

৪৭| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:৩১

বড় বিলাই বলেছেন: কন্যা সম্পর্কে কিছু প্রশ্ন করতেই, খুব ব্যাস্ততার ভাব দেখিয়ে বললো : ডোন ডিস্টাপ
এর রহস্য আমার কাছে বোধগম্য হলোনা


এইটা কুনু রহস্য হইল? এইটার মানে হইল, আমি গার্লফ্রেন্ড নিয়া বিজি আছি, ডোন ডিস্টাপ।

০১ লা জুলাই, ২০১১ রাত ১:০৬

জিসান শা ইকরাম বলেছেন:
বড় বিলাই এর তো দেখি অনেক বুদ্ধি :)
এজন্যই তো বড় বিলাই নাম স্বার্থক :)

৪৮| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পাত্র একটি বড় MNC টে জব করে। ভবিষ্যত খারাপ না আশাকরি পাত্রিকে সুখে শান্তিতে রাখিতে পারিবে

আকাশটালাল, আপনি তো পুরাই হিট !!! :#) :#) :#) :#) :#)

০১ লা জুলাই, ২০১১ রাত ১:০৮

জিসান শা ইকরাম বলেছেন:
:) :) :)

৪৯| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:৪১

আকাশটালাল বলেছেন: @জহিরুল ভাই, আমার রিপ্লাইটা মামা পুরাপুরি দেয় নাই :( আমার রিপ্লাইটা ছিলো- পাত্র একটি বড় MNC তে, ছোটখাট পোষ্টে জব করে।

০১ লা জুলাই, ২০১১ রাত ১:১৬

জিসান শা ইকরাম বলেছেন:
দিছিতো রিপ্লাই :)
ছোটখাট না , ভালো পোষ্টেই জব করে :)

৫০| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:৪৬

রাজসোহান বলেছেন: যেইসব পাত্রিগন আমারে মিস কর্সেন তাদের জন্য সমবেদনা রৈল ;) এখন আঙ্গুল চুষেন :P

০১ লা জুলাই, ২০১১ রাত ১:১৮

জিসান শা ইকরাম বলেছেন:
এমনি করে বইল্লনা। কন্যাগন বদদোয়া করলে তোমার খবর আছে :)

৫১| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:৪৯

সিস্টেম বলেছেন: =p~ =p~

০১ লা জুলাই, ২০১১ রাত ১:১৯

জিসান শা ইকরাম বলেছেন:
:) :)

৫২| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:৪৯

পটল বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা জুলাই, ২০১১ রাত ১:২০

জিসান শা ইকরাম বলেছেন:
:) :) এখনো ভারতে ?

৫৩| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:৫০

আধাঁরি অপ্সরা বলেছেন:
বাপরেহ!! B:-) B:-)
বাংলাদেশে এত অবিবাহিত যুবক ঘুরাফিরা করতেছে? B:-/


যাইহোক, মামা উনাদের দীর্ঘায়ুর জন্য দোয়া করতেছি। কারন বিয়ে করলেই তো বেচারা রা মরহুম হয়ে যাবেন। :P

তবে ইয়ে মানে একটা কথা, উনারা যখন নিজেদের নিয়ে এত কনফিডেন্ট তখন উপরোক্ত পাত্রগন চাইলেই সয়ংকনে অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারেন। তাইলে উনাদের চাহিদা ও যোগ্যতা বুঝে পাত্রীরা থাকবেন। উনারা যার যার চাহিদা মত পাত্রী সিলেক্ট করে নিবেন। মিয়া বিবি রাজি...কেয়া কারেগা কাজী?? B-) B-)


গ্যালারিতে বসলাম। দেখি কেউ মরহুমের খাতায় নাম লিখায় কিনা! ;);)

০১ লা জুলাই, ২০১১ রাত ১:২৩

জিসান শা ইকরাম বলেছেন:
মামা , তোমার মন্তব্য পড়ে হাসতে হাসতে শেষ আমি :) :)

৫৪| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:৫০

আকাশের তারাগুলি বলেছেন: রাজসোহান নিজেরে সবচে দামী পাত্র হিসেবে আবির্ভুত করেছেন। বেশী দামী হইলে চিরকুমার থাকতে হবে না হলে বয়স কালে একজন হলেই হবে এই টাইপের হতে পারে।

০১ লা জুলাই, ২০১১ রাত ১:২৪

জিসান শা ইকরাম বলেছেন:
রাজসোহান বলছে : ডোন ডিস্টাপ :) ;)

৫৫| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:৫১

পটল বলেছেন: ইমু চ্ইলা গেলু!

খোলা ঠোঁটের কথা তু বাইর অইলু নাহ্ B-)

০১ লা জুলাই, ২০১১ রাত ১:২৮

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা হা :) :) এইতো বাহির হইল ;)

৫৬| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:৫২

আধাঁরি অপ্সরা বলেছেন: বহুত দিন কোনো বিয়া শাদী খাই না। মামা..পাত্ররা মরহুম হওয়া উপলক্ষে আমাদের ২ টা ভালো মন্দ খাওয়াবে তো??

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৩৩

জিসান শা ইকরাম বলেছেন:
আমি আছিনা , পাত্রদের মামা :) আমি খাওয়াবো , চিন্তা করোনা মামা:)

৫৭| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:৫৩

কালোপরী বলেছেন: হাসব না কি :S

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৩৫

জিসান শা ইকরাম বলেছেন:
" পরীর লাহান " কেউ আইল নাকি ? :)

৫৮| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:৫৬

ছাইরাছ হেলাল বলেছেন:

তুমি যে স্বয়ংবর সভা ডেকেছ দেখছি ।
দেখি ভাগ্নেদের সহ অন্যদের কান্না দেখে কেউ
এগিয়ে আসে কিনা ।

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৩৭

জিসান শা ইকরাম বলেছেন:
ওদের কান্না আর সইতে পারলাম না।
আসবে অবশ্যই :)

৫৯| ৩০ শে জুন, ২০১১ রাত ১১:০৪

ডেজা-ভু বলেছেন: কাজীর দরকার হইলে এইখানে যোগাযোগ করেন...




ইস্পেশাল ডিসকাউন্ট আছে......




=p~ =p~ =p~


























০১ লা জুলাই, ২০১১ রাত ১:৩৮

জিসান শা ইকরাম বলেছেন:
আরে, তাইলে কন্যারা যাইব কোন কাজী অফিসে ? :(

৬০| ৩০ শে জুন, ২০১১ রাত ১১:০৯

সুদীপ্ত কর বলেছেন: ব্যাপক বিনোদন পাইলাম। অস্থির =p~ =p~

বিবাহ করিতে মুনচায় :(( :((

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৪১

জিসান শা ইকরাম বলেছেন:
আহারে , আর একজন কান্নাকাটি শুরু করছে :( :(

৬১| ৩০ শে জুন, ২০১১ রাত ১১:১৬

রাজসোহান বলেছেন: @ আকাশের তারাগুলি, আমারে নিয়া আর চিন্তা কৈরেন না , কারণ পোস্টেই বলা আছে ডুন ডিস্টাপ ;)

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৪২

জিসান শা ইকরাম বলেছেন:
;) :)

৬২| ৩০ শে জুন, ২০১১ রাত ১১:২৬

আকাশের তারাগুলি বলেছেন: @ মাম্মা, সব কন্যাগন পিছলাইতেছে। নাকি বুকের কথা মুখে বলে কেমনে, কিন্তু যুগ বদলাইছে না!


@রাজসোহান,
সব তার ইচ্ছা
জন্ম মৃত্যু আর বিয়া.....................


০১ লা জুলাই, ২০১১ রাত ১:৪৪

জিসান শা ইকরাম বলেছেন:
কেউ পিছলাইতেছেনা :)

৬৩| ৩০ শে জুন, ২০১১ রাত ১১:২৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সোহান্না, তুই অফ যা..তোরে দেখলে :( X( X(

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৪৬

জিসান শা ইকরাম বলেছেন:
আহা , এখানে কন্যা দেখা চলতাছে। ঝগড়া ঝাটি বন্ধ :)

৬৪| ৩০ শে জুন, ২০১১ রাত ১১:৩৬

রাজসোহান বলেছেন: @দোস্ত, :D :D !:#P !:#P B-)) B-) :-B :!> :#>

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৪৬

জিসান শা ইকরাম বলেছেন:
:) :)

৬৫| ০১ লা জুলাই, ২০১১ রাত ১২:০৫

কি নাম দিব বলেছেন: শুকনো মরিচ বলেছেনঃ আপনারে মাইনাস । বান্দরগুলার জন্য মেয়ে খুজতেছেন ক্যানো ? এগুলারে ধইরা চিড়িয়াখানাই পাঠায় দেন।

=p~ =p~ =p~ =p~

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৪৮

জিসান শা ইকরাম বলেছেন:
মামা হাইস্য না , তোমার উপর আবার খেপে যেতে পারে :)

৬৬| ০১ লা জুলাই, ২০১১ রাত ১২:১০

কি নাম দিব বলেছেন: আহারে আগে কি সুন্দর আড্ডাইতাম :( আড্ডা মিসাই :(

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৪৯

জিসান শা ইকরাম বলেছেন:
আগে তোমাদের " বিয়াফক আড্ডা " খুব ভালো লাগতো আমারো। দেখতাম দুরে দাড়িয়ে :)

৬৭| ০১ লা জুলাই, ২০১১ রাত ১২:৩৪

জাহিদুল হাসান বলেছেন: আমার রেকমেন্ডেশন গুরুজীর জন্য। গুরুজী একজন হ্যান্ডসাম ই না শুধু, একজন ভাল মানুষও বটে। তবে গুরুজীকে বিয়া করলে বউয়ের কপালে দু:খ আছে। গুরুজীর অফিস শুরু হয় রাত ১১ টায় শেষ হয় সকাল ৮ টায়। ;)

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৫০

জিসান শা ইকরাম বলেছেন:
কাজ হইছে, রাতের কথা ফাস কইরা দিলা ? এখন কি হবে ? :(

৬৮| ০১ লা জুলাই, ২০১১ রাত ১২:৪২

আকাশটালাল বলেছেন: @রাষ্ট্ররে মাইনাস X( X( X(

একটু আগে ফেবুতে আমারে আফা ডাকছে :(( :(( :((

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৫১

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , তমিও ওকে মনি আপা ডাকো :)

৬৯| ০১ লা জুলাই, ২০১১ রাত ১২:৪৪

ত্রিনিত্রি বলেছেন: @আকাশটালা্ল-- ভাই আপনাদের গুন দেইখা তো ডরাইছি! :-& :-& সব মিলাইয়া এত্তু গুণের পাত্রি কি এত সহজে পাওয়া যাবে বলেন?? :-/ একেকজনের জন্য যাকে বলে স্বয়ংবর (যদিও মেয়েদেরই হয় বলে জানতাম) আয়োজন করতে হবে। এত্তু দেরি করতে পারুম না। বিয়ের কথা শুইনাই ক্ষুধা লাগতেছে। :(( এর মধ্যে ধরেন আপনারা বিয়ে করলে আম্মুরে কইয়া আরেকখান নতুন শাড়ি কিনবো, সাথে বাকী শপিং তো আছেই! B-)) আপনার বিয়ে বলে কথা! যা তা পড়ে তো আর অ্যাটেন্ড করা যাবে না, আপনার মাল্টী ন্যাশনাল সম্মান আছে না? :P :P =p~ =p~ =p~

@প্রিয়ন্তি-- জোশ!!! অচিরেই পাত্র চাই নামে পোস্ট দিতে হবে দেখছি। ৪/৫ জন মিলা মডু হবো, সর্বগুনআলা পাত্র চাই! পাত্র গো এত ডিমান্ড, আপনি আরো গুনা গুন যোগ করেন। :) :)

@আঁধারি আপু -- আমিও গ্যালারিতে বসলাম। দেখি আর কে বিয়ের জন্য কান্নাকাটি করতেছে। =p~ =p~ =p~ =p~

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৫২

জিসান শা ইকরাম বলেছেন:
মামা, তুমি আমার ভাইগ্নাদের কান্না দেইখ্যা এত জোড়ে না হাসলেও পারতে :( :(

৭০| ০১ লা জুলাই, ২০১১ রাত ১২:৫৯

রাষ্ট্রপ্রধান বলেছেন: ত্রিনিত্রি আমি এইদিকে B-)) B-)) B-)) B-)) B-))

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৫২

জিসান শা ইকরাম বলেছেন:
:)

৭১| ০১ লা জুলাই, ২০১১ রাত ১২:৫৯

আকাশটালাল বলেছেন: @ত্রিনিতি, আপনি কি কি করবেন এটার লিষ্টি দেইখ্যা মাথাটা ঘুড়াইতেছে B:-) B:-) B:-)
এখানে বিয়ার কথা হইতাসে। বিয়া করতে নোট লাগবো আর নোটের গায়ে কি লেখা থাকে আশা করি জানেন- "চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে".............. সো :P :P :P

আর প্রিয়ন্তি ম্যাডাম একটা নতুন পোষ্ট নাজিল করেন "পাত্র চাই"
আমরা হগলে মিইল্যা, চিল্লাইয়া পাল্লাইয়্যা ওটারে স্টিকি কইর‌্যা ছাড়ুম =p~ =p~ =p~ =p~

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৫৪

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , ঐ পোষ্ট যদি ষ্টিকি কর যায়, তো সেদিন সামুতে উৎসবের আমেজ আসবে :):)

৭২| ০১ লা জুলাই, ২০১১ রাত ১:০৬

ফিউশন ফাইভ বলেছেন: আমার নামটা দিলেন না! পাত্র হিসেবে খুব কি খারাপ?

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৫৬

জিসান শা ইকরাম বলেছেন:
আরে কি কয় ? ফিউশন ফাইভ এর যে বিয়ে লাগবে তাকি আমি জানি নাকি ? জানলে তো অবশ্যই নাম উঠতো।

এডিট কইর‌্যা দিতাছি :)

৭৩| ০১ লা জুলাই, ২০১১ রাত ১:০৮

কি নাম দিব বলেছেন: @আঁধারি আপু আর ত্রিনিত্রি আপু, আমিও আপনাদের সাথে বসলাম।
আসেন গ্যালারিতে বইসা বইসা চিপ্‌স খাই।

০১ লা জুলাই, ২০১১ রাত ১:৫৭

জিসান শা ইকরাম বলেছেন:
এ্তক্ষনে খাবার আনলা ? খাও বসে বসে।
আমি ঘুমালাম :)

৭৪| ০১ লা জুলাই, ২০১১ রাত ১:১০

রাষ্ট্রপ্রধান বলেছেন: আনকুল লম্বু আসিফের লগে প্রিয়ন্তীরে লাগাই দেন B-) B-) B-) B-) B-)

০১ লা জুলাই, ২০১১ রাত ২:০১

জিসান শা ইকরাম বলেছেন:
আরে আসিফের কথা তো ভুলেই গেছিলাম :)

প্রিয়ন্তী গেল কই ? তারাতারি আসো :)
আসিফতো ৬ ফুটেরও বেশি লম্বা :):)

৭৫| ০১ লা জুলাই, ২০১১ রাত ১:১৪

কি নাম দিব বলেছেন: যার যার খিদা লাগসে সবাই শর্মা খান।


আমি গেলাম। শুভরাত্রী।

০১ লা জুলাই, ২০১১ রাত ২:০৩

জিসান শা ইকরাম বলেছেন:
খুব প্রিয় খাবার আনছো মামা। শুভরাত্রি।
ভালোভাবে পড়াশুনা করো মাম :)

৭৬| ০১ লা জুলাই, ২০১১ রাত ১:১৫

আরিশ ময়ুখ বলেছেন: এইটা আমার কথা না। আম্মুওর কথা। এমন অগোছালো ছেলেকে নাকি বউ পিটাবে। |-)

তবে নিজের নাম দেখে :) :) :) :) :)

অবশ্য জানতাম, পোস্টটার জন্য ওয়েট করতেসিলাম :-B

০১ লা জুলাই, ২০১১ রাত ২:০৪

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা :) ভালো ভালো :)

৭৭| ০১ লা জুলাই, ২০১১ রাত ১:২৯

আকাশটালাল বলেছেন: রাষ্ট্রর সাথে সহমত। আমি ভাবতেছিলাম আসিফ মুভি পাগলার কথা ;) ;) ;)

০১ লা জুলাই, ২০১১ রাত ২:০৪

জিসান শা ইকরাম বলেছেন:
:) :) আম ভুলে গেছিলাম :)

৭৮| ০১ লা জুলাই, ২০১১ রাত ১:৩৩

ত্রিনিত্রি বলেছেন: @কিনাদি আপু--আপ্নাকে ১০১টা প্লাস!!! এইটাই দরকার ছিলো। ইশ, আগে খাই পরে কথা!


@রাস্ট্র ভাই-- ভাই স্যালুট মারছি কিন্তু দাঁড়াইয়া!!! প্রমথ চৌধুরীর প্রবন্ধ পড়ে এমন মেয়ে পাইলে অবশ্যই আমি আপনার জন্য রেফার করে দিবো। কারণ সুশিক্ষিত মাত্রেই স্বশিক্ষিত! :) :)

@আকাশলাল-- আমি কি করবো সেইটা দেখেই আপনার মাথা ঘুরাচ্ছে?? আর আপনার বউ কি কি করবে সেটা দেখে আপনি দাঁড়ায়ে থাকতে পারবেন তো? :P :P :P তখন ঠিকই পারবেন, দেখা যাবে শপিং ব্যাগের জন্য শুধু আপনার হাতের কয়েকটা আঙ্গুল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। হাহাহাহা। =p~ =p~ =p~

০১ লা জুলাই, ২০১১ রাত ২:০৬

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , মামা, তোমাদের কয়েকজনের মন্তব্য পড়তে পড়তে আমার হাসতে হাসতে ঘুম শেষ :) :)

৭৯| ০১ লা জুলাই, ২০১১ রাত ১:৫১

প্রিয়ন্তি বলেছেন: ধন্যবাদ মামা...
@শুকনা মরিচ :: ভালো কথা বলেছেন .... এই কথাটা তো মনে ছিল না X( ৩০-এই যদি অমন একটা স্টেডিয়াম যোগ হয় কি আর করা !! :( হয় মাথায় মরিচ ডলে ঘাস গজানোর চেষ্টা করতে হবে আর যদি তাতে কাজ না হয় বল নিয়ে তাতে নেমে পরতে হবে.... আপনারাও চলে আসবেন একটা ম্যাচ হয়ে যাবে কি বলেন ?! ;) ;) :P

@ ত্রিনেত্রি & আকাশটালাল :: কি যে বলেন না আপনারা ... 8-| নিজের বিয়ের কথা কি নিজেই বলতে পারি নাকি .... ওতো জিসান মামা ছেলেদের পসরা নিয়ে বসেছেন তাই না একটু..... আর আপনারা তো আছেনই আপনারাই দেখুন আপনারা থাকতে আমার আর চিন্তা কি ........ 8-| 8-|

০১ লা জুলাই, ২০১১ রাত ২:০৭

জিসান শা ইকরাম বলেছেন:
কোন চিন্তা কইরনা মামা। আমি বুঝতাছি সব কিছু। ৬ ফুটের একজন পাওয়া গিয়েছে :)

৮০| ০১ লা জুলাই, ২০১১ রাত ১:৫২

জাহিদুল হাসান বলেছেন: ফিউশন ফাইভকে বিয়া দিয়া জিশান মামা কল্লা হারাইবো নাকি ? :-B বিয়ার আগেতো বটেই বিয়ার পরেও ফিফা কে পর্দার সামনে আনা যাবে না।

০১ লা জুলাই, ২০১১ রাত ২:০৯

জিসান শা ইকরাম বলেছেন:
আমরা সুপার কম্পিউটারে ফিউশনকে ধরে ফেলবো :)
চিন্তা করোনা ভাইগ্না :)

৮১| ০১ লা জুলাই, ২০১১ রাত ১:৫৬

জাহিদুল হাসান বলেছেন: আসিফরে বিয়া দিতে হইলে পাত্রীর পায়ে ২ ফিট কাঠ জোড়া দিতে হইবে।

০১ লা জুলাই, ২০১১ রাত ২:১০

জিসান শা ইকরাম বলেছেন:
কেন আসিফের হাইট কত ? :)

৮২| ০১ লা জুলাই, ২০১১ রাত ১:৫৮

আকাশটালাল বলেছেন: এটা কি হলো মামা??? ত্রিনিতি এমুন ডর দেখাইতেসে ক্যান B:-) B:-) B:-)

আসিফ মুভি পাগলারে খবর দেন। তয় মনে হইতাসে পোলাডা ছোড হইবো বয়সে :P :P :P

০১ লা জুলাই, ২০১১ রাত ২:১২

জিসান শা ইকরাম বলেছেন:
বয়সের কথা বইল্লনা , নোটারী করে ওটা বাড়িয়ে নেব :)

৮৩| ০১ লা জুলাই, ২০১১ রাত ২:০৫

আকাশটালাল বলেছেন: ফিফা এটা কি কইলো =p~ =p~ =p~ =p~ =p~ =p~

বিয়াইত্তারা আবার বিয়া করলে আমাদের কি হপে :(( :(( :(( উনারে ব্লগে রাজি একবার বিয়া দিসিলো না। উনিতো সামনেই আইবো না :P :P :P

০১ লা জুলাই, ২০১১ রাত ২:১৬

জিসান শা ইকরাম বলেছেন:
আরে বলো কি তুমি ? ফিফা বিবাহিত ?
ভাবী এখানে ব্লগিং করেন নাতো ? তাইলেতো শেষ আমি :(

৮৪| ০১ লা জুলাই, ২০১১ রাত ২:০৬

জাহিদুল হাসান বলেছেন: আকাশটালাল বলেছেন আসিফ মুভি পাগলারে খবর দেন। তয় মনে হইতাসে পোলাডা ছোড হইবো বয়সে :P :P :P

হ্য ভাই, পোলা বয়সে ছোট তবে লম্বায় ৮ ফিট। :-&

০১ লা জুলাই, ২০১১ রাত ২:১৬

জিসান শা ইকরাম বলেছেন:
বয়স বাড়ায়ে নেব :)

৮৫| ০১ লা জুলাই, ২০১১ রাত ২:১৯

জাহিদুল হাসান বলেছেন: তবে এই দলে আসিফ যোগ দিলে ও ই হবে সবচেয়ে এলিজিবল। কারন বুয়েটের ছাত্র এবং তেল গ্যাস :> সংক্রান্ত বিষয় নিয়া লেখাপড়া করতাছে(ওর লাষ্ট ব্লগ পড়ে বুঝলাম)

০১ লা জুলাই, ২০১১ সকাল ১১:০০

জিসান শা ইকরাম বলেছেন:
কিন্তু আসিফকে তো খুজেই পাইতাছিনা :(

৮৬| ০১ লা জুলাই, ২০১১ রাত ২:১৯

আকাশটালাল বলেছেন: @জাহিদুল হাসান, পোলাডার ছবিও বোলগে আছে, আমি দেখছি আগেই।

@মামা, বয়স না তো, শপিংয়ের ভয় দেখাইতাসে তিননেত্রী :( :( :(
আর মনি আফা কইয়্যা ডাকুম রাষ্ট্ররে, তয় মনি আফা নামের পিছনের ইতিহাস জানতে মুন্চায় :P :P :P

০১ লা জুলাই, ২০১১ সকাল ১১:১০

জিসান শা ইকরাম বলেছেন:
ত্রিনেত্রি শপিংয়ের ভয় দেখায় নাই। শপিং ওর শখ এটা বুঝিয়েছে :)

রাষ্ট্রকে মনি আপা ডাকো,তাইলেই বুঝে ফেলবা :)

৮৭| ০১ লা জুলাই, ২০১১ ভোর ৪:২১

গুরুজী বলেছেন: ইয়ে মানে মামা, পাত্রদের এক্টা কৈরা ছবি এ্যড কৈরা দিলে ভাল হৈত না? ;)

০১ লা জুলাই, ২০১১ সকাল ১১:১৮

জিসান শা ইকরাম বলেছেন:
তোমার ছবিতো আছেই:) চিন্তা কিসের ?
তবে সবার ছবি যে নাই আমার কাছে :(

৮৮| ০১ লা জুলাই, ২০১১ ভোর ৪:২৪

গুরুজী বলেছেন: ওরে জাহিদ ভাঈঈঈঈঈঈঈঈঈঈই, আপ্নেরে আমি স্টারে নান খাওয়ামু, কিন্তু কাবাবের বিল আপনার (রাইতের কথা কৈছেন দেইখা)


আহা, এক্টা রিকুমান্ডেশন পাওয়া গেল, আর কে কে কে দিবেন আমাকে রেকুমেন্ডেশন!!! :(( :(( :((

০১ লা জুলাই, ২০১১ সকাল ১১:২২

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা হা , আমাকেও রাইখ্য কাবাব খাবার সময় :)

৮৯| ০১ লা জুলাই, ২০১১ সকাল ৮:০১

ফাইরুজ বলেছেন: হাহাহা পোস্ট আর কমেন্ট দুটাই পড়ে খুব মজা পেলাম।

০১ লা জুলাই, ২০১১ সকাল ১১:৩০

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা , আমিও খুব মজা পাচ্ছি :)

পোষ্ট আনড্রাফট করো। আগের প্রপিটা দাও।

৯০| ০১ লা জুলাই, ২০১১ সকাল ৯:১১

রিমঝিম বর্ষা বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরন :পাত্রদের গুনে আকৃষ্ট হয়ে , কোন বিবাহিত কন্যা পাত্রের সাথে যোগাযোগের চেষ্টা করিবেন না। X(X(


সাতসকালে এই restriction দেখেই তো রাগ উইঠা গেল। এখনও পোস্ট পড়িনাই। এইটা কি ঠিক হইলো? ওপেন ফোরাম হওয়া উচিৎ।:P =p~

যাই এখন দেখি.............কেমন পাত্র? আর পাত্রী মিললো কিনা!!!!:)

০১ লা জুলাই, ২০১১ সকাল ১১:৩৫

জিসান শা ইকরাম বলেছেন:
ঐ লাইন এখন পোষ্টের প্রথম নিয়ে গিয়েছি :) এইটাই ঠিকাছে। বিবাহত কন্যাদের জামাইরা রাগ হইলে খবর আছে। আমারতো ঘাড় মটকাবেই, সামুর বিরুদ্ধেও সম্মিলিত হইয়া আক্রমন হইতে পারে :)

দেখ, তোমার খোজে কন্যা থাকলে জানাইও :)

৯১| ০১ লা জুলাই, ২০১১ সকাল ৯:২৯

রিমঝিম বর্ষা বলেছেন: পাত্র-রা লাজ-শরমের মাথা খাইয়া দেখি সমানে বিয়ার জন্য লাফাইতেছে। এমন পাত্রদের জন্য পাত্রী আনাতো ঝুঁকিপূর্ন মনে হইতেছে ভাইয়া। :| :-&

০১ লা জুলাই, ২০১১ দুপুর ১২:২৫

জিসান শা ইকরাম বলেছেন:
লাফাবেনা কেন ? লাফানোর বয়সইতো এটা।
তবে যতই লাফালাফি করুক, এরা সবাই খুবই জেন্টেল আর স্মার্ট।
ভয়ের কিছু নাই :)

৯২| ০১ লা জুলাই, ২০১১ সকাল ১০:৩৩

কাউসার রুশো বলেছেন: জীবনের সিলভার জুবলি পার কইরা ফালাইলাম আর কয় কিনা আমি ছুডু!!!
হায় খোদা আমারে তুমি উডায় নেও নাইলে দড়ি ফালাও, বাইয়্যা উডি যাই!
:(( :(( :((

০১ লা জুলাই, ২০১১ দুপুর ১২:৫৬

জিসান শা ইকরাম বলেছেন:
খাইছে, বিয়ে পাগলা দেখি দড়িতে ঝুলবার চায় :(

নাম দিতাছি, কাইন্দ না :) :)

৯৩| ০১ লা জুলাই, ২০১১ সকাল ১০:৩৪

কাউসার রুশো বলেছেন: আমার দু:খু বুঝার জইন্য ত্রিনিত্রিরে ধইন্যাপাতা ;)

০১ লা জুলাই, ২০১১ দুপুর ১২:৫৮

জিসান শা ইকরাম বলেছেন:
:)

৯৪| ০১ লা জুলাই, ২০১১ সকাল ১০:৪০

ছাইরাছ হেলাল বলেছেন:

হে পরীকুল শিরোমণি,

আপনাকে এই মর্মে অনুরোধ ও হুশিয়ার করা যাচ্ছে যা-
আপনি সত্বর আমাদের প্রানের ভাগ্নে মনসুরের কাছে ধরা দিন,
আর এক্ষুনি ধরা না দিলেও দৃষ্টি সীমায় ইতি উতি দিন,
অন্যথায় গন কান্নাকাটিতে ব্লগ ভেসে গেলেও আমাদের কিছুই
করার থাকপে না এবং কুং ফু এর ব্যাপারটিও মনে রাখবেন
এমন আশা রাখছি ।

ইতি
মনসুরের মামা ।

০১ লা জুলাই, ২০১১ দুপুর ১:০১

জিসান শা ইকরাম বলেছেন:
তোমার আবেদন পত্রখানা যেন পরী কন্যা গ্রহন করেন :)

৯৫| ০১ লা জুলাই, ২০১১ সকাল ১১:১৬

সুপান্থ সুরাহী বলেছেন:
ধ্যাৎ কেরে যে বিয়াটা আগেই কইরা ফাল্লাম...!!!!


আজ তো এখানে আমিও থাকতে পারতাম... :D :D

বিজ্ঞাপন দিযা বউ খোজার মজাই আলাদা...একটা ভাব লওনের চাঞ্চ থাহে...

তো কামডা আংকল বালা হইছে..?
ওরাতো ভালই ছিল...বিপদে কেন ফালাইতে চাইতেছেন =p~ =p~ =p~

০১ লা জুলাই, ২০১১ দুপুর ১:০৫

জিসান শা ইকরাম বলেছেন:
সুপান্থ সুরাহী বলেছেন: ওরাতো ভালই ছিল...বিপদে কেন ফালাইতে চাইতেছেন
?
কি , তুমি বিয়ে করে বিপদে পরেছ ? দাড়াও, বৌমাকে এখনই ফোন করে জানাচ্ছি X(( X(( X((

৯৬| ০১ লা জুলাই, ২০১১ সকাল ১১:৪০

সুপান্থ সুরাহী বলেছেন:
আবার কখন পাত্রীদের জইন্য এড দিবাইন...? :-P :-P

হেইডাও ব্যাপক হইতে পারে....!!! =p~ =p~ =p~

০১ লা জুলাই, ২০১১ দুপুর ২:১০

জিসান শা ইকরাম বলেছেন:
না, ঐ পোষ্ট ত্রিনিত্রি বা প্রিয়ন্তি দিক। ওদের পোষ্ট ওরাই লেখুক, সেটাই ভালো হবে :)

৯৭| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১২:২৭

মাহী ফ্লোরা বলেছেন: গুরুরে যেন কেউ বিয়া না করে। এর থাইকা বদ পোলা একটাও দেখিনাই লাইফে! /:)

০১ লা জুলাই, ২০১১ দুপুর ২:১৫

জিসান শা ইকরাম বলেছেন:
কি বলো তুমি ? গুরুজী খুবই ভালো পোলা। আমরা সবাই জানি।
তুমি একা বললেই হবে নাকি ? X((

৯৮| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১২:৩১

মাহবু১৫৪ বলেছেন: :) :) :) :) :-* :-* :-* :!> :!> :!>


খাইসে!!! এ দেখি তুমুল কান্ড। কিন্তু কমেন্ট তো দেখি সব ছেলেরাই করে। :P :P :P :P

০১ লা জুলাই, ২০১১ দুপুর ২:৫৬

জিসান শা ইকরাম বলেছেন:
মেয়ে ব্লগারগন, দেখতাছে, গ্যালারীতে বসে :)

৯৯| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১২:৩২

ফাইরুজ বলেছেন: কি করব বুঝতে পারছিনা।একচুয়ালি ভন্ডামি দেখতে ইচ্ছে করছে না।এই তো বেশ আছি।দেখে দেখে প্রিয় ব্লগারদের ব্লগে যাচ্ছি।ছাগু এন্ড ছাগুদেরকে পশ্রয়দানকারিদের ব্লগে নো এন্ট্রি।

০১ লা জুলাই, ২০১১ বিকাল ৪:৪৬

জিসান শা ইকরাম বলেছেন:
সেটাই ভালো হবে। সেটাই করো।

১০০| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১২:৩৯

নাআমি বলেছেন: হাহাহা, দারুন মজার পোস্ট ! ৭ টা সার্থক ঘটকালী করতে পারলে নাকি বেহেস্তে যাবার রাস্তা সুগম হয়, আপনিতো অনেক গুলি হাতে নিসেন :D !!

খুবই ভাল কাজ তবে কিছু বিয়ের দাওয়াত খাওয়া আমাদের জন্য বাকী রাইখেন, সব একসাথে বিয়ে ঠিক হয়ে গেলেতো দারুন মজা হবে ! :)

পোস্টটা স্টিকি করা হোক.......তাহলে কন্যার সন্ধান পেতে সুবিধা হবে... B-)




০১ লা জুলাই, ২০১১ বিকাল ৫:০৭

জিসান শা ইকরাম বলেছেন:
বলেন কি , সাতটা বিয়ে করাতে পারলে বেহেসত ? তাইলেতো আরো সিরিয়াস হইতে হয় :) এদের বিয়ে করাইতেই হবে। বেহেসতে যাবার সর্টকাট বুদ্ধি :)

এদের বিয়ের দাওয়াত পাবেন।
পোস্টটা স্টিকি করা হোক.......তাহলে কন্যার সন্ধান পেতে সুবিধা হবে... =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০১| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১২:৪৪

সাকিন উল আলম ইভান বলেছেন: মাহী ফ্লোরা বলেছেন: গুরুরে যেন কেউ বিয়া না করে। এর থাইকা বদ পোলা একটাও দেখিনাই লাইফে!

মাহী আপু তুমি কি হাটে হাড়ি ভেঙ্গে দিলা ,গুরুজী কত্ত ভালু ......

০১ লা জুলাই, ২০১১ বিকাল ৫:০৯

জিসান শা ইকরাম বলেছেন:
গুরুজী অনেক ভালো পোলা :)

১০২| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১২:৪৪

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: বিয়া কর্তে মুঞ্চায়।

আম্মায় কইছে আগামী ৭/৮ বছর এর আগে কিছু হপে না।

:( :(

যাই হোক মামা, বাঁইচা থাকলে ৭/৮ বছর যাইতে সময় লাগপে না।

০১ লা জুলাই, ২০১১ বিকাল ৫:১১

জিসান শা ইকরাম বলেছেন:
ভাইগ্না , ৭/৮ বছর যাইতে সময় লাগপে না :) ধৈর্য্য ধরো :)

১০৩| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১২:৪৮

হানী বলেছেন: হা হা হা মামা :) সবার দেখি বিয়া দিয়া দিলা :)

আজ আমাগো ক্যাম্পাসের জন্মদিন মামা ...জোস প্রোগ্রাম চলছে ...সারা ক্যাম্পাস আলোয় আলোয় সেজেছে......:) ঘুম থেকে উঠেই দারুণ সময় কাটাচ্ছি মামা :)

০১ লা জুলাই, ২০১১ বিকাল ৫:২৮

জিসান শা ইকরাম বলেছেন:
প্রোগ্রামের ছবি তুলবা মামা :)

১০৪| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১২:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: !!!!
চিত্র-বিচিত্র।




০১ লা জুলাই, ২০১১ বিকাল ৫:৩৬

জিসান শা ইকরাম বলেছেন:
????

১০৫| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১:০৮

নীল-দর্পণ বলেছেন: এ তো দেখি পাত্রের বিশা.......ল মেলা বসেছে।

দেখি চশমাটা পড়েনিই, তআর পরে দেখি আমার নাতনীর জন্যে কোনটা যোগ্য কিনা :-B

০১ লা জুলাই, ২০১১ বিকাল ৫:৫৩

জিসান শা ইকরাম বলেছেন:
মামা, তোমার নাতনীও আছে ?
এখনতো, পাত্রদের ছবি দিয়ে দিয়েছি। কাউকে তোমার নাতনী পছন্দ করলো কিনা বলবা । খুব টেনশিত এদেরকে নিয়া :)

১০৬| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১:১৫

মাহবু১৫৪ বলেছেন: @ নীল-দর্পণ, :-B :-B :-B 8-| 8-|

০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৫

জিসান শা ইকরাম বলেছেন:
নীল দর্পন হইল , নানি বা দাদি :) :)

১০৭| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১:১৬

মাহবু১৫৪ বলেছেন: আর মুকিত আল হাসান হলেন একজন খাটি বেকার। বেকার ছেলেদের নাকি চাহিদা আছে। কোথায় এই কথা পেল আমি জানিনা।


ভাই, এই কথা আমি কইসিলাম। বেকার দের চাহিদা এখন বেশি। B-) B-) B-)

০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৩

জিসান শা ইকরাম বলেছেন:
আমার ঐ স্ট্যাটাসে মুকিতও বলেছে ঐ কথা:)
তাইলে কি করবা ? সবকিছু ছেরেছুরে বেকার হবা ?

১০৮| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১:১৮

মাহবু১৫৪ বলেছেন: সাকিন উল আলম ইভান বলেছেন: Jeda biya koro...biya khamu.......


আগে কয়েকটা বিয়া খাইয়া লও। তারপর লাইনে খাড়াইয়া যাও।

০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৭

জিসান শা ইকরাম বলেছেন:
:)

১০৯| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১:২১

মাহবু১৫৪ বলেছেন: @ শুকনা মরিচ আপা, আপনি কাজে লেগে পড়েন । বিদেশে দেখতে থাকেন কোণ দেশী পাত্রী পান কি না।

খালি নেগেটিভ কমেন্ট করে আপু!!! :( :( :(

০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩২

জিসান শা ইকরাম বলেছেন:
নেগেটিভ কমেন্ট করলেও, তোমাদের সবাইকে খুবই শ্নেহ করেন তোমাদের মরিচ আপু :)

১১০| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১:২৪

মাহবু১৫৪ বলেছেন: ত্রিনিত্রি বলেছেন: এতো পাত্রের মেলা বসছে!!!! বাপ্রে!

সবার নাম নোটবুকে টুকে নিলাম। নিয়মিত ব্লগে যেয়ে চেক করবো বিয়ের বাদ্য বাজলো কিনা। মেয়ে পাক আর না পাক, বিয়ে হোক বা না হোক, দাওয়াত সবগুলার চাই! নাইলে বললাম হাক্কুল্লাহ খাইতে ঢুকে যাবো!


ইহা কি বলিলেন!!! দাওয়াত পাইতে হলে আগে বিয়ের ইন্তেজাম করা লাগবে। না হলে কেমনে আপনারে দাওয়াত দিমু??

০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫৯

জিসান শা ইকরাম বলেছেন:
মাহবু১৫৪ বলেছেন: ইহা কি বলিলেন!!! দাওয়াত পাইতে হলে আগে বিয়ের ইন্তেজাম করা লাগবে। না হলে কেমনে আপনারে দাওয়াত দিমু??
হুম ঠিক কথা :)

১১১| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১:২৮

মাহবু১৫৪ বলেছেন: শুকনা মরিচ বলেছেন: @ প্রিয়ন্তি - খোলা মাঠের মতো মন এর সাথে স্টেডিয়াম এর মতো মাথা হলে কি চলবে।

হা হা হা


০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৪

জিসান শা ইকরাম বলেছেন:
:) :)

১১২| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১:৫৯

গুরুজী বলেছেন: @মাহী: এইটা করিশনেএএএএএএ, আমার বিয়ে ভেন্গে দিসনেএএএএ>>>


আমি যে কত্ত বালু এটা তোর চেয়ে বেশি কে জানে??? ;)

০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২৯

জিসান শা ইকরাম বলেছেন:
গুরুজীর চেয়ে ভালো পোলা কে আছে ? ;) ;)

১১৩| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ২:৩৬

ছাইরাছ হেলাল বলেছেন:

আমার আর একটা ভাগ্নে গুরুজী,
ওর নামে ভাজ্ঞানি দিয়া সুবিধা হবে না।
ও ভাল পুলা ।

মামা ডরাইও না ।

০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪০

জিসান শা ইকরাম বলেছেন:
গুরুজীর ভয় নাই :)

১১৪| ০১ লা জুলাই, ২০১১ বিকাল ৩:২২

জিসান শা ইকরাম বলেছেন:
সব পাত্রের ছবি দিয়া দিতাছি
:)
যাহাতে পাত্রের রুপ দেখিয়া কন্যাগন , তাহাদের বাছিয়া লইতে পারে :)

০১ লা জুলাই, ২০১১ রাত ৮:১৩

জিসান শা ইকরাম বলেছেন:
সবার ছবি পাইনি :(

১১৫| ০১ লা জুলাই, ২০১১ বিকাল ৩:৫৬

ত্রিনিত্রি বলেছেন: @আকাশলাল-- হুহ, ডর তো দেখাবোই!!! আপ্নে আমার ব্লগে গিয়া ঘোষনা দিয়া বিএফসি তে চিকেন খান, আর আপনার বউ কি কি শপিং করবে সেইটার এক বিন্দু লিস্টি দিতে পারুম না? :P :P আপনার দুঃখ দেইখা স্পেশাল অফার দিলাম!! আপনার বউরে হেল্প করার জন্য তার সাথে আমিও শপিং এ যাবো। আপনি ক্রেডিট কার্ডটা আপনার বউরে দিয়ে দিয়েন। =p~ =p~ =p~ =p~

@কাঊসার রুশো -- ধইন্যায় কাজ হবে না রে ভাই! দার্জিলিং থেকে চা পাতা আইনেন। বলে দিবো কোনটা আনতে হবে। =p~ =p~

@মাহবু১৫৪ -- একেকজনেরি যেই গুণের বাহার, এত্ত গুণ সম্পন্ন পাত্রি পাইতে পরে সমুদ্রের তলায় না যাইতে হয়! এতদিন কি না খেয়ে থাকবো?? যতবার আপনারা বলবেন যে বিয়া করতে মুঞ্চায়, ততবারই অনুষ্ঠান করে খানা পিনা হবে। :P :P :P ;) ;) ;)

লেখক বলেছেন:
না, ঐ পোষ্ট ত্রিনিত্রি বা প্রিয়ন্তি দিক। ওদের পোষ্ট ওরাই লেখুক, সেটাই ভালো হবে


এইডা কি হইলো? :-* :-* আমাদের পোস্ট আমরা দিবো? কোনই গুরুজন নাই আমাগো লিগা? :(( :(( :(( নিয়ম ভাঙার কারিগর কই গেলো? ওরে বলেন তাড়াতাড়ি দড়ি পাঠাইতে, বাইয়া আমি আজকে উইঠাই যাবোই বললাম! :(( :(( :(( :P :P :P

০১ লা জুলাই, ২০১১ রাত ৮:১৮

জিসান শা ইকরাম বলেছেন:
ঠিক আছে ঠিক আছে। কান্নাকাটি করোনা।
দড়ি খোজার দরকার নেই :) :)

১১৬| ০১ লা জুলাই, ২০১১ বিকাল ৪:৫২

আসিফ মুভি পাগলা বলেছেন: চাচ্চু আমি আইসা পড়সি । তবে এখানে দেখি রীতিমত পাত্র পাত্রীর হাট বসে গেছে । আমারে নিয়া সবাই কত্ত ভালু ভালু কথা কয় । :#> :#>

পাত্রের তালিকায় আমারে ঢুকানোর জন্য রাষ্ট্রভাইরে আইচক্রিম খাওয়ামু । আর জাহিদুল ভাইরে পাইকারী ধইন্যাপাতা :)

বিয়া কর্তাম ছাই :-B :-B

০১ লা জুলাই, ২০১১ রাত ৮:২৫

জিসান শা ইকরাম বলেছেন:
তুমি তো এখানে না এসেই হিট হয়ে গেলা , আসিফ :)
ওকে তোমার জন্যও পাত্রী দেখা হবে :)

১১৭| ০১ লা জুলাই, ২০১১ বিকাল ৪:৫৪

আসিফ মুভি পাগলা বলেছেন: পুনশ্চ : প্রিয়ন্তী যে আমারই দুসরা নিক না এইটা নিয়া সবাই এত নিশ্চিন্ত হইলেন কেমতে । দুইটা নিকেরই বয়স আট মাস ২ সপ্তাহ । খুব খিয়াল কৈরা ;) :-B =p~

০১ লা জুলাই, ২০১১ বিকাল ৫:০৩

জিসান শা ইকরাম বলেছেন:
আরে কি কয় ? প্রিয়ন্তী তোমার দুসরা নিক ????? =p~ =p~ =p~ =p~ =p~

১১৮| ০১ লা জুলাই, ২০১১ বিকাল ৫:০৪

মাহবু১৫৪ বলেছেন: আসিফ মুভি পাগলা বলেছেন: পুনশ্চ : প্রিয়ন্তী যে আমারই দুসরা নিক না এইটা নিয়া সবাই এত নিশ্চিন্ত হইলেন কেমতে । দুইটা নিকেরই বয়স আট মাস ২ সপ্তাহ । খুব খিয়াল কৈরা

:-B :-B :-B :-B ও তাইলে এই কাহিনি!!! :P :P :P


@ জিশান ভাই, ছবির জন্য ধইন্যাপাতা। :) :) :)

০১ লা জুলাই, ২০১১ রাত ৮:৩৩

জিসান শা ইকরাম বলেছেন:
সবার ছবিতো পেলাম না:(

১১৯| ০১ লা জুলাই, ২০১১ বিকাল ৫:৩৩

চশমখোর বলেছেন: আইনত আমারও বিয়ার বয়স হইয়া গেছে কিন্তু আমার বিয়া নিয়া কেউ ভাবে না। এইটা ভাবলেই কষ্টে আমার বুকটা ফাইট্টা যায়। মনে করছিলাম চাচ্চু আমার কষ্টটা বুঝবো কিন্তু সেই চাচ্চুও আমার কষ্ট বুঝলো না। :(( :(( :((

"খোদা! আমারে উডায় নাও! নাইলে দড়ি ফালাও, বায়া উডি যাই!" :(( :(( :((

পোষ্টে কইস্যা মাইনাস। যতদিন পর্যন্ত আমার কোন ব্যবস্থা না হইবো ততদিন আমি প্লাস দিমু না। :(( :(( :((

০১ লা জুলাই, ২০১১ রাত ৯:০৪

জিসান শা ইকরাম বলেছেন:
নিজের কথা নিজে বলে :) লজ্জা নাই:)
জানোনা ? লজ্জা পরুষের ভুষন :)

দড়ি লাগবেনা। ব্যবস্থা হইবেক :)

তুমি মন্তব্য দেবার সাথে সাথেই কেন যে একটি ভালোলাগলো বেড়ে গেল, বুঝলাম না ;) দাও মাইনাস :)

১২০| ০১ লা জুলাই, ২০১১ বিকাল ৫:৪৩

ত্রিনিত্রি বলেছেন: খুক খুক, রাজসোহান ভাই কি কানে ফুল কাঠগোলাপ ফুল গুঁজে আছেন? B:-) B:-) B:-) B:-) সাড়ে সর্বনাশ! ঘটনাটা আসলে কি?? ঝাতি ঝানতে চায়। কে দিলো এই ফুল? ;) ;) ;)

গুরুজীর ছবি দেখে হা হা প গে।

এই পোস্ট স্টিকি না করার কারণ দেখতে পাচ্ছি না। দলে দলে পাত্র গন এসে ভিড় করতেছে। এই দেখেন চশমখোরও লজ্জা ভেঙ্গে এসে উপস্থিত! =p~ =p~ =p~

০১ লা জুলাই, ২০১১ রাত ৯:০৯

জিসান শা ইকরাম বলেছেন:
রাজসোহানকে ডিস্টাপ কইর না :) উনি এখন খুব ভাব নিয়েছেন :)
চশমখোরের মোটেও লজ্জা নাই। আমরা ছুডবেলায়, নিজের বিয়ের কথা কইতে কত সরমাইতাম :)
=p~ =p~ =p~ =p~

১২১| ০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৭

চশমখোর বলেছেন: ত্রিনিত্রি নাও নাও আমারে নিয়া যত পারো মজা নাও। আমার কষ্ট কেউ বুঝলো না। :(( :(( :((

০১ লা জুলাই, ২০১১ রাত ৯:১২

জিসান শা ইকরাম বলেছেন:
কাউন্দ না। কান্নাকাটি ভালুনা :)

১২২| ০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৮

মাহী ফ্লোরা বলেছেন: গুরুর কথা তো আমি কইলেই হপে! মাইয়ারা আমার কতায় শুনবে! :-B

০১ লা জুলাই, ২০১১ রাত ৯:২১

জিসান শা ইকরাম বলেছেন:
তুমি ওর বিয়ে ভাংতে চাও ? :)

১২৩| ০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫২

রাষ্ট্রপ্রধান বলেছেন: ভাইগ্না তারাতার............................... =p~ =p~ =p~ =p~ =p~

আসিফ মুভি পাগলা কবে B-) B-) B-) B-) :-B :-B :-B

নীল-দর্পণ আমি এইদিকে :!> :!> :#> :#>

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:১০

জিসান শা ইকরাম বলেছেন:
আংকুল , তোমাকে আবার কেউ কাকতারুয়া না ভাবে :) :)

১২৪| ০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমি খেলুম না,,,,এখানে সিন্ডিকেট গঠিত হয়েছে..ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি =p~ =p~

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:১২

জিসান শা ইকরাম বলেছেন:
কোন সিন্ডিকেট তো দেখলামনা আমি :)
দাড়াও চশমাটা লাগাই নি :)

১২৫| ০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৫

ত্রিনিত্রি বলেছেন: @চশমখোর -- কুই কুই? মজা নিলাম কুই? :P :P কি জানি একখান বাক্য ছিলো না? লজ্জা পুরুষের কলংক না জানি কি! আইজকাল অবশ্য এটা চেঞ্জ করা জরুরী হয়ে পড়েছে। এখনকার ভার্সন হওয়া উচিত, লজ্জা না, লুলামি পুরুষের কলংক। :P :P :P :P :P :P তাও, লজ্জা ভেঙ্গে কয়জন আসতে পারে বলেন? আপ্নারে স্বাগতম! =p~ =p~ =p~


@দর্পন আপু--দেখেন তো আরেকটা চশমা জোগাড় করতে পারেন কিনা! কিছুক্ষন আগে রাস্ট্র ভাই আমাকে বললেন উনি ঐদিকে, এখন আবার আপনাকে বলে উনি নাকি এইদিকে। আমারো চশমা লাগবে বলে মনে হচ্ছে। B:-) B:-) :P :P

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:১৭

জিসান শা ইকরাম বলেছেন:
:) :) :)

১২৬| ০১ লা জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

ফাইরুজ বলেছেন: আমরা কি কোন দাওয়াত টাওয়াত খেতে পারব ?

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:১৯

জিসান শা ইকরাম বলেছেন:
অবশ্যই :) বিয়ের দাওয়াত এখানেও দেয়া হবে ।

১২৭| ০১ লা জুলাই, ২০১১ রাত ৮:১৪

নীল-দর্পণ বলেছেন: রাজসোহানের ভাবসাব দেখি খ্রাফ! কানে ফুল গুজেছে কেনু :-*

@ রাষ্ট্রপ্রধান, দুইহাত দুই দিকে ছড়াই দিসেন কেন! যে হাত যে ধরবে তারেই তুলবেন, তাই :-*

@ ত্রিনিত্রি আপু, আমার -৫.২৫ পাওয়ারেরটা চলবে? B-))

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:৩৩

জিসান শা ইকরাম বলেছেন: রাজসোহানকে ডিস্টাপ কইর না :)

১২৮| ০১ লা জুলাই, ২০১১ রাত ৮:১৫

প্রিয়ন্তি বলেছেন: আসিফ মুভি পাগলা বলেছেন: পুনশ্চ : প্রিয়ন্তী যে আমারই দুসরা নিক না এইটা নিয়া সবাই এত নিশ্চিন্ত হইলেন কেমতে । দুইটা নিকেরই বয়স আট মাস ২ সপ্তাহ । খুব খিয়াল কৈরা...

খুবই মজার বিষয় ... তবে কি আসিফ পাগলা আমার জমজ ভাই !!! .......... ভাইয়া এতদিন কৈ ছিলা ভাঁইয়া ?? এত দিন পরে তোমারে পাইছি ..... আবার হারিয়ে যাবে না তো !! ..... তারা তারি বাসা্য় ফিরে আস ভাইয়া .... আম্মু বলেছেন তুমি বাসায় এলে এবার আর তোমাকে ঝারু পেটা করবে না !! ..... :P :P রাগ করে আর রাস্তায় পরে থেকো না ভাইয়া ...

@মামা :: মামা মামা আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভেবে পাইনে ...... এত্তদিন পরে আপনার জন্নেই আমার এই জমজ ভাইটাকে পেলাম........ !:#P !:#P
এই নেন মাম একটু মিষ্টি মুখ করেন ... আর সবার জন্যেও পাঠালাম ..... যারা বাকি পরবেন তাদের জন্য আমার জমজ ভাই আছে না ...... :) :)

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:৩৫

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , হইতেও পারে তোমার জমজ ভাই। কিন্তু মিষ্টি কোথায়? মিষ্টির ছবিও তো দেখিনা কোথাও :) :)

১২৯| ০১ লা জুলাই, ২০১১ রাত ৮:৩৭

পটল বলেছেন:

বিশাল লআইন পইরা গ্যাচে দেহি! :-* :-* :-* :P

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:৩৮

জিসান শা ইকরাম বলেছেন:
হুম বিশাল লাইন।
তুমি তো দিল্লীকা লাড্ডু খেয়ে ফেললা দিল্লী বসে :)

১৩০| ০১ লা জুলাই, ২০১১ রাত ৮:৫৬

কাউসার রুশো বলেছেন: বিয়া পাগলা তো ছিলাম না। কিন্তু মুরুব্বীরা যদি এসব না বুঝে তাইলে নিজের ডোল নিজে না পিটাইয়া উপায় আছে??? :P :P

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:৪১

জিসান শা ইকরাম বলেছেন:
ওকে ওকে :) :) বুঝতে পেরেছি :)

১৩১| ০১ লা জুলাই, ২০১১ রাত ৮:৫৭

রেজোওয়ানা বলেছেন: রাজসোহান, আকাশটালাল, নাহোল, রাস্ট্রপ্রধান, মনসুর..........এই পিচকিপাচকা পোলাপানের পাত্রী চাইয়া পোস্ট দিছেন!! আপনিতো বাল্যবিবাহ সংক্রান্ত মামলায় পরবেন দেখতাছি :(

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:৫২

জিসান শা ইকরাম বলেছেন:
নিজে ওদের বড় হয়ে ত কিছুই করলা না।
এখন আমি উদ্যেগ নিয়েছি, তাতেও বাধা ? X(( X(( X((

১৩২| ০১ লা জুলাই, ২০১১ রাত ৯:০৬

আরিশ ময়ুখ বলেছেন: এখনো দেখি কিছুই ঠিক হইল না :(

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:৫৫

জিসান শা ইকরাম বলেছেন:
:(:(

১৩৩| ০১ লা জুলাই, ২০১১ রাত ৯:২৫

রাষ্ট্রপ্রধান বলেছেন: রেজোওয়ানা আপু আমি আচিনা কেডা মামলা দিবো আমার আনকুল এর নামে হুহ

নীল-দর্পণ কেও তো হাত দিলোনা হু হু কইরা কান্দোনের ইমো :(( :(( :((


এইখানে চছমা ফ্রি দেওয়া হয় :-/ :-/ :-/

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:৫৭

জিসান শা ইকরাম বলেছেন:
:)

১৩৪| ০১ লা জুলাই, ২০১১ রাত ৯:৩৩

ইনকগনিটো বলেছেন: চরম পুষ্ট। মজা পাইলাম :P


অঃ টঃ ভাইয়া, আপনি বরিশালে থাকেন জানা ছিলনা। যদি কিছু মনে না করেন, আপনার ঠিকানাটা একটু বলা যায়?দেখা করে আসতাম। :)

আমি ৪ তারিখ পর্যন্ত এখানে আছি। তারপর আবার চলে আসতে হবে ঢাকা।

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:৪৬

জিসান শা ইকরাম বলেছেন:
jeshan.ikram@জিমেইল.কম

এটায় আপনার মোবাইল নং দিন :)

ভালো থাকবেন। শুভকামনা ।

১৩৫| ০১ লা জুলাই, ২০১১ রাত ৯:৩৯

চশমখোর বলেছেন: চাচ্চু>>> লজ্জা কইরা এতদূর আসলাম। কেউ আজ পর্যন্ত আমার কষ্টটা বুঝলো না তাই এইবার লজ্জা শরমের মাথা খেয়ে বলেই ফেললাম। আর আমার নিক দেখে বুঝেন না? আমার আবার লজ্জা শরম একটু কম এই আর কি। ;) :P :P B-)) B-))


ত্রিনিত্রি>>> আপ্পি লজ্জা করতে করতে এখনও পর্যন্ত কোন ব্যবস্থা হলো না। তাই নিজের নিক রেখে দিছি চশমখোর। ;) :P :P B-)) B-))

০১ লা জুলাই, ২০১১ রাত ১১:৩৫

জিসান শা ইকরাম বলেছেন:
তুমি যে নিক নিয়েছ, আমি ঐ নিককে নাম ধরে ডাকতে পারুম না চাচ্চু :)

১৩৬| ০১ লা জুলাই, ২০১১ রাত ৯:৪০

চশমখোর বলেছেন: চাচ্চু>>> প্লাস আগেই দিয়ে দিছিলাম। এখন ফেরত নিতে পারতেছিনা। :(( :(( :((

০১ লা জুলাই, ২০১১ রাত ১১:৩৭

জিসান শা ইকরাম বলেছেন:
বুঝতে পেরেছি :)

১৩৭| ০১ লা জুলাই, ২০১১ রাত ১০:০২

গুরুজী বলেছেন: হবে না হবেনা পচা ছবি দিছেন পাত্রীরা লাইক কববে নাআআআ :(( :((

০১ লা জুলাই, ২০১১ রাত ১১:৪১

জিসান শা ইকরাম বলেছেন:
কোথায় পচা ছবি ? তুমি যে সবকিছুতেই খুব সিরিয়াস,এটা বুঝা যাচ্ছে :)
কে যেন তো তোমার ছবিটার প্রশংসাওতো করলো :) :)

১৩৮| ০১ লা জুলাই, ২০১১ রাত ১০:২৫

আকাশটালাল বলেছেন: পোষ্টটা কোথা থেকে কোথায় চলে গেলো মাগার মাই্য়্যা পাইলাম না :(( :(( :((

@রেজো খালা, এটা কি কইলেন B:-) B:-) B:-) যাগো নাম নিসেন সবাই এখন কামাই করে X( X( X( বাল্যবিবাহ ক্যামতে :P :P :P

@আসিফ, আমিও তোমার নাম নিসি। আমার নাম কইলা ক্যান X( X( X( তুমারেই একমাত্র প্রিয়ন্তির পাশে মানাবে :-P :-P :-P

@ত্রিনিতি, চার ক্রেডিট ছিলো। তিনমাস আগেই সব সারেন্ডার কর্ছি :-P :-P :-P অখন ডেবিটেই কাম চালায়।

০৫ ই জুলাই, ২০১১ সকাল ৭:২০

জিসান শা ইকরাম বলেছেন:
:) :)

১৩৯| ০১ লা জুলাই, ২০১১ রাত ১০:৩২

শুভ্রতা বলেছেন: এখানে দেখি পাত্রের মেলা। এত সুইট সুইট পাত্র আছে আপনার কাছে ? :)

০৫ ই জুলাই, ২০১১ সকাল ৭:২২

জিসান শা ইকরাম বলেছেন:
জি , এরা এক একটি রত্ন :)

১৪০| ০১ লা জুলাই, ২০১১ রাত ১০:৪৮

আকাশটালাল বলেছেন: @রিমঝিম আপা, আপনি আবার প্যাঁচ লাগাইতেছেন ক্যান X( X( X( এমনিতেই মাইয়্যার বড় অভাব, তার উপর আপনি যদি এমুন কথা কন তাইলেতো হইলো না।

@নীলু, তোরে আইসক্রিম খাওয়ামু, লগে পান ফ্রিরি। আমাগো লাইগ্যা মাইয়্যা দেখ :P :P :P

০৫ ই জুলাই, ২০১১ সকাল ৮:২১

জিসান শা ইকরাম বলেছেন:
নিলু পান খায় নাকি ? কি বলো ?
পোলাপাইন মানুষ পান খাইব কেন ?
যা খাইতে চায় তাই খাওয়াও :)

১৪১| ০১ লা জুলাই, ২০১১ রাত ১১:০৫

মাহী ফ্লোরা বলেছেন: শুকনা মরিচ বলেছেন:

গুরুজী - এইটা একটা পুরাই পাগলা । এরে যে বিয়ে করতে চাইবে - আমিই তারে নিষেধ করবো :P


=p~ =p~ =p~

০৫ ই জুলাই, ২০১১ সকাল ৮:২৫

জিসান শা ইকরাম বলেছেন:
কেন তুমি নিষেধ করবা কেন ? দেখনা ও একা থাকে ? X(( X((
গুরুজীর জন্য কন্যা দেখ :)

১৪২| ০১ লা জুলাই, ২০১১ রাত ১১:৪৯

রাষ্ট্রপ্রধান বলেছেন:


আমি কাকতাড়ুয়া না আনকুল B-) B-) B-) B-) B-)



:!>


গুল্লুর পিকটা কুব সিরিয়াস টাইপ হইছে , পুলাডা কিন্চিত দুষ্ট আছে

মনসুর ভাই কই


বাল্যবন্ধু কিন্তু মনসুর ভাই জামাই

০৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৪

জিসান শা ইকরাম বলেছেন: আরিবাপস, এদেখি পুরাই হিরু :) :)

১৪৩| ০২ রা জুলাই, ২০১১ রাত ১২:৪৬

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: হেলাল মামু, :!>

০৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৬

জিসান শা ইকরাম বলেছেন: :)

১৪৪| ০২ রা জুলাই, ২০১১ রাত ১২:৫৪

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:

রেজোওয়ানা আফারে কইষ্যা মাইনাচ মাইনাচ মাইনাচ

০৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৭

জিসান শা ইকরাম বলেছেন:
তোমারে খাইছে ও :)

১৪৫| ০২ রা জুলাই, ২০১১ রাত ১২:৫৫

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: রাষ্ট্র, কিলামু কইলাম X((

০৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৮

জিসান শা ইকরাম বলেছেন: কেনু ? :)

১৪৬| ০২ রা জুলাই, ২০১১ রাত ১:০৮

রাষ্ট্রপ্রধান বলেছেন: আমারে কেনু , গুল্লু আছে কেন

০৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৮

জিসান শা ইকরাম বলেছেন: কিলাকিলি চলবে না :)

১৪৭| ০২ রা জুলাই, ২০১১ রাত ১:৪৩

প্রিয়ন্তি বলেছেন: মামা দিয়েছিলাম তো .... জমজ ভাই মনে হ্য় খেয়ে নিয়েছে... :!> X(( যাক আবার দিচ্ছি এবার যদি না পান তবে পেটোক জমজ ভাই কে ধরে আদায় করে ছারবেন .... ;) :P

ভালো থাকবেন .... :)

০৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৯

জিসান শা ইকরাম বলেছেন:
এবার পাইছি :) তোমার ভাইও খুব খুসি , তোমাকে দেখে :)

১৪৮| ০২ রা জুলাই, ২০১১ রাত ১:৫৫

রাষ্ট্রপ্রধান বলেছেন: প্রিয়ন্তি ঝাল কিছু নাই :-/ :-/

০৫ ই জুলাই, ২০১১ সকাল ১০:০০

জিসান শা ইকরাম বলেছেন: মিস্টি খাও। আনণ্দের সময় মিষ্টি খেতে হয় :)

১৪৯| ০২ রা জুলাই, ২০১১ সকাল ৯:২৮

শারমিন সোনালী বলেছেন: আমি আমার বরের কাছে যামু :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

০৫ ই জুলাই, ২০১১ সকাল ১০:০১

জিসান শা ইকরাম বলেছেন:
আরে এদেখি উল্টা কানতাছে :(

১৫০| ০২ রা জুলাই, ২০১১ সকাল ১০:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: যে এড দিছেন - কন্যা তো ওরা নগদে পাইয়া যাইবো :D :D

লেখাটা পড়ে মজা লাগলো

০৫ ই জুলাই, ২০১১ সকাল ১০:০২

জিসান শা ইকরাম বলেছেন:
২ জনে পাইয়া গেছে :) :) ধন্যবাদ আপনাকে :)

১৫১| ০২ রা জুলাই, ২০১১ সকাল ১১:২৮

আসিফ মুভি পাগলা বলেছেন: আকাশটালাল ভাইয়ের জন্য


আর আগের কমেন্টে মজা করসি । প্রিয়ন্তী আমার দুসরা নিক না । তবে ম্যালাদিন ব্লগে ঢুকি না তো তাই প্রিয়ন্তী কে এইটা ভূলে গেসিলাম । ঢুকে দেখি দুইজনের নিকেরই বয়স একই । তাই ভাবলাম একটু মজা করি ;) :-B

তবে বলা যায় না । ছোটবেলায় কোন এক মেলায় হারায়ে যাওয়া জমজ বইন হইতে পারে । B:-/ B:-/

০৫ ই জুলাই, ২০১১ সকাল ১০:০৩

জিসান শা ইকরাম বলেছেন:
প্রিয়ন্তী তোমার হাড়িয়ে যাওয়া জমজ বোনই :)

১৫২| ০২ রা জুলাই, ২০১১ সকাল ১১:৫৯

মোঃ আমিন বলেছেন: আকাশটালালের বড় গুন রান্না পারে দারুণ !

০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৪৫

জিসান শা ইকরাম বলেছেন: রান্না ঘরের খবর আমিন জানলো কিভাবে ? আমিন নামের পিছনে অন্য কেউ আছেনি ? ;)

১৫৩| ০২ রা জুলাই, ২০১১ দুপুর ১২:১৪

মোঃ আমিন বলেছেন: আরে ছেলে তো হিরু,হিরু... সোনার টুকরা ছেলে.....। আমাদের যে কোনো আনমেরীড আপুর কপাল খুলে যাবে.....। ছেলে ফরেন থেকে ট্যালেন্টপুলে গ্রাজুয়েশন করেছে, বলে বিদেশে থাকলে দেশের সামুরে জ্বালামু ক্যামনে, একটা দায়িত্ব আছেনা ? ছেলের ৯৯% ওকে খালি মাঝে মাঝে সালমান খানের ক্যারেকটার ডিলা গানটা দেখলে ক্যামন যানি করে, আ..ধু.....নি.....ক ছেলে তো............

০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫০

জিসান শা ইকরাম বলেছেন:
মামা খুইল্যা কওতো তুমি কেডা ? এত প্রসংশা তো কোন জেন্টস অন্য একজন জেন্টসকে করে না। কেমুন জানি লাগতাছে :) :) তমি মামি নওতো আবার ? :)

১৫৪| ০২ রা জুলাই, ২০১১ দুপুর ১২:২২

আকাশটালাল বলেছেন: @আসিফ, ধইন্যা তোমারে, মাগার তুমি এইটা কি কইল্যা B:-) B:-) B:-)

প্রিয়ন্তিরে তুমার লগে বিয়া দিবার চাইছিলাম কিন্তু তোমরা দুইজনেই এগুলা কি শুরু করলা??? তুমার জন্য মেয়ে পাওয়া কষ্ট হবে। তাই পাইলে না কইরো না ভাইয়্যা ;) ;) ;)

০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫০

জিসান শা ইকরাম বলেছেন:
নারে মামা, ওরা দইজন আপন ভাইবোন। দইজনেই বলতাছে। এর পাইরে চিন্তা করও পাপ।

১৫৫| ০২ রা জুলাই, ২০১১ দুপুর ১২:২৮

আকাশটালাল বলেছেন: আমিন ভাই, আপনার কি হলো X( X( X( আপনার কিবোর্ডের উপর ঠাডা পরবো কইলাম X( X( X( এমনিতেই মাইয়্যা পাইনা, তার উপর আপনে মিয়া প্যাঁচ লাগান ক্যা :(( :(( :(( :(( :(( :((

সবার জন্য - ১৫৩ নং কমেন্টটি ১০০% সত্য। এটা ফেবুতে প্রভুড ;) ;) ;)

আর ১৫৪ নং কমেন্টটিও সত্য তয় শেষের অংশটুকু বাদে...........

০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫৩

জিসান শা ইকরাম বলেছেন:
মামা , আল্লাহর কিরা লাগে, খুইল্যা কও, এই আমিন কেডা ? আমার কেমুন জানি সন্দেহ লাগতাছে :) :)

১৫৬| ০২ রা জুলাই, ২০১১ দুপুর ১:২৩

নীল-দর্পণ বলেছেন: @ আটা ভাইয়া, অগ্রিম কিসু খাওয়াও আগে :-0

০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫৩

জিসান শা ইকরাম বলেছেন:
ভেংচি খাওয়াইবা আটারে ? খাওয়াও :)

১৫৭| ০২ রা জুলাই, ২০১১ দুপুর ১:৩৭

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: খবর টাউটবিডি২৪ ডট কমঃ

গতকিছুদিন যাবতই বিয়ের মত পবিত্র বিষয় নিয়ে বাংলাদেশের ভুরুঙ্গামারীতে জোচ্চুরি চলছে। খবরে প্রকাশ, এখানের কিছু স্থানীয় অধিবাসী ঢাকাতে গিয়ে বিরাট বড়লোক সেজে বড়লোকের সুন্দরী মেয়েদের বিবাহ করে মোটা অঙ্কের যৌতূক হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এভাবে এই চক্রটি গত বেশকিছুদিন যাবত এসব অপকর্ম চালিয়ে আসছিল।

আমাদের বিবি এর এক টাউট সাংবাদিক এক চরম্ভাবে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বলেন, বিয়ে নিয়ে নয়ছয় খেলা এ চক্রটি এখন বাংলাদেশব্যপী নিজেদের নেটওয়ার্ক বিস্তার করার কথা ভাবছে।

এদিকে গতকাল বিকেলে এ চক্রের এক সদস্য গ্রেপ্তার হয়েছে বাংলাদেশ ইঁদুর মারা ফোর্স এর হাতে। সে নিজেকে রাজসোহান বলে দাবি করছে এবং সে বিশাল বড় ব্লগার এটা বারবার চিৎকার করে বলছে আর সাথে "দোন ডিস্টাপ, ডোন ডিস্টাপ" বলছে। এদিকে ইমাফো এর মহাপরিচালক জনাব আআআখমসহনা কুদ্দুস মিয়া বলেছন যে তারা শীঘ্রই এ চক্রটিকে পুরো দলসমেত পাকড়াও করতে সমর্থ হবেন। তিনি আরো জানান, চক্রের হোতা আবদুল্লাহ আল মনসুর তাদের গতিবিধি এর মধ্যে আছে।

এদিকে চক্রটির টেকনিক্যাল ম্যানাজার রবিন ওরগে গুজি তাদের নিজস্ব ওয়েবসাইটে রাজসোহানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে এবং অচিরেই তাকে ছেড়ে না দেয়া হলে তাদের লীগ্যাল এডভাইজাই মাহবুব ওরফে রাষ্ট্রপ্রধানকে নিয়ে আইনি লড়াই চালিয়ে যাবে। এদিকে এ গ্রেপ্তারে আতঙ্কিত হয়ে লক্ষী মায়ের দুষ্ট ছেলে রেজোয়ান ওরফে বাল্যবন্ধু ঘর ছেড়ে পালিয়েছে।

আকাশটা লাল,নথিক বাবু আর মাহবু ১৪৫ মিলে ঢাকার অলিতে গলিতে চিকা মারছে আজ সকাল থেকে। তাদেরকে অজ্ঞাত কারনে পুলিশ এখনো ধরতে পারছে না। গোপন সূত্রে জানা যায় মাহবু১৪৫ এর এক আত্মীয় আছেন পুলিশের উচ্চমহলে।

এদিকে চক্রটি নিজেদের ফোরটুয়েন্টি ব্লগ সাইটে এক জ্বালাময়ী বিদ্রোহী কোবতে ছেড়েছে। কবিতাটি লিখেছে নষ্টকবি । তেল গ্যাস রক্ষা করতে গিয়ে এ আন্দোলনে শরিক হতে পারেনি আসিফ নামক সদস্য। আর ওদিকে ঢাবিতে ৯০ বছর পূর্তি উপলক্ষে আবুলের চায়ের দোকানে এক জ্বালাময়ী ভাষনে প্লিওসিন অফ গ্লসিয়ার ওরফে নাহোল বলেন, তাদের চক্রান্তে কেউ বাধা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে এ অসত চক্রটির গডফাদার জিশান শা ইকরাম বলে জানা গেছে। আরো জানা যায় তিনি সুদূর বরিশাল থেকে এ চক্রটি নিয়ন্ত্রন করেন। তার সাথে ফেইসবুক চ্যাটে যোগাযোগ করা হলে তিনি জানান, বিয়ে করতে না পেরে যুব সমাজ আজ টাকা পাচ্ছে না, বউ পাচ্ছে না, তাদের মেজাজ খিঁচড়ে যাচ্ছে। তারা নানা রকম আ-চিন্তা কু-চিন্তায় সারাদিন নিমজ্জিত থাকে। যুবসমাজকে তিনি এ আধার থেকে বের করে নিয়ে এসে বিয়ে দেবার মহান ব্রত পালন করছেন বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে আনা যৌতূক আর বউ ছেড়ে চলে পালিয়ে যাবার প্রসঙ্গে তিনি বলেন, শ্বশুর বাড়ি থেকে কিছু দিলে আমরা তো না করতে পারি না, আর বউ যদি ভাল না হয় যে শান্তির জন্য বিয়ে করা সে শান্তিই যদি না থাকে তাহলে সেই বউ ছেড়ে যাওয়াই তো উচিত।

এদিকে এক ব্লগ বিজ্ঞপ্তি তে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষের ফিফা নামক এক ব্যক্তি এ চক্রটি সামুর মাধ্যমে তাদের অপকর্ম চালাতে পারে তার যথাযথ নিরাপত্তা তারা নিশ্চিত করবেন। তিনি আরো জানান, এ চক্রের প্রতি সামুর নিরিলস সমরর্থন থাকবে (উল্লেখ্য উনিও অববাহিত) । এদিকে বাইমাফো এ চক্র থেকে সুন্দরী মেয়ের বড়লোক বাবাদের সাবধান থাকতে অনুরোঢ করেন।

০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫৬

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা হা হা , মাহি তোমার এই মন্তব্য পড়ে হা হা প গে।
এটা তো একটি ভালো পোষ্ট হবার মত মন্তব্য দিলা :)

দারুন এক মন্তব্য :):)
তোমার মন্তব্যে থাউজেন্ডস প্লাস :)

১৫৮| ০২ রা জুলাই, ২০১১ দুপুর ১:৩৮

আকাশটালাল বলেছেন: কিরে ভাই, সবাই দেখি মাইয়্যা দেখার নাম কইরা ব্লেকমেইল করতাসে B:-) B:-) B:-)

০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫৭

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা

১৫৯| ০২ রা জুলাই, ২০১১ দুপুর ১:৪০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মাহি..এইটা কি দিলোরে =p~ =p~

০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫৭

জিসান শা ইকরাম বলেছেন:
:)

১৬০| ০২ রা জুলাই, ২০১১ দুপুর ১:৪০

চর্যা পদ বলেছেন: এই পোস্ট থেকে সবথেকে বড় প্রাপ্তি হলো আমরা একজোড়া হারিয়ে যাওয়া জমজ ভাইবোন খুঁজে পেলাম।@প্রিয়ন্তি@আসিফ মুভি পাগলা।
দু ভাই বোন কে অভিনন্দন।

০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫৮

জিসান শা ইকরাম বলেছেন:
দুজনকেই অভিনন্দন :)

১৬১| ০২ রা জুলাই, ২০১১ দুপুর ২:১০

ফাইরুজ বলেছেন: মোঃ আরিফ রহমান মাহির কমেন্ট পড়ে হাসতে হাসতে পরে গেলাম। ওরে কে আছিস ধর আমারে।:D

০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৫:০০

জিসান শা ইকরাম বলেছেন:
:) :) খুব সুন্দর মন্তব্য হয়েছে মাহির :)

১৬২| ০২ রা জুলাই, ২০১১ রাত ১০:১৫

রাষ্ট্রপ্রধান বলেছেন: অবিবাহিত মাহির এহেন আচরনের তীব্র নিন্দা জানাই , আমরা এ ব্যাপারে প্রয়োজনিয় আইনগত ব্যবস্থা গ্রহন করবো . B-) B-) ...............।




০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৫:০২

জিসান শা ইকরাম বলেছেন:
আমারে কইসে অসত চক্রটির গডফাদার জিশান শা ইকরাম :(( :(( :(( :((

১৬৩| ০২ রা জুলাই, ২০১১ রাত ১০:২৪

আধাঁরি অপ্সরা বলেছেন: আরিফুর রহমান মাহি ভাই দেখি হাটে হাড়ি না একেবারে কলসি ভেঙ্গে দিলেন!!! =p~ =p~ =p~ =p~

মামা একি হল? :-/
কোন পাত্রীই তো পাওয়া গেল না।!!তাহলে কি এরা চির কুমার থাকবে?? :|| :|| :||


যাক!!এ যাত্রায় বেঁচে গেল মনে মনে এই সান্ত্বনা নিয়ে সিন্নি খাওয়ান! :> :-<

০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৫:০৪

জিসান শা ইকরাম বলেছেন:
মামা দুইজন কন্যা পাওয়া গিয়েছে :) :)

১৬৪| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:০৪

ত্রিনিত্রি বলেছেন: ফাইরুজ আ্পু, ধরার জন্য আসতেছিলাম, এখন এখন আমাকেই ধরতে হবে। কারন আমি এ হা হা প গে!!!
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

@মাহী ভাই -- ১০০১টা পিলাচ! :D :D

০৫ ই জুলাই, ২০১১ রাত ৯:২০

জিসান শা ইকরাম বলেছেন:
মাহির মন্তব্য অসাধারন হয়েছে :)

১৬৫| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:২৫

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: আমার নাম মোঃ আরিফ রায়হান মাহি

০৫ ই জুলাই, ২০১১ রাত ৯:৩৩

জিসান শা ইকরাম বলেছেন:
চরি ভুল কইর‌্যা শুধু মাহি বলে ডেকচি :( :(
মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: আমার নাম মোঃ আরিফ রায়হান মাহি

১৬৬| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:৩২

লাবণ্য ও মেঘমালা বলেছেন: =p~ =p~ =p~ =p~
১৫৮ নং কমেন্ট টা পড়ে পুরাই হাহাপগে

০৫ ই জুলাই, ২০১১ রাত ৯:৪৪

জিসান শা ইকরাম বলেছেন:
আমিও :)

১৬৭| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১:১৪

বাল্যবন্ধু বলেছেন: কি অবস্থারে বাবা, পুরাই তাজ্জব হইয়া গেছি। এতো কমেন্ট। এতো আলোচনা। কিন্তু কামের কামতো কিছুই হইলো না। পাত্রীরতো কোনো দেখা পাইলাম না। আংকেল যলদি ব্যবস্থা গ্রহন করেন। :!>

আর মাহি তোরে খাইছি।একবার হাতের কাছে পাইয়া লই। X(

০৫ ই জুলাই, ২০১১ রাত ১০:০১

জিসান শা ইকরাম বলেছেন:
২ জন পাত্রীর সাথে ইতমধ্যে যোগাযোগ করা গিয়েছে :) এখন তোমারটা প্রকাশের অপেক্ষায় :) তাহলে তিনজন হয় ;)

১৬৮| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১:৩২

রাষ্ট্রপ্রধান বলেছেন: অবিবাহিত মোঃ আরিফ রায়হান মাহি

B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০৫ ই জুলাই, ২০১১ রাত ১০:০৭

জিসান শা ইকরাম বলেছেন:
হুম, সম্পুর্ন নামে ডাকবা :)

১৬৯| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১:৩৮

রাষ্ট্রপ্রধান বলেছেন: এদিকে এ গ্রেপ্তারে আতঙ্কিত হয়ে লক্ষী মায়ের দুষ্ট ছেলে রেজোয়ান ওরফে বাল্যবন্ধু ঘর ছেড়ে পালিয়েছে।



=p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই জুলাই, ২০১১ রাত ১০:৩৮

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা :)

১৭০| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১:৩৯

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: আর তো মাত্র কয়টা বছর, তারপরেই আমি আমার বেলা কে নিয়ে সুখের ঘর বাধব, নিন্দুকেরা যাই বলুক। আমি আমার বেলার জন্য এ কয়টা বছর অপেক্ষা করবই।

;)

০৫ ই জুলাই, ২০১১ রাত ১০:৪৪

জিসান শা ইকরাম বলেছেন:
এই কটা বছর কোন ব্যাপারই না ;)

১৭১| ০৩ রা জুলাই, ২০১১ সকাল ৮:০১

ইসরা০০৭ বলেছেন: অনেক মজা পেলাম লেখাটা পড়ে =p~ =p~ B-) B-)

ভালো থেকো বড়।

০৫ ই জুলাই, ২০১১ রাত ১১:০৬

জিসান শা ইকরাম বলেছেন:
ধন্যবাদ পড়ার জন্য :)

১৭২| ০৩ রা জুলাই, ২০১১ দুপুর ১২:৪৩

মাহবু১৫৪ বলেছেন: @ @ মোঃ আরিফ রায়হান মাহি, যা লিখলেন তা পড়ে হাসতে হাসতে পুরাই কাইত =p~ =p~ =p~ =p~ =p~


তয় আপনার নামে মামলা করা হবে এমন খবর কইলে। ১৫৪ ধারা মোতাবেক মাহবুব ভাই সেই মামলা দেখাশোনা করবেন। ;) ;) ;) ;)


অদিকে জিশান ভাই কই গেল?? আমাদের বিয়ের মাঠে নামিয়ে দিয়ে উনি কই গেলেন??? :( :( :(

০৬ ই জুলাই, ২০১১ সকাল ৮:১২

জিসান শা ইকরাম বলেছেন:
আমি ছিলাম না। তাতে আড্ডার তো কোন ছন্দপতন হয় নি :)

১৭৩| ০৩ রা জুলাই, ২০১১ বিকাল ৩:৪৭

চর্যা পদ বলেছেন: @মাহবুব ভাই
জিসান ভাই অসুস্হ্য। গতকাল থেকে উনার প্রচন্ড জ্বর,তাই উনি ব্লগে আসতে পারছেন না ।

০৬ ই জুলাই, ২০১১ সকাল ৮:৩৯

জিসান শা ইকরাম বলেছেন:
এখন জ্বর নাই :)

১৭৪| ০৩ রা জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০০

শোশমিতা বলেছেন: হাহাহা, অনেক মজার পোস্ট
খুবই ভাল কাজ হাতে নিয়েছেন ভাইয়া
অনেক দিন বিয়ের দাওয়াত খাওয়া হয়নি, এখন এক সাথে অনেক গুল বিয়ে খাওয়ার আশা পাইলাম :)
সবার জন্য শুভ কামনা!

ভাইয়া কেমন আছেন?

০৬ ই জুলাই, ২০১১ সকাল ৯:০০

জিসান শা ইকরাম বলেছেন:
বিয়ের দাওয়াত অবশ্যই পাবে :)
ভালো আছি।ভালো থেকো সবাইকে নিয়ে।

১৭৫| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১০:০১

মাহবু১৫৪ বলেছেন: @চর্যা পদ, তাই নাকি? আমি আপনার কাছ থেকেই শুনলাম এখন।


উনি তারাতারি সুস্থ হয়ে উঠুক তাই দোয়াই করি।

০৬ ই জুলাই, ২০১১ সকাল ১০:১২

জিসান শা ইকরাম বলেছেন: হুম এখন কিছুটা ভালো :)

১৭৬| ০৪ ঠা জুলাই, ২০১১ দুপুর ১২:০৭

পাহাড়ের কান্না বলেছেন: গত দুই বছর বিয়া বিয়া কইরা কান ঝালাপালা করলাম তার এই ফল??
তোরা যে যা বলিস ভাই, আমার জোড়া মিলাতে চাই
আমি বিয়া করতাম চাই, আমার কুনো লইজ্জা নাই
বউ ছাড়া আরো ত্রিশ বছর পাড়ি দিব রে।
বিয়ে করবোনা ! করবোনা বিয়ে।।
আয় আয় চাঁদ মামা বউ দিয়ে যা
অবশেষে পাহাড়ের কান্নার শুভ বিবাহের দিন ধার্য
প্রেমিকা চাই
আজ পাহাড়ের কান্নার গাঁয়ে হলুদ
প্রিয়াংকা চোপড়া, সবিনয় নিবেদন এইযে......

আমার এত দিনকার এই আকুতি গুলা কি ফাও?? আমার নাম লিস্টে নাই কেন? আমি ভাঙ্গা প্রেসে সাংবাদিক সম্মেলন ডাকুম X(

০৬ ই জুলাই, ২০১১ সকাল ১০:৪৩

জিসান শা ইকরাম বলেছেন:
তোমার আকুতি ফাও হবে কেন ? তোমার জন্য মেয়ে দিখিনাই আমি ? ফটোকও দিছি তোমার পোষ্টে। ইতিহাস সাক্ষি দিবে তার।



আসলে কেন জানি তুমি/আমি দুজনেই দুজনার ব্লগে অনিয়মিত হয়ে পরি।
এজন্য এমনটা হয়েছে হয়ত।

১৭৭| ০৪ ঠা জুলাই, ২০১১ দুপুর ১২:৩১

শুভ্রতা বলেছেন: পাহাড়ের কান্নার নামটা লিষ্টে কেন আসলো না বুঝলাম না। ছেলেটা কত আগ থেকেই বিয়ে বিয়ে করছে।প্রিয়াংকা চোপড়া, সবিনয় নিবেদন এইযে......এই পোষ্টে তো দেখলাম আপনি অনেক মন্তব্যও করেছেন।
পাকার সাংবাদিক সম্নেলন করার দাবীর সাথে একমত আমি :)

০৬ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৯

জিসান শা ইকরাম বলেছেন:
পাকার ঐ পোষ্টে আমি পাত্রীর ছবিও দিয়েছিলাম :)

১৭৮| ০৪ ঠা জুলাই, ২০১১ দুপুর ১:০১

ফাইরুজ বলেছেন: পাকার নাম এই লিস্টে দেখতে চাইই।এক দফা এক দাবি,পাকার নাম দিতে হবি।:D

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:১১

জিসান শা ইকরাম বলেছেন:
ঠিকাছে। একদফা যখন, তখন মানতেই হবে :)

১৭৯| ০৪ ঠা জুলাই, ২০১১ দুপুর ১:০৮

রাষ্ট্রপ্রধান বলেছেন: আনকুলের সুস্হতা কামনা করি

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:১২

জিসান শা ইকরাম বলেছেন:
তোমার আনকুল এখন সুস্হ :)

১৮০| ০৪ ঠা জুলাই, ২০১১ দুপুর ১:৪২

নষ্ট কবি বলেছেন: @মোঃ আরিফ রহমান মাহির কমেন্ট পড়ে হাসতে হাসতে পরে গেলাম। ওরে কে আছিস ধর আমারে।:D

@নাহোল- আমার কাছে প্রচুর মেয়ের নাম্বার আছে- তয় কাঊরেই ভালা লাগেনা
কি আর করা বাইছা বাইছা চাইরজনরে বিয়া করন লাগবো

আর কবিতা লেখলে এ রকম বোউ এর অভাব হয়না,

;) ;) ;) ;) ;)

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:১৪

জিসান শা ইকরাম বলেছেন:
কন্যাদের এই ভাবে মুল্যায়ন ? দারাও, একটা পোষ্ট দিব তোমার ৪ বিয়া নিয়ে ;)

১৮১| ০৪ ঠা জুলাই, ২০১১ বিকাল ৩:১২

রেজোওয়ানা বলেছেন: @মোঃ আরিফ রহমান মাহির মন্তব্য ভায়বহ হয়েছে =p~ =p~

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:১৫

জিসান শা ইকরাম বলেছেন:
:) :)

১৮২| ০৪ ঠা জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৯

রাষ্ট্রপ্রধান বলেছেন: পাইয়া গেছি আনকুল :!> :!> :#> :#>

ধইন্যা আফনারে , আফনার জর ভালা হউক

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:১৬

জিসান শা ইকরাম বলেছেন:
দুয়া করি :) :)

১৮৩| ০৪ ঠা জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

শুভ্রতা বলেছেন: এই পোষ্টের একজন পা্ত্র ,কন্যা পেয়ে গেল ? @ রাষ্টপ্রধান ভাই, মিষ্টি যেন পাই :)

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:১৭

জিসান শা ইকরাম বলেছেন:
আনকুলে মিষ্টি খাওয়াবে , চিন্তাইয়ো না :)

১৮৪| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১০:১৮

পুরাই কার্টুন বলেছেন: কার্টুন ভয় পায়... :||

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:২৩

জিসান শা ইকরাম বলেছেন:
কার্টুনের ভয়ের কিছুই নাই ......... :)

১৮৫| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১১:৫৯

মাহবু১৫৪ বলেছেন: @ রাষ্ট্রপ্রধান, কই ?? কে সে?? আমরা দেখতে চাই। এক দফা এক দাবী।

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:২৩

জিসান শা ইকরাম বলেছেন:
:) :)

১৮৬| ০৫ ই জুলাই, ২০১১ রাত ৩:১৪

রাষ্ট্রপ্রধান বলেছেন: শুভ্রতা :-B :-B :-B :-B মিষ্টি লবন মরিচ ঝাল হইবো দোআ রাইখেন

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:২৪

জিসান শা ইকরাম বলেছেন:
:)

১৮৭| ০৫ ই জুলাই, ২০১১ ভোর ৬:৫১

জিসান শা ইকরাম বলেছেন:
কন্যা খোজার ছলে হালকা আড্ডা দেয়ার জন্য এই পোষ্ট দিলাম।
কিন্তু বেরসিক ভাইরাস জ্বর আমাকে আড্ডা দিতে দিল না।
অবস্য আমি না থাকাতে আড্ডার কোন ছন্দপতন হয়নি
:)

আসতেছি একটু পরে আবার
:)

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:৩৪

জিসান শা ইকরাম বলেছেন:
সামুতে টাইম কমাও :)

১৮৮| ০৫ ই জুলাই, ২০১১ সকাল ৭:৫৩

সাকিন উল আলম ইভান বলেছেন: চাচ্চু তোমার কাল লিস্ট চেক ,কর ,কয়বার তোমার খবর নেবার জন্য ফোন ক্রেছি গতকাল ???

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:২৫

জিসান শা ইকরাম বলেছেন:
করেছি চাচ্চু। অনেক বার কল দিয়েছিলা তুমি :)

১৮৯| ০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৩:১১

রাষ্ট্রপ্রধান বলেছেন: মাহবু১৫৪ রেব দিয়া দৌড়ানি দিমু B-)) B-)) B-)) B-))

No এক দফা এক দাবী। :-B :-B :-B B-) B-) B-)



=p~

সকলের দোআ প্রার্থী

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:২৬

জিসান শা ইকরাম বলেছেন:
আনকুলকে দোয়া করো সবাই :)

১৯০| ০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৫:১৫

শিমন বলেছেন: খেক খেক পুরাই কোপা পোস্ট!!!

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:২৬

জিসান শা ইকরাম বলেছেন:
কোপা পোষ্ট :) :)

১৯১| ০৫ ই জুলাই, ২০১১ রাত ১০:০৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমার কিছু হলো না :(( :((

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:২৭

জিসান শা ইকরাম বলেছেন:
সবুরে মেওয়া ফলে :)

১৯২| ০৫ ই জুলাই, ২০১১ রাত ১১:০৩

ত্রিনিত্রি বলেছেন: শুনলাম আড়াই জনের ব্যবস্থা হইছে??? কই কই পাত্রীর নাম কই? :) :) আমি দাওয়াত নিতে আইসা পড়লাম। :) :)

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:২৮

জিসান শা ইকরাম বলেছেন:
হুম। দজন ফুল, একজনে চিন্তা করছে :)
নাম বলা নিষেদ :)

১৯৩| ০৬ ই জুলাই, ২০১১ রাত ১:৫২

রাষ্ট্রপ্রধান বলেছেন: B-))

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:২৮

জিসান শা ইকরাম বলেছেন:
:)

১৯৪| ০৬ ই জুলাই, ২০১১ ভোর ৫:৩৯

সুপান্থ সুরাহী বলেছেন:
বিয়া কি খাওন যাইব...?

এক আধটা...

আমি তো দাঁতে শান দিতাছি... =p~ =p~

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:২৯

জিসান শা ইকরাম বলেছেন:
হুম খাওন যাইব :)
আরো শান দিতে থাকো :)

১৯৫| ০৬ ই জুলাই, ২০১১ সকাল ৮:৪৮

সুপান্থ সুরাহী বলেছেন:
আংকেল বিয়াতে যে ফাস্টু হবে তার জন্যি অগ্রিম গিফট...

পুরাই বাংলাদেশী...


০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:৩০

জিসান শা ইকরাম বলেছেন:
এতো অসাধারন এক গিফট :)
দুজনার জন্য একজোরা নাকি ?

১৯৬| ০৬ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৪

আমি রাইন বলেছেন: এত দিনে একজন ও পাওয়া গেলনা????

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:৩১

জিসান শা ইকরাম বলেছেন:
পাওয়া গিয়েছে তো :)

১৯৭| ০৬ ই জুলাই, ২০১১ সকাল ১১:২৮

সাকিন উল আলম ইভান বলেছেন: মাহী ফাটাইয়া দিসো .........:P:P:P

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:৩১

জিসান শা ইকরাম বলেছেন:
:) :)

১৯৮| ০৬ ই জুলাই, ২০১১ দুপুর ২:৫৭

anisa বলেছেন: জেশান ভাই পরলাম খুব ভালো লাগলো
আপনি দেখি একটা মহত কাজ করছেন তবে দেখেন আবার সমস্যায় পরেন কিনা
দিন কাল ভালো না তো................
সামু র এই মেলায় আপনাদের সকল কে দেখে ভালো লাগলো খুব
এমনি হাসি আনন্দে ভরে উঠুক দিন গুলো
বিয়ের দাওয়াত তা কিন্তূ দেবেন অনেক দিন বিয়ে খাইনা তো
ভালো থাকবেন
দুপুরের শুভেচ্ছা

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:৩২

জিসান শা ইকরাম বলেছেন:
বিয়ের দাওয়াত অবশ্যই পাবেন :)
দোয়া করবেন, এদের সবার জন্য।

১৯৯| ০৬ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কি, সবাই বউ পাইছে??? :P :P :#) :#) :#)

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:৩৩

জিসান শা ইকরাম বলেছেন:
সবাই পায়নাই, তবে পাইবে ........... :)

২০০| ০৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৮

রাষ্ট্রপ্রধান বলেছেন: B-))

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৮:০৭

জিসান শা ইকরাম বলেছেন:
কি ? :)

২০১| ০৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

রোবট ভিশন বলেছেন: সবারতো বিয়া হয়েই গেলো, আমিতো আসতে লেট মারছি, না হইলে আমিও একখান আর্জি দিয়া যাইতাম...

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৮:০৯

জিসান শা ইকরাম বলেছেন:
আসতে লেইটে কোন সমস্যা নাই। জানিনাতো কিছুই।
জানলেতো রোবটরেও জামাই বানিয়ে বসায় দিতাম :)

২০২| ০৭ ই জুলাই, ২০১১ রাত ১:৪৩

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন:
বোরহানী দিয়ে খাওয়াটা বিসমিল্লাহ বলে শুরু করেন।

ভাপ ওঠা বাসমতি চালের পোলাও আর গরু মানে বিরিয়ানি দিয়ে মূল খাওয়ায় প্রবেশ করুন


সাথে রুই মাছ ভাজা আর বেগুন ভাজা



চিকেন সালাদ, ফ্রাই আর কারি দিয়ে আরো তৃপ্তি বাড়িয়ে নিন


সবশেষে জর্দা আর কেক খেয়ে প্রস্থান করুন আর নব দম্পতি কে দোয়া করে যান আর আনীত উপঢৌকনগুলো আমার ঠিকানায় পাঠিয়ে দেন।

:)

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৮:৩২

জিসান শা ইকরাম বলেছেন:
এত্ত খাওয়া দাওয়া ?
উপঢৌকন সব তোমার :)

২০৩| ০৭ ই জুলাই, ২০১১ রাত ১:৫৯

গুরুজী বলেছেন: X( X( X( :!> :!> :!> :!> :#> :#> :#>

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৯:০০

জিসান শা ইকরাম বলেছেন:
রাগ কেন ? :)

২০৪| ০৭ ই জুলাই, ২০১১ রাত ৩:৩৩

অচেনা রাজ্যের রাজা বলেছেন: বিয়া শাদি কি শেষ ? :-B :-B :-B আমার খানি কই গেলো ??

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৯:০১

জিসান শা ইকরাম বলেছেন:
না শেষ না। আয়োজন চলছে কেবল :)

২০৫| ০৭ ই জুলাই, ২০১১ ভোর ৫:০০

রাষ্ট্রপ্রধান বলেছেন: বাচাঁন :(( :(( :(( :(( :((

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৯:০১

জিসান শা ইকরাম বলেছেন:
কি হইছে ?

২০৬| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:৩৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমি খেলুম না :((

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৯:০১

জিসান শা ইকরাম বলেছেন:
কেনু ?

২০৭| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ৭:৪৯

সোনাবালি'র আপন ভুবন বলেছেন: আরে!! এখানে তো দেখি বিয়া-সাদীর বাজার বসেছে !!!:D
বিরিয়ানী, রোষ্ট, কাবাব, বোরহানী ------------- গন্ধ পাচ্ছি !!!! =p~
খাওয়া দাওয়া শুরু কখন???
আমরা দাওয়াত কবুল করে ফেলেছি কিন্তু!! :P

০৭ ই জুলাই, ২০১১ সকাল ৯:০৩

জিসান শা ইকরাম বলেছেন:
খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি।
শুরু হলেই জানাবো:)

২০৮| ০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৩:০৩

অচেনা রাজ্যের রাজা বলেছেন: ওহহহ তাইলে ঠিক আছে.... আমার ভাগের খানি পাওয়া যাইবো...!

রোষ্ট কিন্তু আমার ফেবারিট.... ৩-৪ টা না খাইলে পেতে হজম লয় না....! B-) B-)

০৭ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩২

জিসান শা ইকরাম বলেছেন:
খাওয়া দাওয়া আনলিমিটেড। যত খুসি তত :)

২০৯| ০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৪৫

বাল্যবন্ধু বলেছেন: এতো খাবারে ছবি দেইখা খিদা লাইগা গেল রে..... :P :P :P

০৭ ই জুলাই, ২০১১ রাত ৮:২৩

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা , খেয়ে নাও কিছু :)

২১০| ০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০১

আর.এইচ.সুমন বলেছেন: ওরে ওরে কত কিছু ঘইটা গ্যাছে ,,,, !!!!!

আমি লেট কইরা ফালাইছি অনুষ্ঠানে ,,,,,

জিসান ভাই পাত্রীর সংখ্যা যদি জন প্রতি বেশি হয়ে যায় তবে সেখানে থেকে সুপাত্রী বেছে নিতে আমি নিস্বার্থ ভাবে উপরোক্ত পাত্রদের সাহায্য করতে রাজী আছি :!> :!> B-) B-) B-)

০৭ ই জুলাই, ২০১১ রাত ৮:২৫

জিসান শা ইকরাম বলেছেন:
নারে ভাই , পাত্রীর সংকট চলছে খুব :(

২১১| ০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০৩

আকাশের তারাগুলি বলেছেন:
অনেকদিন পরে খোঁজ নিতে আসলাম, আসলে যেই লাউ সেই কদু।
বিশাল আয়োজন কিন্তু বর বধু সিলেকশন হয় নাই। এতো ইনডিসিশনে ভুগছে।

নাকি ঘটকালীর দোষ বুঝতেছিনা।

:) :) :) :) :) :(

০৭ ই জুলাই, ২০১১ রাত ৮:৪৬

জিসান শা ইকরাম বলেছেন:
তিনজনের তো হয়েছে :) নাম বলা যাবে না :)

মন্তব্য মজা পাইলাম খুব।

২১২| ০৭ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২০

শায়মা বলেছেন: ভাইয়া ঘটক পাখীভাইতো তোমাকে পেলে খবর করে দেবে ভাইয়া। :P

০৭ ই জুলাই, ২০১১ রাত ৮:৪৯

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , ভালো বলেছো :)
সামু অনেক ভালো, এখানে বিনা টাকায় বিজ্ঞাপন দিলাম :)

২১৩| ০৭ ই জুলাই, ২০১১ রাত ৮:৫৪

ত্রিনিত্রি বলেছেন: কি ব্যাপার? খানি দানি তো আনলো আরিফ রায়হান মাহি ভাই (এইবার নাম ঠিক করে বলছি না? :P )। লিস্টে নাম না থাকা সত্বেও উনার পাত্রিই কি সবার আগে পাওয়া গেলো নাকি? /:) /:) /:)

নাম জানার দরকার নাই, খানি দানি পাইলেই হইলো! B-)) B-))

০৭ ই জুলাই, ২০১১ রাত ৯:৩২

জিসান শা ইকরাম বলেছেন:
মো: শব্দটা বাদ পরেছে X(( নামটা পর্যন্ত মুখস্থ করতে পারলে না, ডাক্তারী পাশ করলা কেমনে ?? :) :)

খাওয়া দাওয়া পইবা :)

২১৪| ০৭ ই জুলাই, ২০১১ রাত ৯:১৩

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: সাব্বাশ ত্রিনিত্রি। তুমি পেরেছ। কংরাচুলেশন।

০৭ ই জুলাই, ২০১১ রাত ৯:৩৩

জিসান শা ইকরাম বলেছেন:
:)

২১৫| ০৭ ই জুলাই, ২০১১ রাত ১১:২৯

আধাঁরি অপ্সরা বলেছেন: কইন্যা দ্বয়ের নাম কি? কোন পাত্র? :-B :-B

০৮ ই জুলাই, ২০১১ সকাল ৮:৪১

জিসান শা ইকরাম বলেছেন:
কইন্যা দ্বয়ের নাম বলা যাইব না। পাত্র একজন তো নিজেই বলেছে :) দেখ।

২১৬| ০৮ ই জুলাই, ২০১১ রাত ২:০৮

সুপান্থ সুরাহী বলেছেন:
আঙেকল অসাধারণ জিনিস তো ...
দুই জোড়াই তৈরী হইছিল বাট...একজোড়ার প্রতি লোভ কইরা ফেল্ল...বৃটেনের রাজ পরিবার ...
আমি আর পারলামনা ডলার এর কাছে...

এই একজোড়ার জন্যও বাংলার বল্লম দেখাইতে হইছে :D :D
তো দুইজনের মনের মিল থাকলে ...তো সমইস্যা হওনের কথা না ...

দুই দেহ এক প্রাণ বইলা কথা...

পালাক্রেমও ব্যবহার করার যাইতে পারে... =p~

০৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:৪৭

জিসান শা ইকরাম বলেছেন:
:) :)

২১৭| ০৮ ই জুলাই, ২০১১ রাত ২:৫৮

পাহাড়ের কান্না বলেছেন: মাঝে আমি ব্লগেই অনিয়মিত ছিলাম। অল্প কিছু সময়ের জন্য বসতাম। তাই লগিন করতাম না। তাই বলে আমারে এইভাবে ভুইল্লা যাইবেন?? হায়রে কেউ আমারে মনে রাখলোনা আফসুস :||

০৮ ই জুলাই, ২০১১ সকাল ১১:৪৮

জিসান শা ইকরাম বলেছেন:
পাকারে আমি ভুলি নাই
পাকায় আমাকে ভুলেছে ;)

২১৮| ০৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:৪৯

আকাশের তারাগুলি বলেছেন: তিন জনের হইলেতো পুরো কৃতিত্বই ঘটকের দেখছি।

পাত্র পাত্রীর কোন কৃতিত্ব নাই।

কিন্ত জাতি অধীর আগ্রহে জানতে চায় কারা সেই হতভাগা।

০৮ ই জুলাই, ২০১১ সকাল ১১:৫৫

জিসান শা ইকরাম বলেছেন:
আমার কোনই কৃতিত্ব নেই। সব ওদের কৃতিত্ব :)
বলা উচিত হবে না :)

২১৯| ০৮ ই জুলাই, ২০১১ সকাল ১০:০২

হানী বলেছেন: মামা.................একজন খালি খাওয়াইল....আর দুইজনের কই ? এরকম ফাঁকিবাজ হইলে তো চলব না ! বিয়া করে আবার খাওয়ায় না !

০৮ ই জুলাই, ২০১১ দুপুর ১২:০৮

জিসান শা ইকরাম বলেছেন:
বাকি দুজন লজ্জা পাইতাছে মামা :)

২২০| ০৮ ই জুলাই, ২০১১ সকাল ১০:৫৬

এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন:
আকাশের তারাগুলি বলেছেন: তিন জনের হইলেতো পুরো কৃতিত্বই ঘটকের দেখছি।

পাত্র পাত্রীর কোন কৃতিত্ব নাই।

কিন্ত জাতি অধীর আগ্রহে জানতে চায় কারা সেই হতভাগা।

=== সদ্য শহীদ হওয়া মরহুমদের পরিচয় জান্তে চাই ==

০৮ ই জুলাই, ২০১১ দুপুর ১২:১১

জিসান শা ইকরাম বলেছেন:
সদ্য শহীদ হওয়া মরহুম ? =p~ =p~ =p~ =p~ আপনার মন্তব্যে হাসতে হাসতে শেষ আমি :)
সবার পরিচয় প্রকাশে কিন্চিত অসুবিধা আছে :)

২২১| ০৮ ই জুলাই, ২০১১ দুপুর ১:১৭

আকাশের তারাগুলি বলেছেন: যারা ঘটিয়ে ফেলেছেন তারা জানান দেয় না কেন, সাহসীরাই বিবাহ করে।

০৮ ই জুলাই, ২০১১ দুপুর ১:২৩

জিসান শা ইকরাম বলেছেন:
ঘটেনাই। ঘটার অপেক্ষায় :)

২২২| ০৮ ই জুলাই, ২০১১ দুপুর ২:২৫

কাউসার রুশো বলেছেন: চলচ্চিত্র-বিষয়ক ই-বুকের পর এবার বর্ষার ই-বুক ‌' বৃষ্টির দিনে '

০৮ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪১

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা হা হ , রুশোর প্রপি দেখে হাসতে হাসতে শেষ আমি :)

২২৩| ০৮ ই জুলাই, ২০১১ দুপুর ২:৪৩

মাহবু১৫৪ বলেছেন: পর সমাচার এই যে

আমি এখন ও কোন পাত্রীর দেখা পাই নাই। এভাবে চলিতে থাকিলে শেষে দেখা যাইবে দেশে পাত্রী সংকট বিরাজ করিতেছে। এ অবস্থায় কি করনীয় তা ঠিক করার জন্য জিশান ভাই এর সাথে বসা লাগবে। :) :) :) :)

০৮ ই জুলাই, ২০১১ রাত ৮:৫৩

জিসান শা ইকরাম বলেছেন:
আচ্ছা বসবো তোমার সাথে :)

২২৪| ০৮ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০৪

ফাইরুজ বলেছেন: জিসান ভাই, ফেইসবুকে আপনার ওয়ালে দেখলাম,এক কন্যা লিখেছে যে, আপনি শুধু অবিবাহিত ছেলেদের হয়ে পোষ্ট দিয়েছেন। এতে সামুর অবিবাহিত মেয়েরা আপনার উপর ক্ষেপে যেতে পারে :) তাই যদি হয়,তবে তা আপনার জন্য খুব বিপদের কারন হবে :) :)

০৮ ই জুলাই, ২০১১ রাত ৮:৫৬

জিসান শা ইকরাম বলেছেন:
জি, খুবই চিন্তার বিষয়। কিন্তু সমস্যা হলো, সামুর এমন কন্যাদের তো আমি জানিই না :)

২২৫| ০৮ ই জুলাই, ২০১১ বিকাল ৪:২২

এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন:







মন্দের ভালো এইযে এখন বেঁচে আছি। ;) ;) ;)


যতদিন বাঁচি জ্যান্ত থাকতে চাই, জিন্দা লাশ অইবার পারুম্না। /:) /:) /:) /:) :P :P :P

০৮ ই জুলাই, ২০১১ রাত ৮:৫৮

জিসান শা ইকরাম বলেছেন:
তাই ? কই আমি তো নিজকে জিন্দা লাশ ভাবিনা :) :)

২২৬| ০৮ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০০

জসিম বলেছেন:

ফাইরুজ বলেছেন: জিসান ভাই, ফেইসবুকে আপনার ওয়ালে দেখলাম,এক কন্যা লিখেছে যে, আপনি শুধু অবিবাহিত ছেলেদের হয়ে পোষ্ট দিয়েছেন। এতে সামুর অবিবাহিত মেয়েরা আপনার উপর ক্ষেপে যেতে পারে :) তাই যদি হয়,তবে তা আপনার জন্য খুব বিপদের কারন হবে!!!

০৮ ই জুলাই, ২০১১ রাত ৯:০১

জিসান শা ইকরাম বলেছেন:
আমার ফেইসবুকের ওয়াল পোষ্ট :
uncle, apner post porlam... oshadharon... uncle sodhu cheleder nia likhle to bloge joto unmarried meye ache tara apner opar khepbe.. tader kothao lekhben next poste asa rakhi.. keep rocking...
=p~ =p~ =p~

২২৭| ০৮ ই জুলাই, ২০১১ রাত ৯:০৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :( :((

০৮ ই জুলাই, ২০১১ রাত ১০:৪২

জিসান শা ইকরাম বলেছেন:
কান্না কাটির কি হইল ? :( :(

২২৮| ০৯ ই জুলাই, ২০১১ দুপুর ১:৩৮

গুরুজী বলেছেন: বিয়া কম্মু!

০৯ ই জুলাই, ২০১১ রাত ৯:১৪

জিসান শা ইকরাম বলেছেন:
একজনে ভাংগানি দিতাছে :(

২২৯| ০৯ ই জুলাই, ২০১১ দুপুর ২:৪৫

এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন:
লেখক বলেছেন:
তাই ? কই আমি তো নিজকে জিন্দা লাশ ভাবিনা :) :)



ভাই, আফনেতো ভুইল্যাই গেছেন বাইচা আছেন নাকি ইন্নালিল্লাহ...... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৯ ই জুলাই, ২০১১ রাত ৯:২০

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , ঠিক বলেছেন। গত বছর আমার ছেলেদের জন্ম নিবন্দন সনদে, ওদের পিতার নাম লিখা ছিল , মরহুম............ :)
পোষ্ট ও আছে আমার :)

২৩০| ০৯ ই জুলাই, ২০১১ বিকাল ৪:২৯

নীলাঞ্জনানীলা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~কন্যা পেয়েছ নানা ? বিয়ের খাবার খেতে চাই। দাওয়াত যেন পাই :)

০৯ ই জুলাই, ২০১১ রাত ৯:২২

জিসান শা ইকরাম বলেছেন:
পেয়েছি তিন জন :) দাওয়াত দেয়া হবে :)

জামাইর সাথে আজ এক ঘন্টা কথা হলো। তুই ঘুমিয়ে ছিলি X(( X((

২৩১| ০৯ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০১

আহাদিল বলেছেন: জিসান দা, পরী (পড়ী ভুল) বানানটা ঠিক করো! এত সুন্দর একটা শব্দের এই বানান দেখলে পরীরা সব পালাবে আর কুংফু ভাইয়ের কপাল পুড়বে!!

০৯ ই জুলাই, ২০১১ রাত ৯:২৭

জিসান শা ইকরাম বলেছেন:
ঠিক করেছি স্যার। আমি খুব বাধ্যগত ছাত্র :)

এবার আর পরীরা পালাবে না।

২৩২| ০৯ ই জুলাই, ২০১১ রাত ৯:৪২

টুকিঝা বলেছেন: ব্যাপক মজা। :P

০৯ ই জুলাই, ২০১১ রাত ১০:০৯

জিসান শা ইকরাম বলেছেন:
তাই ?

২৩৩| ১০ ই জুলাই, ২০১১ রাত ১২:৩৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জটিল জিনিষ । মজার জিনিষ। কমেন্ট দেয়ার লাইগা আঙ্গুল ব্যাথা। কই দিমু। বাটন চাইপতে চাইপতে আঙ্গুল ব্যাথা!

১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:১০

জিসান শা ইকরাম বলেছেন:
আমি অত্যন্ত স্যরি :( আঙ্গুল ব্যাথা হয়ে যাবার জন্য ।

এরপর থেকে প্রথম দিকেই মন্তব্য করবেন না হয় :)

২৩৪| ১০ ই জুলাই, ২০১১ রাত ১২:৩৭

লাবণ্য ও মেঘমালা বলেছেন: কার কার পাত্র পাত্রী ঠিক হলো ??? জানতে চাই, জানতে চাই
সামু তে দেখি বিয়ের ধুম পরেছে :-B :-B

১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২০

জিসান শা ইকরাম বলেছেন:
জানানো নিষেধ আছে :)
চুড়ান্ত হবার পরে জানাবো :)

২৩৫| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:৪২

টুকিঝা বলেছেন: হুম তাই। :)

১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২০

জিসান শা ইকরাম বলেছেন:
:)

২৩৬| ১০ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৪০

দূর্যোধন বলেছেন: বিয়া কইরা কি হৈবো :/ :/

১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৪

জিসান শা ইকরাম বলেছেন:
ইহা তো এক আধ্যাত্বিক প্রশ হইয়া গেলু :) :)

ভালো লাগছে অনেক দিন পর, দূর্যোধন কে দেখে :)

২৩৭| ১০ ই জুলাই, ২০১১ রাত ৯:২৮

রাষ্ট্রপ্রধান বলেছেন: :-B B-)) 8-| 8-|

১১ ই জুলাই, ২০১১ দুপুর ২:১০

জিসান শা ইকরাম বলেছেন:
:-B :) =p~

২৩৮| ১১ ই জুলাই, ২০১১ সকাল ১০:৫৩

রাজর্ষি....... বলেছেন: আমি নিশ্চিত পাখি ভাইয়ের ঘটক ও আপনি।

ইস আগে জানলে আপনার বন্ধুর বিয়ের দায়িত্ব আপনাকে দিতাম। যাউগ্গা আমি ওর লগে বাত কর্চি হে কইচে তার পোলার জন্যা মাইয়া দেইখা রাখতে...

১১ ই জুলাই, ২০১১ দুপুর ২:৩০

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , ব্যপক মজা পেলাম আপনার মন্তব্যে :)
ঠিকাছে, আপনার বন্ধুকে জানাবেন, আমি রাজী আছি :)

২৩৯| ১১ ই জুলাই, ২০১১ সকাল ১১:২৪

ফারহান আহমেদ বলেছেন: ১০০ ফায়ারফক্স এর পর ফেসবুক এর জন্য ১০০০ ইমো।

ফেসবুক এর জন্য ১০০০ ইমো

১১ ই জুলাই, ২০১১ দুপুর ২:৪৫

জিসান শা ইকরাম বলেছেন:
এত্ত ইমো দিয়ে কি করুম ? সামুতে যে কয়টা আছে, তার সবইতো আমি বুঝিনা :)

২৪০| ১১ ই জুলাই, ২০১১ রাত ৯:৫৪

কালীদাস বলেছেন: এহেম এহেম!! এই টাইপের পুস্টে ঢুকতে লজ্জা লাগে ইদানিং :!> :#> :#>

আছেন কেমন জিশান ভাই? মেলাদিন পর ফিরে আসলাম কিছুদিনের জন্য:)

১১ ই জুলাই, ২০১১ রাত ১১:১৮

জিসান শা ইকরাম বলেছেন:
বুঝি আমি :) এটা কিছুটা আড্ডা পোষ্ট ছিল :)

ভালো আছি মনের দিক থেকে। তবে গত কয়েকদিন থেকে জ্বর।

ভালো লাগছে আপনাকে দেখে। অনেক মিস করেছি :(

২৪১| ১১ ই জুলাই, ২০১১ রাত ১০:০৮

মাহমুদা সোনিয়া বলেছেন: আমি মনে হয় অনেক দেরি করে ফেললাম! ভাগ বণ্টন কি সব হয়ে গেছে? :D :D :D :D পোস্ট টা অনেক মজার এবং হয়তো অনেকের জন্য সত্যিই ভালো কিছু বয়ে আনবে।
ভনিতা না করেই বলি, আমার পরিবার বিয়ের জন্য ছেলে খুঁজছে। দেখা যাক এখানে কিছু হয় নাকি। আমি চট্টগ্রাম থাকি, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ইংরেজি পড়াই। উজ্জ্বল শ্যামলা বর্ণের। উচ্চতা ৫ ফুট ৪ চিঞ্চি। বাবা চাকরী করেন, মা হাওজ ওয়াইফ। বোন নাই,দুই ভাই।
শিক্ষিত, সচ্ছল, সু চরিত্রবান আমার পছন্দ।
নাস্তিক এবং দেশ প্রেমহীন কেও যোগাযোগ করবেন না দয়া করে।
শুভকামনা সবার জন্য।

১১ ই জুলাই, ২০১১ রাত ১১:২০

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা , পোষ্টের একেবারে শেষ পর্যায়ে আসলেন :)
আপনার জন্য সুজোগ্য পাত্রের অভাব হবে না আশা করি।

শুভকামনা আপনার জন্য :)

২৪২| ১১ ই জুলাই, ২০১১ রাত ১১:১২

রাষ্ট্রপ্রধান বলেছেন: :| :|| /:) :-0

১১ ই জুলাই, ২০১১ রাত ১১:২২

জিসান শা ইকরাম বলেছেন:
আংকুল কি হইছে ? :)

২৪৩| ১২ ই জুলাই, ২০১১ সকাল ৯:৪০

শুভ্রতা বলেছেন: ফলাফল কি হলো ? আমরা কি জানতেও পারবো না ? ব্লগার মাহমুদা সোনিয়ার বিষয়টা বিবেচনা করার জন্য আবেদন করছি :)

১২ ই জুলাই, ২০১১ সকাল ১০:১৮

জিসান শা ইকরাম বলেছেন:
ফলাফল জানাবে ব্লগাররা। আমার জানানো কি ঠিক হবে ?
সোনিয়েকে তো ব্লগারগন দেখতে পাচ্ছে :)

২৪৪| ১২ ই জুলাই, ২০১১ দুপুর ১২:২৪

রেজোওয়ানা বলেছেন: আকাশটালালের এইটা কি ছবি দিছেন? এই ছবিতে কি বউ পাওয়া যাবে? X(
আমার ভাই অনেক হ্যান্ডসাম দেখতে, ভাল ছবি দেন একটা :-0

১২ ই জুলাই, ২০১১ রাত ৮:০১

জিসান শা ইকরাম বলেছেন:
তোমার ভাই যে অনেক হ্যান্ডসাম তাতে কোন সন্দেহ নাই।
ছবিটায় তা বুঝা যাচ্ছে আরো ভালো ভাবে :)
ছবিটা তোমার ভাই ই তো পাঠিয়েছে আমার কাছে :)
এখন ভাইকে ধমকাও :)

২৪৫| ১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৩

মাহমুদা সোনিয়া বলেছেন: @ শুভ্রতা _ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফলাফল এখনও শূন্য ! #:-S #:-S #:-S #:-S #:-S

১২ ই জুলাই, ২০১১ রাত ৮:২৮

জিসান শা ইকরাম বলেছেন:
আপনাকে কে বলেছে , ফলাফল শুন্য ? উপরের মন্তব্য দেখেছেন ? :)

২৪৬| ১২ ই জুলাই, ২০১১ রাত ১১:১৮

মাহমুদা সোনিয়া বলেছেন: দেখিছি; আমি নিজের ফলাফলের কথা বললাম। :-< :-< :-< :-< :-< :-<

১৩ ই জুলাই, ২০১১ রাত ৮:০২

জিসান শা ইকরাম বলেছেন:
আহারে :(
আমি দোয়া করছি আপনার জন্য। নিশ্চয়ই কিছু একটা ভালো ফলাফল হবে :)

২৪৭| ১৩ ই জুলাই, ২০১১ রাত ১০:৩৯

রেজওয়ান তানিম বলেছেন: হা হা হা, সবাইকে বলছি, একটা কথা আপনারা খেয়াল করুন,

আপনারা বিয়া করুন, কোন সমস্যা নাই, আপনাগো লাইগা জিসান মামা/ চাচা যথেস্ট চেষ্টা করবো, সবই ঠিক আছে, কিন্তু বিয়া ঠিক হইয়া গেলে অন্তত একখান পোস্ট দিয়া জানাইবেন । গোপনে গিয়া বিয়া কইরা একমাস পড়ে পোস্ট দিলে মাইনাশ ।

আমরা ভার্চুয়াল বন্ধুরা অন্তত একটু শুভেচ্ছা জানাতে চাই । চিনি কি চিনি না, সেটা ব্যাপার না ।

আঙ্কেল ঠিক না ভুল ??

১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৪৫

জিসান শা ইকরাম বলেছেন:
কারো কোন সুখবর হলে আমি জানবো অবশ্যই ।
সামুতে পোষ্ট দিয়ে দাওয়াত দেয়া হবে।
চিন্তাইও না চাচ্চু :)

২৪৮| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১২:২৭

চর্যা পদ বলেছেন: কোন দাওয়াত কেন এখনো পেলাম না।
দাওয়াত যেন অবশ্যই পাই।

১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৫৮

জিসান শা ইকরাম বলেছেন:
আগে সুখবর হোক। দাওয়াত পাবাই :)

২৪৯| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১:০৫

ইষ্টিকুটুম বলেছেন: কার কার বিবাহের তারিখ পরেছে?? আমরা দাওয়াত পাবো না?? 8-| B:-/ B:-/

১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১:১৬

জিসান শা ইকরাম বলেছেন:
এখনো তারিখ পরেনি।
দিন ধার্য্য হলে অবশ্যই পোষ্ট দিয়ে দাওয়াত দেয়া হবে :)
চিন্তা করবেন না :)

২৫০| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১:২১

কাব্য বলেছেন: আম্রা কি বানের জলে ভাইসা গেছিগা /:) X( !!

১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১:৪০

জিসান শা ইকরাম বলেছেন:
আমি কি কাব্যের কথা কিছু জানি নাকি ? :((

২৫১| ১৬ ই জুলাই, ২০১১ সকাল ৯:৪৯

ফাইরুজ বলেছেন: কোন আপডেট হবে এই পোষ্টের ? :) :)

১৬ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৩৭

জিসান শা ইকরাম বলেছেন:
আর একটি পোষ্ট দিয়ে , সবাইকে দাওয়াত দেয়া হবে :)

২৫২| ১৬ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: চাচ্চু কি খবর? :((

১৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২৫

জিসান শা ইকরাম বলেছেন:
এখনো হালকা অসুস্থ চাচ্চু :(

২৫৩| ১৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৬

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: হায় হায়! আমি লেইট খাইলাম। এখন আমার কি হপে গো?

মাহবু১৫৪ রে ব্যাপক পছন্দ হইছে। :!> পোলাসহ জায়গাটাও পছন্দ হইছে। :#>
মামা তার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেন। :D

১৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , মাহাবু১৫৪ এর সাথে ফেবুতে যোগাযোগ করো মামা :)
নাকি আমি বলবো , মাহাবুকে ? :) :)

২৫৪| ১৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কখনো মেঘ, কখনো বৃষ্টি...পরোকিয়া ভালো না... X( X(

১৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪০

জিসান শা ইকরাম বলেছেন:
চাচ্চু কি বলো তুমি ? :( এটা কি সত্যি ? :(

২৫৫| ১৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩১

দূর্ভাষী বলেছেন: এগুলার কপালে পাত্রি নেই

১৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

জিসান শা ইকরাম বলেছেন:
আছে আছে :)

২৫৬| ১৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :!> :#> :!> :#>

১৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪৯

জিসান শা ইকরাম বলেছেন:
:) :)

২৫৭| ১৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

মাহবু১৫৪ বলেছেন: @ কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: হায় হায়! আমি লেইট খাইলাম। এখন আমার কি হপে গো?

মাহবু১৫৪ রে ব্যাপক পছন্দ হইছে। পোলাসহ জায়গাটাও পছন্দ হইছে।
মামা তার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেন।



খাইসে। এত দেখি মেঘ না চাইতেই বৃষ্টি!! :P :P B-)


@দূর্ভাষী বলেছেন: এগুলার কপালে পাত্রি নেই


এমন অলুক্ষণে কথা বইলেন না ভাই। ডর লাগে।

১৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫১

জিসান শা ইকরাম বলেছেন:
মাহাবু , তুমি প্লিওসিন অথবা গ্লসিয়ার এর এই মন্তব্য টা দেখলা না কেন ? X(( X(( : কখনো মেঘ, কখনো বৃষ্টি...পরোকিয়া ভালো না... X( X(

২৫৮| ১৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫৬

মাহবু১৫৪ বলেছেন: @ জিশান ভাই, উপস সরি। ভুল হইয়া গেসে । দেখি নাই প্রথমে। :( :( :(


কিন্তু একি শুনি!!! এসব কি সত্যি নাকি??? জাতি আজ জানতে চায়।

১৬ ই জুলাই, ২০১১ রাত ৮:০২

জিসান শা ইকরাম বলেছেন:
সত্য মিথ্যা একমাত্র আল্লাহ জানেন :)

২৫৯| ১৬ ই জুলাই, ২০১১ রাত ১০:০২

এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন:
লেখক বলেছেন:
হা হা হা হা , ঠিক বলেছেন। গত বছর আমার ছেলেদের জন্ম নিবন্দন সনদে, ওদের পিতার নাম লিখা ছিল , মরহুম............ :)
পোষ্ট ও আছে আমার :)


=p~ =p~ =p~ =p~

হাসতে হাসতে শ্যাশ--- =p~ =p~ =p~

আইলাম মেলাদিন পরে তাও দেখতাছি তেমন গতি অয়নাই কারুর... /:) /:) /:)


আমার কতা কমুনা, আম্মায় কয় আমিনাকি পুইছকা পুলা :( :( :(

১৬ ই জুলাই, ২০১১ রাত ১০:১৭

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা , গতি হইছে, সারে তিন জনের :)

পুইছকা পোলায় বউর লাইগ্যা কানবো নাকি আবার ;) :) =p~ =p~

২৬০| ১৭ ই জুলাই, ২০১১ রাত ৯:৩৯

রাষ্ট্রপ্রধান বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেঊন

১৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:২১

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা হা , বুঝেছি চাচ্চু :) :) কাউরে কমু না ;)

২৬১| ১৭ ই জুলাই, ২০১১ রাত ১০:১৪

নীলাঞ্জনানীলা বলেছেন: নানা, রাজির এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে। কিছু একটা করো। আমি দেশে আসার পরে অনুষ্টান করবা :)

১৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৯

জিসান শা ইকরাম বলেছেন:
আচ্ছা করবো। তুই দেশে এলেই অনুষ্ঠান করা হবে :)

২৬২| ১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৩:২৫

রিতা ইসলাম বলেছেন: কন্যা পাওয়া এত সহজ না :)

১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫১

জিসান শা ইকরাম বলেছেন:
এত কঠিনও না :)

২৬৩| ১৯ শে জুলাই, ২০১১ সকাল ৮:৩৯

জুন বলেছেন:
আহারে মায়াই লাগছে ছোটো ভাইগুলোর জন্য।
আশাকরি খুব শীঘ্রই একটা কিছু হয়ে যাবে :)

১৯ শে জুলাই, ২০১১ সকাল ১০:০৬

জিসান শা ইকরাম বলেছেন:
জুন তুমিও দেখনা একটু ।
এরা সবাই খুবই ভালো এবং উপযুক্ত ছেলে।

২৬৪| ৩০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২১

হাসান যোবায়ের বলেছেন: আমার এখনও বয়স হয় নাই :!> :!> :!> :#>

৩০ শে জুলাই, ২০১১ রাত ১১:৪৬

জিসান শা ইকরাম বলেছেন:
লিটল জিনিয়াস বড় হয়ে নাও। তারপর কন্যা খুজবো :)

২৬৫| ০৩ রা আগস্ট, ২০১১ রাত ৯:৫২

নীলাঞ্জনানীলা বলেছেন: কন্যা কি পাওয়া গিয়েছে ? নাকি ফলাফল শুন্য ? :) আমার খোজে আছে একজন। কানাডায় :)

০৩ রা আগস্ট, ২০১১ রাত ১১:৪৭

জিসান শা ইকরাম বলেছেন:
ফটো পাঠিও মেইলে। আমার ভাগ্নের জন্য একজান পরী প্রয়োজন :)

২৬৬| ১৫ ই আগস্ট, ২০১১ রাত ১১:১১

পাগলাঘোড়াসিটিজি বলেছেন: ইস এই পোষ্ট আগে দেখলেতো কামে লাগতো।


আমিও লাইলে আছি ভাইয়া B-))

১৫ ই আগস্ট, ২০১১ রাত ১১:৩১

জিসান শা ইকরাম বলেছেন:
তোমারে তোমার গার্ল ফ্রেন্ড, এই মন্তব্যের কারনে ঝুলাইয়া পিটাইব মাষ্ট :)
মন্তব্য মুছে দেব নাকি রাখবো ? :)

২৬৭| ১৭ ই আগস্ট, ২০১১ রাত ৯:৫২

মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: আমি কিন্তু এখন সামুতেও আছি। সবার লিংক দেয়া আছে। আমারটা কেন দেয়া হবে না ? :P :P

১৭ ই আগস্ট, ২০১১ রাত ১০:৪০

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , ওকে দিয়ে দেব নাম :)

২৬৮| ১৯ শে আগস্ট, ২০১১ রাত ৩:৪৪

পাগলাঘোড়াসিটিজি বলেছেন: আরে ওইটা খালি থাপড়াইতে জানে । এই কমেন্ট জিনদেগীতেও খুজে পাবেনা।


ওই ডাইনী হতে রেহাই চাই। এইখানে লিষ্টিত করেন আমাকে /:) /:)

১৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৫৩

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , ও আবার সামুতে নেইত ?
আমার পোষ্ট কিন্তু অনেকে পড়ে।

ডাইনীরা কিন্তু ভালো হয় খুব :)

২৬৯| ১৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২০

পাগলাঘোড়াসিটিজি বলেছেন: না নাই, সামু কি তাও জানেনা সে। (বিরাট শুকরিয়া)




তাই নাকি? তাহলেকি ওইটারে বেধেঁই রাখি ??

১৯ শে আগস্ট, ২০১১ রাত ৯:০২

জিসান শা ইকরাম বলেছেন:
=p~ =p~ =p~ =p~

হুম, বেধেঁই রাখতে হবে। পাগলারে বেশি ভালো বাসে তাই তার পাশে অন্য কাওকে সহ্য করতএ পারেনা। বুঝতে হবে :D :D

২৭০| ২২ শে আগস্ট, ২০১১ রাত ১১:০৫

মাহমুদুল হাসান অনিক বলেছেন: আমিও লাইনে দাড়াতে চাই :(

২৩ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪৯

জিসান শা ইকরাম বলেছেন:
তাই ? এখন লিষ্টে দিলে কাজ হবে ? :) :)

২৭১| ২৫ শে আগস্ট, ২০১১ রাত ১২:০৮

মাহমুদুল হাসান অনিক বলেছেন: ভাইয়া আমি সামুতে নতুনতো আগে এ পোস্ট দেখি নাই।অনেক আশা ভরশা নিয়া ভাইয়ার কাছে আসছিলাম ভাইয়া আমার মনের মত বউ দেইখা দিব আমি বউ লইয়া বাড়ি ফিরমু।এখন ভাইয়া যদি এমন কথা কয় তয় আমার কি বউ লইয়া বাড়ি ফিরা হবে না? :( তয় আমি কার কাছে যামু :(( :(( :((

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:১৪

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , দোয়া করে দিলাম :)

২৭২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:৫৯

শিশিরের বিন্দু বলেছেন: সবার পছন্দ সুন্দুর মেয়ে কেন ? ভদ্র এবং ভালো এবং ব্রিলিয়ান্ট কিন্তু শ্যাম বর্ণের মেয়েরা কি বিয়ে করবে না?


আর ব্লগে দেখি বিয়ের হাট বসে যাবে শিগগীর। সব দাওয়াত লাগবে আমার। অনেক দিন বিয়ের দাওয়াত খাইনি। :(

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৫১

জিসান শা ইকরাম বলেছেন:
সুন্দর শব্দটা আপেক্ষিক । গায়ের রং ফর্সা হলেই কেবল সুন্দর নয়।

ভদ্র , ভালো এবং ব্রিলিয়ান্ট কিন্তু শ্যাম বর্ণের মেয়েরা অবশ্যই বিয়ে করবেন। আমার দেখা মতে , এরা খুব ভালো বর পায় :)

শুভ বিবাহের দাওয়াত পাবেন সবাই। মন খারাপ করে রাখবেন না।

২৭৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:০৪

শিশিরের বিন্দু বলেছেন: সোনিয়ার মন্তব্য দেইখা আমি পুরাই টাস্কিট হইলাম। আপু আপনি এগিয়ে যান। আর কি বলব মাথা দেখি চুল্কায়। =p~ =p~

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৫৫

জিসান শা ইকরাম বলেছেন:
আর কি বলব মাথা দেখি চুল্কায়=p~ =p~

সোনিয়ার ফেবু আইডিতে বন্ধু হন আপনি।

২৭৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৫৭

মাহবু১৫৪ বলেছেন: ভাই, পাত্রী এখনও না পাইয়া আমি আইজ দেশান্তরী। কাইন্দা কাইটা অস্থির অবস্থা। :(( :(( :(( কি অবস্থা থেকে আশু মুক্তি চাই।


২ বছর পর আমি আর একা থাকতে পারুম না, কইয়া দিলাম ভাইজান। :P :P :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৩৪

জিসান শা ইকরাম বলেছেন:
আহারে :( যে কাজে গিয়েছ , তা আগে সফলতার সাথে শেষ করো। ২ বছর অনেক সময় , চিন্তাইও না :)

ভালো থেক মাহাবু.........

২৭৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৯

জাহাজী পোলা বলেছেন:

জিসান ভাই, সালাম জানবেন। আমার এক্সাম পড়াশোনা নিয়া বিজি, :( ব্লগে আসা হয় না তেমন, ভাইয়া, আপ্নি কি কোন কারনে আমার উপর রাগ করেছেন ?? :(


নিজের অজান্তে কোন ভুল হলে দুঃখিত জিসান ভাই। ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন, এক্সাম চলতেসে, দোয়া করবেন প্লিজ। :)


ভাল থাকবেন সবসময় :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:২১

জিসান শা ইকরাম বলেছেন:
জাহাজী , বুঝতে পেরেছি তুমি বিজি। দোয়া করি এক্সাম যেন ভালো হয়।

না ছোট ভাই, তোমার উপরে কেন রাগ করবো ? আমার যত রাগ তা সব আমার নিজের উপরে। অভিমান হয়ত করি কারো কারো উপরে। যার উৎস শ্নেহ ভালবাসা :)

ভালো থেক সবসময়।

শুভকামনা রাশি রাশি :)

২৭৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১৪

য়িমতিআজ বলেছেন: আপনি চমৎকার একজন মানুষ। ভাল থাকুন। পাত্রী চাই পোষ্টটা ডিলিট করে দিব। ব্লগ থেকে আমি পাত্রী চাইনি বরঙ পাত্রী কোথায় পাব তার সন্ধান চেয়েছিলাম... প্রচুর উপদেশ পেয়েছি... কাজে লাগবে...

ভাল থাকুন...
ধন্যবাদ...
শুভকামনা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:০১

জিসান শা ইকরাম বলেছেন: আমি চমৎকার মানুষ তা বুঝলেন কিভাবে ? অতীত অভিজ্ঞতা থেকে আপনার এই প্রশংসায় ভয় পেলাম :)

ডিলেট করলেন কেন ? আরো অনেক পোষ্ট আপনি ডিলেট করেছেন। আগের পোষ্ট ডিলেট করে মাত্র একটি পোষ্ট রাখায়- অনেক প্রশ্ন আসে মাথায়। বিভিন্ন ব্লগে আপনার মন্তব্য দেখে কিছুটা বুঝেছি- আপনাকে। আমার অনেক সিনিয়র ব্লগার আপনি।আপনার কাছ থেকেই বরং আমার উপদেশ নেয়ার কথা :)

শুভকামনা সবসময়ের জন্য......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.