নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুয়েল তাজিম

জুয়েল তাজিম

অলস হবেন, তো হতাশা পাবেন। শুরু করুন,শেষ হবেই। সামনে এগোতে থাকুন, পথ কমবেই।

জুয়েল তাজিম › বিস্তারিত পোস্টঃ

♦অপসংস্কৃতি আর বেসরকারী রেডিওগুলো♦

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৮

বর্তমানে বাংলা ভাষার সবচেয়ে বেশি ক্ষতি বেসরকারী রেডিওগুলো করছে বলে আমার মনে হয়! এর আগে বাংলা ভাষার এমন সৌন্দর্যহানি আর কোন গণমাধ্যম করেনি বলে মনে করেন সচেতন মহল। বাংলাদেশ বেতার থেকে শুরু করে রেডিও টুডে, রেডিও ফুর্তি, রেডিও আমার, এবিসি রেডিওসহ সব ক'টি স্টেশন থেকে প্রচারিত বেশ কয়েক দিনের অনুষ্ঠান রেকর্ড করে শোনা যায় বাংলা ভাষা বিকৃতির নানা রূপ। অধিকাংশ রেডিও বাংলা ও ইংরেজীর মিশেলে জগাখিচুড়ি এক ভাষা প্রচার করছে। রেডিওগুলো এর শ্রোতাকে কখনও 'লিসেনার্স', কখনও 'বস', কখনও 'ব্র' (ইংরেজী ব্রাদার শব্দ ভেঙ্গে), এমনকি কখনও 'মামা' বলে সম্বোধন করছে। 'আমি তোমাকে ভালবাসি' অনিন্দ্য সুন্দর এ বাংলা কথাটিকে তারা বলছে_ 'আমি তোমাকে অন্নেক লাভ করি।' অভিযোগ রয়েছে, রেডিও টুডে এ অপচর্চার সূচনা করে। বর্তমানে সবচেয়ে বেশি অভিযোগ রেডিও ফুর্তির বিরুদ্ধে। এ রেডিওতে কান পাততেই শোনা গেল, অপু নামের একজন আরজে আবহাওয়ার খবর দিচ্ছেন। তার বলার ধরনটি হুবহু এ রকম_

'এন্ড দিস ইজ আর জে অপু চলছে ঢাকা কলিং ঘড়িতে সময় একজ্যাকটলি ৫টা ৪৮ মিনিট এন্ড ইটস টাইম ফর ওয়েদার আপডেট।'

সব কথাই প্রায় এক নিঃশ্বাসে বলে যান উপস্থাপক। মনে হয়, পুরোটাই এক বাক্য। পরের বাক্যটি তিনি প্রথমে বাংলা তারপর ইংরেজী এবং সবশেষে আবার বাংলা দিয়ে শেষ করলেন। কথাটি ছিল এ রকম_

'আকাশ মেঘাচ্ছন্ন সো বি প্রিপিয়ার্ড বৃষ্টি হতে পারে।'

একইভাবে শ্রোতার পাঠানো এসএমএস পড়তে গিয়ে রেডিও টুডের এক আরজে বলছিলেন,

'আমাকে লিখেছেন শাহনাজ ফ্রম গ্রিন রোড। আমরা এখন তার পছন্দের সঙে চলে যাব। এটি সে ডেডিকেট করেছে টু হার জান্টুস ফারহান।'

রেডিও আমার গান শোনাবার আগে বলছিল_ 'নাউ প্লে করছি একটিই আমার তুমি বাই হাবিব। অনুষ্ঠান সম্পর্কে আমাকে কোন আস্ক করতে চাইলে এসএমএস করুন।'

তবে বাংলা-ইংরেজীর মিশেল কোন্ পর্যায়ে গিয়ে পৌছেছে সেটি বোঝা গেল রেডিও টুডে থেকেই। শ্রোতাদের যে কোন কথা এসএমএসের মাধ্যমে জানানোর আহ্বান রেখে এ রেডিওর আরজে তাইব বলছিলেন,

'লিখে ফেলুন এনি কিছু এবং পাঠিয়ে দিন আমার নাম্বারে।'

ভাষা বিকৃতির পাশাপাশি আরজেদের জ্ঞানের সীমাবদ্ধতাও স্পষ্ট হয় জাতীয় দিবসসহ গুরম্নত্বপূর্ণ দিনগুলোতে। গত বছরের একটি ঘটনা মনে আছে ,গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন এক রেডিও জকিকে বলতে শোনা যায়_

'হেই লিসনার্স, আজ স্বাধীনতা দিবস। আপনারা জানেন, এটি একটি অনেক স্পেশাল ডে। এ দিন আমাদের হিরোরা জীবন দিয়েছিল সো দ্যাট আমরা ভাল থাকি।'

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১২

পরের তরে বলেছেন: ভাই সকাল সকাল কেন রাগটা উঠাইলেন ??? সারাদিন মনের ভিতর খচখচ করবে, যদি একটা আর জে কে ধরে পিটাইতে পারতাম... দেখতাম সে মাইরের ঠেলায় মা বলে না মাম বলে??

১ বছর আগে রেডিও শোনা ছেড়ে দিয়েছি এই ছাগল আর জে দের জন্য। অবশ্য তাদের একা দোষ দিয়ে লাভ নেই, কিছু ছাগল শ্রোতা ও তো আছে যারা সারাদিন কানের মধ্যে হেডফোন লাগিয়ে রেডিও শোনে, মনে হয় এইটাই ভাত পান্তা। আর এস.এম.ও পাঠায় ঐ আর জে দেরকে " আপি জান্টুস কে ডেটিকেট করে এই গান টা প্লে করেন না"। মনে হয় দাবরাইয়া দাত কয়ডা ফালাইয়া দেই ঐ ধরনের শ্রোতাদের। কে হেরে ডেটিকেট করতে হইব কে তুই ডিভিডি ডিস্ক কিন্না পাঠাইতে পারছ না.....একটা গান ডেডিকেটের লাইগা এত ভিক্ষা চাওয়ার কি আছে???

২| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০১

গোবর গণেশ বলেছেন: একটা সিনেমা দেখছিলাম "The Avengers" ওই ছবিতে শেষের দিকে হাল্ক নামক এক দৈত্যাকৃতির মানুষ সিনেমাটির ভিলেনকে দুই পায়ে ধরে মেঝেতে সমানে পিডাইতে পিডাইতে মেঝে ভাইঙ্গা ফালায়।

আামর খুব শখ এইরকম কইরা ওই তথাকথিত আরজে গুলারে পিডান দরকার।

৩| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮

জুয়েল তাজিম বলেছেন: ধন্যবাদ ভাই :) ! আর জে গুলা চাইলে কথাগুলা সাবলীল ভাবেও বলতে পারে ! তাদের কথাবলার ধরনের উপর ভিত্তি করের বিভিন্ন ক্যাটাগরির শ্রোতা সৃষ্টি হচ্ছে ! আমার মনে হয় তারা আর জে গিরি করার সময় তাদের গায়ে কিছু পিপড়া ছেড়ে দয়া হয় যাতে ওই বিকৃত ভাবে কথা বলতে পারে। . ;)

৪| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৭

আমিনুর রহমান বলেছেন:




আরজেদের দোষ দিয়া লাভ নাই ভাই। পর্দার পিছনে থাকা লোকগুলোর ইন্সট্রাকশন থাকে বলেই তারা এমনভাবে কথা বলে। তবে আপনার কথা ঠিক বেশীরভাগ আরজেদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। তার কারন একটা আছে তা হলো আরজেদের পারিশ্রমিক। বেশীরভাগ রেডিওগুলোতে নামকাস্তে অল্প কিছু দেয়। আর অনলাইন রেডিওগুলোতেতো দেই না :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.