নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুয়েল তাজিম

জুয়েল তাজিম

অলস হবেন, তো হতাশা পাবেন। শুরু করুন,শেষ হবেই। সামনে এগোতে থাকুন, পথ কমবেই।

জুয়েল তাজিম › বিস্তারিত পোস্টঃ

একে একে দীপ নিভে যাচ্ছে।

০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭

আজ বাদ জোহর আমাদের এক কলিগের বাবার জানাজার নামাজ পড়লাম, আমাদের কলিগ অফিসের কাজে দেশের বাইরে ছিলেন ! ওনার বাবার আকস্মিক মৃত্যুর খবরে বায়িং মিটিং কেনসেল করেই দেশে ফিরে আসলেন এবং ওনার বাবার দাপন কাপন সম্পন্ন করলেন !

মৃত্যু সাভাবিক প্রকৃয়া, সবাইকেই মৃত্যুর স্বাধ গ্রহণ করতে হবে ! ছেড়ে যেতে হবে এই মায়াময় পৃথিবী , কেউ আগে কেউ পরে।

আমরা যখন এই দিকে জানাজার নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম তখন এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন বাংলাদেশের আর এক বরেণ্য ব্যক্তিত্ব, বরেণ্য ও প্রবীণ সাংবাদিক এবিএম মূসা।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বিশিষ্ট এ সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ক্লাবের আজীবন সদস্য ছিলেন। তিনি চারবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সাংসদ নির্বাচিত হন তিনি।

সারাজীবন সংবাদের মানুষ আজকে নিজেই সংবাদ হলেন এবং এটাই স্বাভাবিক প্রকৃয়া।

বরেণ্য ও প্রবীণ সাংবাদিক এবিএম মূসা সারাজীবন গণমানুষের কথা বলে গেছেন, সাংবাদিকতায় এমন দৃষ্টান্ত হয়ত বিরল !

সাংবাদিকতার জন্য আলোকিত ব্যক্তিত্ব ! একে একে দীপ নিভে যাচ্ছে, এটাই স্বাভাবিক। তবে এবিএম মুসার মত আলোর্চটায় যেন আলোকিত থাকে আমাদের সমাজ আর সমাজের বিবেক খ্যাত সাংবাদিকতা !

পরিশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.