![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোদের "গণতন্ত্র" মানে গুম-খুনের ফাইল, তোদের "নীতি" মানে ক্ষমতার লোভে মানুষের রক্ত চুষে খাওয়া। তোদের "নেতা"রা শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে দেশের মাংসে, আর তোদের "দল" মানে দুর্নীতির কারখানা—যেখানে প্রতিদিন গড়ে ওঠে নতুন একেকটা লুটেরা।
শিক্ষিত যুবক দেখে তোদের গা কাঁপে, কারণ তোরা জানো—জাগ্রত মানুষের চোখের সামনে তোদের মুখোশ খসে পড়বে। বেকারের আত্মহত্যা, গরিবের হাহাকার, আর মন্ত্রীদের সোনার পুতুল—এটাই তোদের "উন্নয়ন"!
থু মারি তোদের ভণ্ডামিতে! একদিন না একদিন, এই আগুনই তোদের পোড়া ইতিহাসের খড়কুটো করে ছাড়বে!
২| ২৩ শে মে, ২০২৫ দুপুর ১:০৩
অপলক বলেছেন: কথা সত্য...
৩| ২৩ শে মে, ২০২৫ দুপুর ২:৫৪
এ পথের পথিক বলেছেন: গণতন্ত্র কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবেনা, এখন পর্যন্ত কোথাও পারেনি । এর মুল লক্ষ্য হল দেশের জনগনের মধ্যে মারামারি, হানাহানি, বিভাজন জারি রাখা ।
৪| ২৩ শে মে, ২০২৫ বিকাল ৪:৫৫
জুয়েল তাজিম বলেছেন: রাজনীতির খেলায় গুটি বদলের হিসাব কে রাখে? বিএনপি হঠাৎ আন্দোলন থামালো—ইউনুসের পদত্যাগের দাবি উঠতেই যেন সব 'অফ' হয়ে গেল! আসলেই কি ইউনুসের বিদায় বিএনপির জন্য বিপদ ডেকে আনবে? নাকি পেছনে লুকিয়ে আছে বড় কোনো গেমপ্ল্যান?
সেনাবাহিনী, জামায়াত, আওয়ামী লীগ—মাঠে কে কার পক্ষে, আর কে কাকে ধোপে টানবে, সেটাই এখন বড় প্রশ্ন। ফখরুল সাহেবের এই চালে স্পষ্ট, ইউনুসকে ধরে রাখাটাই তাদের জন্য জরুরি। কিন্তু ডিসেম্বরের নির্বাচন কে করাবে? নির্বাচন তো একদিনের খেলা না...
রাজনীতির এই দাবাখেলায় পরবর্তী মুভ কী?
৫| ২৪ শে মে, ২০২৫ সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: যেখানে সেখানে থু থু ফেলবেন না।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০২৫ সকাল ১০:৩০
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের রাজনীতি আর পুতুল নাচের মধ্যে ডিফারেন্স নাই।