নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুয়েল তাজিম

জুয়েল তাজিম

অলস হবেন, তো হতাশা পাবেন। শুরু করুন,শেষ হবেই। সামনে এগোতে থাকুন, পথ কমবেই।

জুয়েল তাজিম › বিস্তারিত পোস্টঃ

ডিসি আশরাফের রুচি: ক্ষমতায় নৈতিকতার মৃত্যু

২১ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪৯

শরিয়তপুরের ডিসি আশরাফ উদ্দিনের কাণ্ড প্রমাণ করল—ক্ষমতা কিছু মানুষকে শুধু দুর্নীতিগ্রস্তই করে না, নৈতিকতাও ধ্বংস করে। বিবাহিত হয়েও সহকর্মী এডিসি সাদিয়া জেরিনসহ একাধিক নারীর সাথে অসদাচরণ শুধু পেশাদারিত্বহীনতা নয়, চরিত্রেরও অবনমন।

প্রশ্ন জাগে: "এত বড় পদ পেয়েও রুচি এত নিচে নামে কীভাবে?" নাকি আজকের সমাজে "চরিত্রহীনতাই পদোন্নতির সিঁড়ি"?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২৫ বিকাল ৫:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইহা হয়তো ইয়াবা নেয়। স্বাভাবিক মানুষ না। ৯০% দোষ ইহার। মেয়েটা পরিস্থিতির শিকার। মেয়েটার একটা সাক্ষাৎকার দেখলাম।

২| ২১ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:০৪

সৈয়দ কুতুব বলেছেন: পুরুষের সবচেয়ে বড় শত্রু তারই AK-47 । :P

৩| ২১ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

কাঁউটাল বলেছেন: ফারমার২ কে বড় পদে পাঠিয়ে দেখতে হবে।

৪| ২১ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৪১

কামাল১৮ বলেছেন: মানুষে চরিত্রের মৌলিক কিছু দিক থাকতে হয় ।সেটা গড়ে উঠে তার দৃষ্টিভঙ্গির মাধ্যমে।পদ পদবি সেখানে প্রধান ভুমিকা পালন করে না।

৫| ২২ শে জুন, ২০২৫ সকাল ১০:৪৫

নূর আলম হিরণ বলেছেন: তার কালা বন্দুকটি কেড়ে নিতে হবে :)

৬| ২৩ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: এরকম ঘটণা সমাজে অহরহ হচ্ছে।

৭| ২৩ শে জুন, ২০২৫ দুপুর ১:৪১

নতুন বলেছেন: বদ বড় পদে গেলে বড় আকাম করার সুযোগ পায়।

তারা আকাম করে কারন অনেকেই উপরে উঠতে অনেক কিছু অফার করে।

দুনিয়াতে খুবই কম মানুষ আছে যে নারী কিছু অফার করলে ফেরত দিতে পারে।

শুধুই ভালো মানুষ সুযোগ পেলেও আকাম করে না। তার জন্য অনেক শক্ত পারসোনালিটি দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.