নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?\n

আসিফুজ্জামান জিকো

অাইন বিভাগ..

আসিফুজ্জামান জিকো › বিস্তারিত পোস্টঃ

ভালো থেকো ফুল, মিষ্টি বকুল...

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১



শৈশবের ফুল এটি, সম্ভবত কামিনী



ভালো থেকো ফুল, মিষ্টি বকুল।
ভালো থেকো চীল, অজস্র জলরাশি ভরা বিল।

ভালো থাকুক নষ্ট ছেলের মা আর বাবাটা।
সেই বহু বছর ধরে ওদের খারাপ থাকাটা।

ভালো থাকুব রবী ঠাকুরের গান গুলো,
প্রচন্ড খরায় ও আমার মনে যা বৃষ্টি নামায়।
ভালো থাকুক পুরোনো বাংলা ব্যান্ডের গানগুলো,
ভালো না বাসিয়াও গভীর রাত্তিরে আমারে দেয় বিরহের যন্ত্রণা!

ভালো থাকুক রুদ্র,
আর ওর লাইনটা।
প্রায় দম বন্ধ হয়ে মরা কোন সময়ে,
অক্সিজেন হয়ে যা ঢুকে যায় প্রাণে।

ভালো থেকো তুমি,
আর তোমাদের সবাই।

ভালো থাকুক মানুষের দল।
শুধু বলবো না, ভালো থাকুক অমানূষ গুলো।
শুধু চাইবো, মন গুলোয় মানুষ নামুক ভীষণ।

ভালো থেকো এক আর দুই।
রবী ঠাকুর কিংবা হুমায়ূন আজাদ,
মস্তিষ্কে আকাবুকি করলে মনেই পড়েনা,
ছিলেম কি ভালো এই অবেলায়?

ভালো থাকুক তোমার উৎসব আর তোমায় বয়ে নিয়ে চলা কালো মানুষগুলোর ঘর দোর।
ভালো থাকেনা গ্রামের ছোট্ট ছোট্ট কুড়ে ঘর,
বহুদিন সেথায় যেতে পারেনা,
হু হু করে বাড়ে লোমশ মানুষটার হাহাকার।

ভালো থাকুক আমার চিলেকোঠার ঘর,
রাস্তায় বেরুলেই এলোমেলো হয় সব আমার।

ভালো থেকো কুয়াশা ঘেরা গ্রাম গুলো,
ভালো থেকো অভুক্ত দুপুরের শহর গুলো।
ভালো থেকো বেকারের দল,
যাওয়া হয়নি তাদের মাতৃঅঞ্চল।

ভালো থাকুক ছুয়ে যাওয়া দুপুরের সবকটা সুর।
ভালো থাকুক ফুল, নবগঙ্গা পাড়ের মিষ্টি বকুল।

#এলেবেলে

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯

যোগী বলেছেন:
তুই যদি আর কোন দিন ব্লগে ফুল নিয়ে কথা কইছস কইসা একটা থাপ্পড় খাবি।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭

আসিফুজ্জামান জিকো বলেছেন: ভাইট, ইহাতে স্পষ্ট তোমার ভেতরটা!
থা প্রা.. হা হা হা,
আবারো লিখবো, বলবো,
বলো কোথায় এলে সুবিধে হইবে,
দিতে থাপ্রা টা?

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৮

আরজু পনি বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা রইল, জিকো।

যোগীর সাথে আপনার পূর্ব পরিচয় না থাকলে যোগীর কথায় মন খারাপ করবেন না প্লিজ।

এই ফুলটাকে ছোটবেলায় কাঠমালতী নামে চিনতাম। তবে কামিনী যে না এটা আমি নিশ্চিত।

আর হুমায়ূন আজাদের কবিতা থেকে অনেকাংশে নেয়া যেহেতু আপনার এলেবেলে তাই সূত্র দিতে পারতেন।

ভালো থাকুন অনেক।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

আসিফুজ্জামান জিকো বলেছেন: ধন্যবাদ ভাইয়া, মন খারাপ হয়েছিল, আপনার কথায় তা উড়লো।
আসলে ওই ভাবে লেখা ঝোকা করিনা, ইচ্ছেে করলে ফেসবুকে লিখি যা তা।
সেখান থেকেই আপনাদের এথায় আসা।
ওটা সবাই জানে, ফুল কিংবা মিষ্টি বকুলের গন্ধ কাগজে ছড়িয়ে গিয়েছেন,
হুমায়ুন স্যারটা।

নবগঙ্গার পাড়ে আমার বাড়ী,
বিশাল এক বকুলের গাছ দাড়িয়ে আছে ছোট্ট থেকে আজকেও।
খুব চেনা ঘ্রানের সম্পর্ক বকুল আর আমার।

অামি ফুলের নামে কি ভুল করেছি?
কর্তেও পারি , ওটাও কালিবাড়ীর ছায়া দেওয়া বড় গাছটা, কামিনী বলেই চিনি আমরা!

ভালো থাকবেন, নতুন বছরটা মঙ্গলে থাক মোড়া....

৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪০

জুন বলেছেন: কাঠ গোলাপ বলে জানি :)

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

আসিফুজ্জামান জিকো বলেছেন: জুন ভাইয়া শুভেচ্ছা নতুন বছরের।
কাঠ গোলাপ, হতে পারে।
আমার নামটা ভুল হতে পারে।
তবে কাঠ গোলাপ হলেও এর নাম আসল থাকবে আর একটা।
মা জানে, জেনে বলবো।
আপনি সঠিক হলেও বলবো ভায়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.