নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?\n

আসিফুজ্জামান জিকো

অাইন বিভাগ..

আসিফুজ্জামান জিকো › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ফুটপাত ২

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

এই রকম দিন গুলোতে সম্ভবত মনে মনে দুঃখ পেয়ে একাকী সারা দিন রুমের মধ্যে ঘাড় গুজে পড়ে থাকা পোলাপাইনের সংখ্যাটাই বেশী?

কিন্তু বাইরে বেরুয়ে উল্টানুভূতী হচ্ছে!
হই হুল্লোড়ে বাচা মানুষের সংখ্যাটাই বেশী?

না কি সব ই অভিনয়?
কিছু তো সত্যি আছেই,
বাকি সব বেচে থাকার,
সিগন্যাল দিতে রাস্তায় নেমেছিল বোধহয়ে?

ঠি ই ই ই ই ক ধরা যাচ্ছেনা,
তাল গোল পাকায় মাথার ভিতরের,
নিউরণের তার গুলায়!

বাড়ি যেতে পারলে,
সেই হতো!
মায়ের রান্না কোন সস্তা মাছের ঝোলে,
একপ্লেট ভাত অন্তত খাওয়া হতো?

দুঃখ পাবোনা,
টোকাই গুলো জারয হয়,
ওদের তো মা'ই থাকেনা!

আমি আর মারুফ,
ধুলো মাখা ফুটপাত!
সারাদিনের কেচ্ছা,
আমারে হাসাতে রোজ রেজ,
জমায় সযতনে!

এত্ত বড় শহরে,
বোধহয় ভুল করে,
দু একটা শব্দ ছুড়েছিলাম,
একটু করুনা করে!

মায়া নাম তার,
হতে চেনা জানার কি দরকার!
তবে সুন্দর একটা ভিতর,
থাকা দরকার।

হলদে দাতে ফিক ফিক হাসি,
কোথা চেনা মুখ,
বাড়ি ঘর খাবার,
ওরে ভালেবাসি।

বিবর্ণ জীর্ণ শীর্ণ চূর্ণ,
পেট ভরা ক্ষিধে সারাটা বেলা,
তবু সালা ভোলেনি,
ছোট্ট দুটো কুকুর ছানার কথা।

একহাতে খুচরো পয়সা,
অন্য হাতে পাউরুটি দুটো,
একটা ওর,
আরেকটা ছোট্ট প্রতিবেশী দুটোর!

আট নম্বরে জামজমকীয় দের বাস,
শুধু মানুষটা ঘুমুচ্ছে এই ফুটপাত!

পুনশ্চঃ ওর নামটা মারুফ রেখেছিল বলাকা সিনেমা হলের কোন এক টিকিট চেকার।
মারুষ নামক কোন বাংলা ছবির নায়কের নামানুসারে। তবে জীবনের সত্যি নায়ক আমার সামনে বসে থাকা ঢুলু ঢুলু লাল হয়ে আসা চোখের টোকাই মারুফটা...

#মারুফ_টোকাই
#প্রিয়_ফুটপাত

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৯

সুপ্ত আহমেদ বলেছেন: mojar...........

২| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪০

ভাবনা ২ বলেছেন: খুব ভাল লাগল মানূষের প্রতি মানুষের ভালবাসা দেখে । এরকম আরো লিখা দেখতে চাই সামুর পাতায় অচিরেই । অনেক ধন্যবাদ সুন্দর একটি ছড়া কবিতা উপহার দেয়ার জন্য ।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

আসিফুজ্জামান জিকো বলেছেন: ধন্যবাদ, তবে ভাবনা ১ না কেনো?

৩| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব ভাল লাগলো । সুন্দর কবিতা । কবিকে অনেক ধন্যবাদ.।।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

আসিফুজ্জামান জিকো বলেছেন: প্রথম জনার কমেন্টস পড়ে লজ্জা পাচ্ছিলাম। এখনো পাচ্ছি, নিছক ছেলেমানুষী করা হয়েছে ডাক্তার দা। তবে কি করার আমি তো এরকম ই, পাগল মাথাটা। আমি অত কিছু ভেবে কিছু বলা কওয়া লেখা করিনা দা, চাপতে চাপতে মনে যা আসছে লিখি সেটাই। হাসলে হাসবে, আমার এসব পাগ্লামী বলতেই হবে।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭

অপু দ্যা গ্রেট বলেছেন: বাহ!!!!! বাহ!!!!

ভাইটু কবিতা.....

৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫৩

কল্লোল আবেদীন বলেছেন: দারুণ লিখেছেন।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৮

ভাবনা ২ বলেছেন: ভাল প্রশ্ন করেছেন । ভালমন্দ দু দিকেই ভাবা হবে এ জন্যেই ভাবনা ২ । তবে কবিতাটি খুব ভাল হয়েছে এ সুযোগে আবারো বলে দিলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.