নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংরেজি Grammer কে কবিতার ছন্দে বুঝাতে আমার শ্রদ্ধেয় 'স্যার লাভলু'এর লেখা তিনটি কবিতা ।
Structure -এর কবিতাঃ
একটি মাত্র finite verb
যে Sentence এতে রয়
সেই Sentence কে ইংরেজিতে
simple sentence কয় ।
একটি বাক্যের দুটি clause
দু'পদ কভু হলে
গঠন মতে জটিল বাক্য
তাকেই বলা চলে ।
কিন্তু যদি উভয় clause
স্বাধীন স্বাধীন হয়
Compound তার নামটি হবে
অন্য sentence নয় ।
Preposition এর কবিতাঃ
N.P এর আগে বসে আমি
প্রেম করি verb সনে ।
অন্য N,P কেও করি telephone
যখন পড়ে মনে ।
বাক্যে আমি মাঝে মাছে
করি সেতুর কাজ ।
বাকি ক্ষেত্রে Preposition রব
কথা দিলাম আজ ।
Case এর কবিতাঃ
I থাকিলে me হয়
We থাকিলে us ,
You থাকিলে youই হবে
শিখে নাও আজ ।
He এর বেলায় him হবে
She এর বেলায় her ,
It এর বেলায় itই হবে
এইতো use তার
Who থাকিলে Whom হয়
They এর বেলায় them
স্বরূপে সর্বদাই রবে
যত আছে name ।
(সংগৃহিত)
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১
সবুজ সেন দীপু বলেছেন: খূব ভালো।