নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুকতারার সঙ্গী

জে.এস. সাব্বির

অদ্ভূত!

জে.এস. সাব্বির › বিস্তারিত পোস্টঃ

অসংলগ্ন প্রশ্নের উত্তর খুজি

২২ শে জুন, ২০১৫ সকাল ৯:২৯

আঘাত না পেলে নাকি পরিশুদ্ধ হওয়া যায়না !
গুরুজনদের এই কথাটি আমি খুবই শ্রদ্ধা ভরে অবিশ্বাস করতাম ,এই ৬ মাস আগেও ।

একটা অলিখিত সার্টিফিকেট আমার সেই দুরন্ত মনা বয়স থেকেই ছিল- ভদ্র ছেলে ! আমি নিজেকে তাই মনে করতাম ,আমি ভাবতাম চরিত্রের দিক থেকে আমি পরিশুদ্ধ ।কিন্তু গত ৬ টা মাসে যে অভিঞ্জতা অর্জন করলাম ,তাতে সহজ ভাষায় নিজেকে একটা খারাপ ছেলে হিসেবে মানতে আমারও কষ্ট হয় না ।

প্রথম ২ মাসেই নষ্ট হলাম ,প্রেমে পরলাম । যে ছেলেটা মেয়েদের দিকে তাকানোর আগে ৫ বার হিসেব করে নিত কোন সাইড ইফেক্ট হওয়া সম্ভাবনা আছে কিনা ।আজ সেই ছেলেটাই একটা মেয়েকে শুধুই না দেখতে মেয়ে বিপজ্জনক রাস্তার মোড়েও নিজেকে সামলে রাখতে সচেষ্ট হয়না । প্রায় দু'মাস এভাবে কাটার পর যেদিন ওকে বললাম নিজের মনের কথাটা - ও যেন অবাক হলো (!) , রাগ হলো , ঘৃণা হলো ।ব্যাপারটা এরকম যেন আমি যা বললাম তা 100 টাকার ময়লা নোট নিয়ে স্বর্ণের নেকলেস কিনতে যাওয়া ।

আমি এতটা অপমাণিত কোন দিন হইনি ,হব বলে কল্পনাও করিনি । কিন্তু এদিন হঠাত্‍ এরকম হওয়ায় ,আমি মানসিক ভাবে অনেক সিক হয়ে পরি । অসংলগ্নের মত সব আচরণ আমার থেকে বের হতে থাকে । আর ঐ ঘটনার প্রায় ২মাস ধরে এরকম চলতে থাকে ।

ব্যাপারটা এরকম ,একবার ভাবি ও যেই হোক আমার সাথে এরকম করতে পারেনা ,এটা আমি কোন ভাবেই মেনে নিতে পারিনা । কিন্তু পরমুহুর্তেই অনুভব করি ওকে এখনো ভালবাসি । এই অসংলগ্ন অবস্থা আমার মধ্যে প্রায় দুই মাস ছিল ,ওকে প্রচন্ড ভালবাসছিলাম বলেই হয়ত । তারপর বন্ধুদের সহায়তায় আস্তে আস্তে নিজেকে ফিরে পাই এবং ওকে ভুলে যাই ।
তবে একটা প্রশ্ন এখনো মাথার মধ্যে ঘুরে ,ও সেদিন ঐরকম ব্যবহার করল কেন আমার সাথে ।উত্তর টা আজ পেলাম ।সকাল ভোরে ।


মনালিসার বাবার ফোনে ঘুম থেকে উঠলাম । আজ এত সকালে আংকেলের ফোন পেয়ে ইতঃস্তত হয়ে পরলাম ।
: আসসালামু আলাইকুম ।
: ওলাইকুম আসসালাম ,ভাল আছ বাবা ?
: হ্যাঁ আংকেল ,আপনি ?
: বাবা তোমাকে আমি খুব ভাল করে চিনি ,তুমি খুব ভাল ছেলে ।
: জ্বি আংকেল ,এজন্যই....
: না আসলে বাবা কালকে কলেজ শেষে মনালিসা বাসায় ফেরেনি !
: বলেন কি ? রিলেটিফস দের মাঝে খবর নিয়েছেন ?
: হ্যাঁ ,বাবা ।কোথাও নেই । তোমার বন্ধুদের মাঝে যদী একটু খবর নিতে ।
: আচ্ছা আংকেল আপনি টেনশন কইরেন না আমি দেখছি ।


এত সুন্দরভাবে বাবা বলে যে ডাকে তার মেয়ের তো একটু খবর নিতেই হয় ।সোর্স কাজে লাগালাম ।
জানতে পারলাম , জানতে পারলাম আমাদের দুই ইয়ার্স সিনিয়র ফরিদুল সাথে নিরুদ্দেশ ।এখনো একসাথেই আছে ,তবে এখনো বিয়ে হয়েছে কিনা খবর পাইনি । ওদের রিলেশনের দুই বছরের বর্ষপূর্তিতে ঔরা সেলিব্রেট করছে । আর আমার প্রশ্নের উত্তরটাও পেয়েগেলাম ।

এইরে আংকেল আবার ফোন করেছে ।
: আংকেল আমি খবর নিয়েছি । লিসা ভাল আছে ....................

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.