নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুকতারার সঙ্গী

জে.এস. সাব্বির

অদ্ভূত!

জে.এস. সাব্বির › বিস্তারিত পোস্টঃ

শিরোনামে লাল-সবুজের ফুটবল

১০ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৫

"মামুনুল আজকে সেরাম একটা ফ্রিকীক করল রে..." (আমার বন্ধু আমাকে থামিয়ে দিয়ে বলল-) "মামুনুল আবার কেড্যা ??"

প্রশ্নটা শুনে সত্যিই খুব কষ্টা পাইলাম ।বললাম ,মেসিরে চিনো ? বলল ,পাগল হইছোস নি ।মেসিরে তো দুই বছরের বাচ্চারাও চিনে !
আবার বললাম , রোনালদো ,নেইমার ,বালোতল্লি ,ফন পার্সি ,ভিয়া ,সানচেজ এদের চিনো ?
কস কি !এদের না চিনলে তো দুনিয়াতেই তার থাকাই উচিত না !!

এবার বললাম , এদের না চিনলে যদি দুনিয়াতে থাকা তার ব্যর্থতা হয় তবে অন্তত মামুনুলরে না চিনলে তার বাংলাদেশের মাটিতে থাকার অধিকারই নাই ।

দোস্ত আমার ,লা-লীগা ,ইংলিশ প্রিমিয়ার লীগ ,বুন্দেসলীগের খবর তো ঠিকই রাখো ।ঐসব দেশের এ লীগ বি লীগ হ্যান লীগ ত্যান লীগের খবর রাখো ভাল কথা ,কিন্তু নিজের দেশের মান্যবর প্রিমিয়ার লীগের এই মৌসুমে চ্যাম্পিয়ান কে হইল ?বলতে পারেন ??

থাক মেনে নিলাম ,দেশের লীগ নিম্ন মানের তাই এখানে সময় দেওয়ার মত যথেষ্ট পরিমাণ আপনার নেই । কিন্তু আমরা দেশের আন্তর্জাতিক পর্যায়ের খেলাগুলা নিয়েই কতটুকু মাতামাতি করতেছি ??

ফুটবল বিশ্বকাপের সময়ই বুঝতে পারি আমরা কতটা ফুটবল পাগল জাতি ।এত ভালবাসা যাদের ফুটবলের প্রতি সেই ভালবাসাটা একটু নিজের দেশের ফুটবলের প্রতি থাকলেই চলবে ।

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের দুইটি হোম ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে বাংলাদেশ ।ফলাফল খুব ভাল না হলেও আমাদের উন্নতি হচ্ছে বলা যায় । আগামী ৩ সেপ্টেম্বর এশিয়ান চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার পার্থেতে গ্রুপের তৃতীয় এবং প্রথমে এওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ । অস্ট্রেলিয়ার সাথে প্রথমবারের মত দেখা হচ্ছে বাংলাদেশের ।
তার আগে ,২৯ আগস্ট মালয়েশিয়ার সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগারেরা । ২০১২ সালের শেষ দেখায় ১-১ গোলে সমতার ছিল ম্যাচটি ।

পার্থেতে অস্ট্রেলিয়া ট্যুর শেষ করেই ঢাকায় ৮ সেপ্টেম্বর জর্ডানের সাথে বাছাইপর্বে চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ ।

বাংলাদেশের গ্রুপের অন্য দুইটি সদস্য হচ্ছে ,কিরজিকিস্তান ও তাজিকিস্তান । এই গ্রুপে চ্যাম্পিয়ান বা রানার্সআপ হয়ে হয়ত বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে যাওয়া সম্ভব না ।কিন্তু আশির দশকের পর আবারো এশিয়ার ফুটবলকে অবাক করে দেওয়ার মঞ্চ এশিয়া কাপে খেলার অনেক বড় একটা সুযোগ থাকছেই !!

কিন্তু কথা একটাই ,আমরা মাঠে গিয়ে খেলা না দেখলে ফুটবল এগুবে কিকরে ? তাই মাঠে আসুন ,খেলা দেখুন ,বাংলাদেশকে সাপোর্ট দিন ।


ফেসবুকে দেশের ফুটবলের কয়েকটা অনলাইন পোর্টালঃ

পেজসমূহঃ
1. http://www.facebook.com/lovebdfootball

2. http://www.facebook.com/BD.Football.Team

কয়েকটি গ্রুপঃ
1. http://www.facebook.com/715300748548673

2. http://www.facebook.com/700123823357740

3. http://www.facebook.com/1007627565931983

@[715300748548673:]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.