নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এসি রুমে বসিয়া থাকিয়া
চিন্তিত নয়নে খুলে দেখি টিভিপর্দা
ভাবিয়া ভাবিয়া হই হয়রান
ঐ দুষ্টগুলির সেকি স্পর্ধা !
কিঞ্চিত কেটো আঙুলটাকে ওরা
সোনার মোড়কে মোড়াতে
পিছপা হবেনা গোটা দেশটাকে জ্বালাতে ।
এসবই আমি ভাবছি বসিয়া আমি
ছোট্ট এক এসি রুমে !
চ্যানেল পর চ্যানেল পাল্টিয়ে
ক্লান্ত আমি ।আক্রান্ত মহাঘুমে ।
আমি কি কোন মহাবীর নাকি
করিব এসবে প্রতিবাদ
আমি তো বরং ভালই আছি
কারো সাথে নেই সংঘাত ।
তাসবে মনের কোন কুঠুরিতে
জাগিত যেন শোকবোধ
এসি রুমটার হিমেল হাওয়া
তবু করে রেখেছে মোরে নির্বোধ ।
মনে মনে শুধু এই কথা ভাবি-
আমি নই কোন মহাবীর
কোটি কোটি জনে নাহি কথা বলে
আমি কার লাগি দিব তদবীর
আমিতো বরং ভালই আছি
মরুক বাকি সবে
আমারো যখন নিদান ছিল
এগিয়ে আসছিল কে কবে ?
তবেকি আমি নিজের মাঝেই
কাপুরুষতা খুজে পাই ?
কাপুরুষ বলে বলুক সবে,
আমি কোন ঝামেলা নাই ।
======....======
এই হলো আজিকার দিনে
মহতের মহাবাণী
দেশটাযে কবে ভূতছাড়া হবে
কিকরে যে তাহা জানি!
নিজেকে নিয়েই হয় আজিকে অনেক অনেক ভয়
আমা তরে ভূমি'র ভেদাভেদখানি
খুজিয়া নাহি পাওয়া যায় ।
৩১ শে মে, ২০১৬ রাত ১০:১৭
জে.এস. সাব্বির বলেছেন: নিজের মহাসুখে যে স্বজাতির
দুঃখে ঝাপিয়ে পরতে পারেনা ,
সে তো কাপুরুষ বিনা আর কিছু
হওয়ার নূন্যতম যোগ্যতা রাখেনা ।
======
ঘুরে আসলাম বাংলা গানের
আপনার ব্লগ বাড়িতে
অনেক গানই দেখা হল
তাই মজা পেয়েছেনু ঘুড়িতে
সময় করে আবারও যাব
আপনার ব্লগ বাড়ি
শুভকামনা ,জমাতে থাকুন
গান হেথা সারি সারি ।
২| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:৩৫
গেম চেঞ্জার বলেছেন: বীর সবাই না আবার কাপুরুষও সবাই না। কাপুরুষের বেলায় কোন বিশেষণ দেয়া কি ঠিক?
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:১৯
জে.এস. সাব্বির বলেছেন: বীর সবাই না আবার কাপুরুষও সবাই না। অর্থাত্ মধ্যপন্থাই বেশি ।এই ব্যাপারটাই আমার মাথায় ঢুকতে ছিলো না !!
তার মানে ,কবিতায় অতিরঞ্জিত করে ফেলেছি?? শুধরে যেতে চেষ্টা করবো ।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৬ রাত ৮:৫৯
বাংলা গান শুনুন বলেছেন: যে নজের সমালোচনা করতে পারে সে কখনোই কাপুরুষ হতে পারেনা।
♥ আমি ব্লগে নতুন এসেছি, আমার ব্লগ বাড়িতে ঘুরে আসার জন্য অনুরোধ রইল♥