নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ মামা তোর কি হয়েছে
সকাল-সন্ধ্যে কাঁদো
সারা রাত্রি ঘুমোই আমরা
তুমিই শুধু জাগো
জানো নাকি? কাঁদলে তুমি-
পিঙ্কিটা খুব হাসে!
কান্না-জলে গা ভিজিয়ে
মাতে সে উল্লাসে!
তা দেখে যা- গা জ্বলে মোর!
বারণ করি ওকে
ও-না মামা... বড্ড পাজি
উল্টো আমায় ডাকে!
মামা তোমার অনেক কষ্ট
তাইতো তুমি কাঁদো
(পাজিঙ্কি টা বোঝেনা তা)
আমায় নিয়ে ভিজবে বলে
আহ্লাদে গদ-গদো!
কালকে যবে নিয়ম করে
সন্ধ্যা নেমে এলো
তুমি তাহার সঙ্গ নিলে
পিঙ্কি আমায় নিলো!
দুঃখ-সুখ , কাঁন্না-হাসি
আধার আর আলোতে
মনটা যেন হারিয়ে
গেল- অজানা ১ স্রোতে!
মেঘ মামাটা বড্ড বোকাহ্
খুশি হলেও কাঁদে!...
রাগলে ওমা- দ্রুম দারুম
বিজলী ছারো ছাদে!
................................
................................
মেঘ মামা এক পাষাণ-নিষাণ
জানিতামও তাকি!
পিঙ্কিটা কে ছিনিয়ে নিলো
দিয়ে আমায় ফাকি!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
মিথ্যা কাহিণী অবলম্বণে!!
১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৪
জে.এস. সাব্বির বলেছেন:
জানি বাপু- দ্যা ফয়েজ
পাম দিওনা আর
নুপেল-টুপেল সব
আছে শোকেজে আমার ।
রবি ছিল চ্যালা মোর
নজরুল মহা-শিষ্য!
আমি হচ্ছি মহাগুরু
পায়ে লুটায় বিশ্ব
দম্ভেতে যে বুক ফাটে,
তবুও আছি সামুতে
রাজ করিব বাংলায়
আছে কে হে রুখিতে
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
আপন ভাবি ,সেজন্যে
বলি একখান কথা
মাফি মাঙি আগে ভাগে
পান যদি ফের ব্যথা
কপি/পেস্টে সাধুবাদে
লেখক যে হয় ছোট
আমার মত নয়া হলে
নেগেটিভে আটসাটো
ফয়েজ দ্যা ঞ্জানী-গুণী
আমি ইচরে পোকা
থ্যাঙ্কু..... দিলাম যতখুশি
লাগলো না তো টাকা!
২| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: কাঁদো এর সাথে জাগো মিললোনা, বাকিগুলো মোটামুটি ঠিক আছে । বানানের দিকেও নজর দেবেন । শুভ কামনা
১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৬
জে.এস. সাব্বির বলেছেন: প্রথমেই মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক কৃতঞ্জতা ।...আপনার মন্তব্যটা পড়ে প্রথমেই মনোযোগ দিয়ে বানানগুলো দেখলাম ।আমি যে প্রকৃতঅর্থেই বানানে কাঁচা সেটা আবারো বুঝলাম- মাত্র একটা ভুল বের করতে পেরে ।।আপতত সেটা ঠিক করে নিয়েছি ।।
ছড়াতে আমি একদমই নতুন ।অক্ষড় বিন্যাসের জন্য কিছু বানান নিজ থেকেই কালপিট করেছি ।এটা কতটুকু উচিত হয়েছে ঠিক ধরতে পারিনি এখনো ।অন্তমিলের ব্যাপারটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি...আমি চেষ্টা করছি ।
আপনাকে ধন্যবাদ সাধু ভাই ।
৩| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
মেঘকে ধন্যবাদ দেন!
২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৪
জে.এস. সাব্বির বলেছেন: তবে কি ,সে পিঙ্কিকে আপনার কাছে রেখে এসেছে!!? তাহলে অবশ্যই একটা ধন্যবাদ তার প্রাপ্য; তবে আপনার পক্ষ থেকে ।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
নীলপরি বলেছেন: মিথ্যা কাহিণী অবলম্বণে ছড়াটা সত্যি ভালো হয়েছে ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০
জে.এস. সাব্বির বলেছেন: নীলপরীপু স্বাগত
আইজকে আমি ধন্য
আপনার আগমন
আর সুপাঠ্যের জন্য
'ভীত্ অতি মিথ্যায়
ছড়িতাটাও ভালো'
মন্তব্যের আলোতে
ব্লগটা জমকালো!
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
গেম চেঞ্জার বলেছেন: মামা তোমার অনেক কষ্ট
তাইতো তুমি কাঁদো
(পাজিঙ্কি টা বোঝেনা তা)
আমায় নিয়ে ভিজবে বলে
আহ্লাদে গদ-গদো!
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৪
জে.এস. সাব্বির বলেছেন: গেমু ভাই আসিলেন
কপালেতে চোখ করে
কি জানি কি হবে মোর
সাত জনমের পরে
এবার সময় তবে
নাহি বুঝি বাকি আর
এ ধরাতে শ্বাস নেয়া
হবে না-কি কভু আর?
কিবা করিছুনি আমি
কোন মহাপাপ
মিলিবে কিরূপ সাজা
নাহি বুঝি মাপ(ফ)?
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাজিন্কিরা হামেষাই
হয় মহা সেলফিস্;
অমৃত খেয়ে ক'বে
কি দিলে তা মহাবিষ।
জেনেও তা পুলাপান
হ্যাগো ঢঙে মত্ত;
ফায়দা কি কেঁদে আর
কয়েছি আগে কত্ত।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯
জে.এস. সাব্বির বলেছেন: ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
ছড়াতে যা বলা
যাহা বলে গেনু
মিথ্যা সে কাহিণী
কোট করে ছিনু
জেনেও পুলাপান সবে
হ্যাগো ঢঙে মত্তো
ক্যাটাগরি পুলাপান
দেখেছি যে কত্তো!
তাগোর লাগিয়াই তো
ছোট্ট এই প্রয়াস
ছড়িতায় কই কথা
করিনাকো নিরাস
আপনি যে মোর গুরু
কে-না তাহা জানে
ক্যাবা করে ভুল করি
প্রীতিলতা সনে!
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩
প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার
পড়ে গেলাম কয়েকবার।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৭
জে.এস. সাব্বির বলেছেন: হই আমি ভ্যাটিকান
কিবা সি-ল্যান্ড
সামুর রাজ্যে আপনি
ছড়ার স্ট্যান্ড
আপনার উপস্থিতি
সদা থাকবে মনে
অনুপ্রাণিত থাকব
ছড়া-ছন্দের সনে
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬
চাঁদগাজী বলেছেন:
নতুন কিছু ছাড়েন, আমরা পড়ি ও আপনাকে বুঝার চেস্টা করি; মুখ না খুললে তো বুঝা যায় না।
০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৯
জে.এস. সাব্বির বলেছেন: আর আপনার প্রায় নিয়মিত পাঠক হিসেবে- আমাকে আপনি অনেকটাই জেনে গেছেন ।
আমার যে গঠন আপনি কল্পনা করছেন এতদিনে ,তার থেকে একটু বেশিও হৃষ্টপুষ্ট নই
৯| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
এটাই আবার শেষ কবিতা নয় তো?
০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:২১
জে.এস. সাব্বির বলেছেন: চাঁদগাজী ভাই ,ব্লগে আমি অস্বস্তি অথবা অসুস্থ অনুভব করছি না । আমি লিখবো । নিজেকে গুছিয়ে নিচ্ছি ।আমার সময় দরকার!
১০| ২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
ছড়া তো লিখেছ বেশ
মিষ্টি মধুর আবেশ।
তা আরো লিখো ভাই,
আরো ভাল লেখা চাই।
তবে এইটা লাগছে গুড,
যেন মেঘে ছিলাম বুদ!
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪৪
জে.এস. সাব্বির বলেছেন: আরে আরে ডানা ভাই!
ছড়া ঘড়ে স্বাগতম
আপনাকে পেয়ে গর্বিত
কইতে মোর নাই সরম
আরো আরো ছড়া লিখব
দিবো ব্লগের পাতায়
আপনার অনুপ্রেরনাতে
ছড়া লেখুম খাতায়
১১| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২০
মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ এলেম আছে বটে দু জনের ই।
পিংকির ফাকি দেয়ার আর আপনার ছড়া লেখার
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
জে.এস. সাব্বির বলেছেন: আছি মোরা কলি যুগে
যতই হইনা স্মার্ট
পিঙ্কিরা ফাকি দিবেই
ফাকি দিতে এক্সপার্ট
কি আর পারি করতে
ছড়া-ছন্দ ছাড়া
সুর-ধরিয়ে কাঁদলে,
তাকে যাবেতো ধরা
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: : ওয়াও,ভাউ ওয়াও।কি করে এত সুন্দর করে লেখেন আপনি???চালিয়ে যান ভাউ।কেউ পুরষ্কার না দিলেও আমি আপনাকে নুপেল দিব।আপনি যেভাবে লিখছেন সেভাবে লিখতে থাকলে আগামী ১০বছরে জাতি একটা ব্র্যন্ড নিউ রবীঠাকুর পেয়ে যাবে।আমরা আপনার হাতে নুপেল দেখতে চাই।