নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুকতারার সঙ্গী

জে.এস. সাব্বির

অদ্ভূত!

জে.এস. সাব্বির › বিস্তারিত পোস্টঃ

করোনায় ত্রান বিতরণ ও অন্যান্য সামাজিক কর্মকান্ডে সচেতন হোন

৩০ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৭

করোনার কারণে সারা পৃথিবী লক ডাউন হয়ে আছে। আমাদের দেশও অঘোঘিত লক-ডাউন হয়ে আছে। ফলে একটা বিরাট সংখ্যার নিম্ন আয়ের মানুষ চরম বিপদের সম্মুখীন হয়েছে। না খেয়ে মারা যাওয়ার মত ঘটনা এখনও না ঘটলেও, পরিস্থিতি সেদিকেই আগাচ্ছে। আশার কথা হচ্ছে আমার বাঙালী ভাইয়েরা এরই মধ্যে তাদের ভাত্রৃত্ববোধের পরিচয় দিয়ে চলছে। যদিও সেটা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য।

তবুও করোনা মোকাবেলায় এই অসহায় দুস্থ মানুষগুলোর পাশে এসে দাড়াচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন। বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক কর্মী এমনকি বেকার যুবকেরাও বিভিন্নভাবে এগিয়ে আসছে। এসব কর্মকান্ড করতে গিয়ে সবচেয়ে বড় যে ভুলটি হওয়ার আশঙ্কা রয়েছে এবং হচ্ছেও তাই; "আমরা ভুলেই যাচ্ছি যে, এসব কর্মকান্ড করতে হচ্ছে লক-ডাউনের কারণে। যেন মানুষজন ঘড় থেকে বের না হয়।" অথচ আমাদের কর্মকান্ডের মাধ্যমে আমরা তাদেরকে ঘড়ের বাইরে নিয়ে আসছি। সমাগম সৃষ্টি করছি। যেটা ভয়ংকর বিপদ ডেকে আনবে।

আমাদের আরোও সচেতন হতে হবে। সবাই ভালো থাকুন। করোনা মুক্ত থাকুন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৪

নেওয়াজ আলি বলেছেন:

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৫

জে.এস. সাব্বির বলেছেন: বাস্তব চিত্র ফুটে উঠেছে।

২| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: ত্রান খুব সামান্যই বিতরন হচ্ছে।
আমাদের দেশ খুব বেশি দরিদ্র। সবাইকে ত্রান দেওয়া সম্ভব না। যারা পায় তারা ভাগ্যবান।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:১৮

জে.এস. সাব্বির বলেছেন: ১০ টা ত্রান এর প্যাকেট নেওয়ার জন্য ১০০ জন ভিড় করছে.... ২ ফিট দূরত্ব নাই। এদের একজনের থেকে থাকলে সবার ছড়াবে।

এত পরিমাণ দরিদ্র মানুষগুলোর জন্য সরকারকেই স্বীদ্ধান্ত নিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.