নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল জোবায়ের আহমেদ

আমি সকালে ঘুম থেকে উঠে বুক ভরে নিঃশ্বাস নেই , আর ভাবি আমার আমাকে আরও একটা দিন সুযোগ দিয়েছে । তারপর তার কাছে দোয়া করি হে আল্লাহ আমাকে হেদায়েত দিন ।

আল জোবায়ের আহমেদ › বিস্তারিত পোস্টঃ

পর্দা বিরোধীদের হাত ভাঙুন,পা ভাঙুন, চোখ উপরে ফেলুন

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২২

একটা গল্প বলি -একদিন কোন এক এলাকার শিয়ালগুলো এক হয়ে মিছিল বের করল ।গনতন্ত্রের মিছিল ।তাদের ক্ষোভ ,তাদের বেদনা যে এলাকার মানুষগুলো এলাকার মুরগি গুলোকে স্বাধীনতা দেয় না ।তাদেরকে রাতের বেলা খোয়ারের মধ্যে আটকে রেখে তাদের গনতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে ।শিয়ালের দাবি মানতে হবে ,মুরগি গুলোকে অবাধে ছাড়তে হবে !কি হাস্যকর দাবি ।মুরগি অবাধে চললে মুরগির গণতান্ত্রিক অধিকার রক্ষা হবে না ক্ষুন্ন হবে তা মুরগি ওয়ালাও যানে ,ঐ শিয়াল গুলোও যানে ।কিন্ত ঐ পশুগুলো নিজের স্বার্থ হাসিলের জন্য যে পদ্ধতি অবলম্বন করেছে তা কাজকের দিনে কাফের-নাস্তিকদের পর্দা বিরোধী আন্দলোনের সাথে সাময্যস্বপূর্ণ ।ঐ মুরগী যদি মনে করে হ্যা সত্যিই তাদের অধিকার হরণ করা হচ্ছে তাহলে তার মত স্ববিরোধী আর সমাজে খুজে পাওয়া যাবে না ।তার ধ্বংস নিশ্চিত ।যার প্রমান আজকের এই গণধর্ষণ । মেয়ে জাতি আজ অপমানিত ,লান্চিত এই পর্দার অনুপস্থিতির জন্যই ।আমাদের দেশের ৮৮% মানুষ মুসলমান ।এ দেশে আল্লাহর বিধান চলবে ।এটাই এদেশের মানুষের মনের কথা ।এদেশে কখনো ইসলাম বিরোধী আইন বা আন্দোলন চলতে পারে না ।যারা পর্দা প্রথার বিরোধী তারা আল্লাহর দুশমন ।ও বাংলার মুসলিম তাদের হাত ভেঙে দাও ,পা ভেঙে দাও ,তাদের চোখ উপরে ফেলো ।ওরা এদেশের মঙ্গল চায় না ওরা আমাদের শত্রু ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০

আল জোবায়ের আহমেদ বলেছেন: পর্দাবিরোধীরা বাংলাদেশবিরোধী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.